প্রয়াত হয়েছেন কিংবদন্তী অভিনেতা দিলীপ কুমার। রেখে গিয়েছেন তাঁর অমর কৃষ্টি। রেখে গিয়েছেন তাঁর বংশধরদের। শুধু তিনি এবং তাঁর স্ত্রী সায়রা বানুই নন, অভিনেতার পরিবারের আরও বেশ কিছু সদস্য যুক্ত রয়েছে সিনে দুনিয়ার সঙ্গে। তাঁরা কারা? দেখে নিন...
নাসির খান- সম্পর্কে দিলীপ কুমারের ভাই। বহু পাকিস্তানি এবং বলিউড ছবিতে অভিনয় করেছেন তিনি। তাঁর শেষ ছবি বৈরাগ মুক্তি পেয়েছিল তাঁর মৃত্যুর পর।
বেগম পারা- ১৯৫০ সালের বিখ্যাত নায়িকা তিনি। নাসির খানের দ্বিতীয় স্ত্রী ছিলেন তিনি। তাঁকে শেষ দেখা গিয়েছে রণবীর কাপুর এবং সোনম কাপুর অভিনীত সাওয়ারিয়া ছবিতে।
আয়ুব খান- নাসির খানের সন্তান তিনি। সম্পর্কে দিলীপ কুমারের ভাইপো।
সায়েশা সেহগল- অনেক দক্ষিণী ছবিতে দেখা গিয়েছে তাঁকে। তিনি সুমিত সায়গল এবং শাহিন বানুর মেয়ে। শাহিন বানু শায়রা বানুর ভাইয়ের সন্তান। সায়েশা সম্পর্কে দিলীপ কুমারের নাতনি।
আদনান স্বামী- গানের জগতে তিনি পরিচিত মুখ। আদনানের বাবা ছিলেন দিলীপ কুমারের তুতো ভাই। সেই অর্থে আদনানও কিন্তু দিলীপ কুমারের আত্মীয়।