চল্লিশের দোরগোড়ায় চতুর, অভিনয়ের সঙ্গে হাতেখড়ি মাত্র ছ’বছর বয়সে

রাজকুমার হিরানির ছবি ‘থ্রি ইডিয়টস’-এর জন্য একাধিক অ্যাওয়ার্ড পেয়েছেন ওমি।

| Updated on: Jan 10, 2021 | 11:26 AM
চতুর রামালিঙ্গমকে মনে আছে নিশ্চয়? অত বড় নাম খেয়াল না থাকলেও ‘সাইলেন্সর’ নামে তাঁকে সকলেই একডাকে চেনেন। ‘থ্রি ইডিয়টস’-এর অভিনেতা ওমি বৈদ্যর আজ জন্মদিন। ভারতীয় বংশোদ্ভূত এই মার্কিন নাগরিক আজ ৩৯ পা দিয়েছেন।

চতুর রামালিঙ্গমকে মনে আছে নিশ্চয়? অত বড় নাম খেয়াল না থাকলেও ‘সাইলেন্সর’ নামে তাঁকে সকলেই একডাকে চেনেন। ‘থ্রি ইডিয়টস’-এর অভিনেতা ওমি বৈদ্যর আজ জন্মদিন। ভারতীয় বংশোদ্ভূত এই মার্কিন নাগরিক আজ ৩৯ পা দিয়েছেন।

1 / 9
মার্কিন নাগরিক ওমির জন্ম ক্যালিফোর্নিয়ার Yucca Valley-তে। লস এঞ্জেলসের কাউন্টি হাই স্কুল ফর দ্য আর্টস থেকে গ্র্যাজুয়েট হন ওমি। তারপর সান্তাক্রুজের ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে দু’বছর পড়াশোনা করেন। এরপর নিউ ইয়র্ক ইউনিভারসসিটির অন্তর্ভুক্ত Tis School of Arts-এ বাকি পড়াশোনা করেন ওমি বৈদ্য।

মার্কিন নাগরিক ওমির জন্ম ক্যালিফোর্নিয়ার Yucca Valley-তে। লস এঞ্জেলসের কাউন্টি হাই স্কুল ফর দ্য আর্টস থেকে গ্র্যাজুয়েট হন ওমি। তারপর সান্তাক্রুজের ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে দু’বছর পড়াশোনা করেন। এরপর নিউ ইয়র্ক ইউনিভারসসিটির অন্তর্ভুক্ত Tis School of Arts-এ বাকি পড়াশোনা করেন ওমি বৈদ্য।

2 / 9
রাজকুমার হিরানির ছবি ‘থ্রি ইডিয়টস’-এর জন্য একাধিক অ্যাওয়ার্ড পেয়েছেন ওমি। ২০১০ সালে স্ক্রিন অ্যাওয়ার্ডসে জিতেছেন বেস্ট কমেডিয়ান এবং মোস্ট প্রমিসিং নিউকামার (মেল)-এর খেতাব। ওই একই সালে আইফা অ্যাওয়ার্ডসে বেস্ট পারফরম্যান্স ইন এ কমিক রোল এবং স্টার ডেবিউ অফ দ্য ইয়ার (মেল) এই দুটি অ্যাওয়ার্ড জিতেছিলেন ওমি বৈদ্য। এছাড়াও লায়ন্স গোল্ড অ্যাওয়ার্ডে বেস্ট সাপোর্টিং অ্যাক্টর (মেল) বিভাগে অ্যাওয়ার্ড পেয়েছিলেন তিনি।

রাজকুমার হিরানির ছবি ‘থ্রি ইডিয়টস’-এর জন্য একাধিক অ্যাওয়ার্ড পেয়েছেন ওমি। ২০১০ সালে স্ক্রিন অ্যাওয়ার্ডসে জিতেছেন বেস্ট কমেডিয়ান এবং মোস্ট প্রমিসিং নিউকামার (মেল)-এর খেতাব। ওই একই সালে আইফা অ্যাওয়ার্ডসে বেস্ট পারফরম্যান্স ইন এ কমিক রোল এবং স্টার ডেবিউ অফ দ্য ইয়ার (মেল) এই দুটি অ্যাওয়ার্ড জিতেছিলেন ওমি বৈদ্য। এছাড়াও লায়ন্স গোল্ড অ্যাওয়ার্ডে বেস্ট সাপোর্টিং অ্যাক্টর (মেল) বিভাগে অ্যাওয়ার্ড পেয়েছিলেন তিনি।

3 / 9
বড় হয়ে ওঠা লস এঞ্জেলসে হলেও প্রায় প্রতি বছরই ভারতে আসতেন ওমি। গোয়ায় তাঁর আদি বাড়ি। তবে গোয়া ঘোরার ফাঁকে মুম্বইতেও ঘুরে যেতেন ওমি। অভিনয়ের পাশাপাশি ডিরেক্টর, এডিটর, রাইটার, টেলিভিশন রিপ্রেসেন্টার হিসেবেও কাজ করেছেন ওমি।

বড় হয়ে ওঠা লস এঞ্জেলসে হলেও প্রায় প্রতি বছরই ভারতে আসতেন ওমি। গোয়ায় তাঁর আদি বাড়ি। তবে গোয়া ঘোরার ফাঁকে মুম্বইতেও ঘুরে যেতেন ওমি। অভিনয়ের পাশাপাশি ডিরেক্টর, এডিটর, রাইটার, টেলিভিশন রিপ্রেসেন্টার হিসেবেও কাজ করেছেন ওমি।

4 / 9
মাত্র ৬ বছর বয়সে অভিনয়ের সঙ্গে হাতেখড়ি হয় ওমি বৈদ্যর। আমেরিকায় থাকাকালীন মারাঠি মণ্ডল নাটক এবং বেশ কিছু ইংরেজি নাটকেও অভিনয় করতেন ওমি। হাই স্কুলে যাওয়ার পর অভিনয় সম্পর্কে আগ্রহ বাড়ে তাঁর। তারপরই ফিল্ম মেকিং এর ব্যাপারে আগ্রহী হয়ে ফিল্ম স্কুলে ভর্তি হন তিনি। কেরিয়ার হিসেবেও বেছে নেনে সিনেমার দুনিয়াকেই। পড়াশোনা শেষ করে লস এঞ্জেলসে ফিরে টিভি সিরিয়াল আর ছবির জন্য অডিশন দিতে শুরু করেন ওমি।

মাত্র ৬ বছর বয়সে অভিনয়ের সঙ্গে হাতেখড়ি হয় ওমি বৈদ্যর। আমেরিকায় থাকাকালীন মারাঠি মণ্ডল নাটক এবং বেশ কিছু ইংরেজি নাটকেও অভিনয় করতেন ওমি। হাই স্কুলে যাওয়ার পর অভিনয় সম্পর্কে আগ্রহ বাড়ে তাঁর। তারপরই ফিল্ম মেকিং এর ব্যাপারে আগ্রহী হয়ে ফিল্ম স্কুলে ভর্তি হন তিনি। কেরিয়ার হিসেবেও বেছে নেনে সিনেমার দুনিয়াকেই। পড়াশোনা শেষ করে লস এঞ্জেলসে ফিরে টিভি সিরিয়াল আর ছবির জন্য অডিশন দিতে শুরু করেন ওমি।

5 / 9
২০০৯ সালের ২২ অগস্ট মিনাল পটেলের সঙ্গে বিয়ে হয় ওমি বৈদ্যর।

২০০৯ সালের ২২ অগস্ট মিনাল পটেলের সঙ্গে বিয়ে হয় ওমি বৈদ্যর।

6 / 9
২০১৫ সালে প্রথম সন্তানের জন্ম দেন মিনাল। এর তিন বছর পর ২০১৮ সালে ফের বাবা হন ওমি।

২০১৫ সালে প্রথম সন্তানের জন্ম দেন মিনাল। এর তিন বছর পর ২০১৮ সালে ফের বাবা হন ওমি।

7 / 9
থ্রি ইডিয়টস ছাড়াও বলিউডের বেশ কিছু ছবিতে নজর কেড়েছেন ওমি। ‘দিল তো বাচ্চা হ্যায় জি’, ‘জোড়ি ব্রেকার্স’, ‘দেশি বয়েজ’, ‘ব্ল্যাকমেল’, ‘প্লেয়ার্স’---- এইসব ছবিতে ওমির অভিনয় মনজয় করেছে দর্শকদের।

থ্রি ইডিয়টস ছাড়াও বলিউডের বেশ কিছু ছবিতে নজর কেড়েছেন ওমি। ‘দিল তো বাচ্চা হ্যায় জি’, ‘জোড়ি ব্রেকার্স’, ‘দেশি বয়েজ’, ‘ব্ল্যাকমেল’, ‘প্লেয়ার্স’---- এইসব ছবিতে ওমির অভিনয় মনজয় করেছে দর্শকদের।

8 / 9
ওমির জীবন নিয়ে তৈরি হয়েছে ‘বিগ ইন বলিউড’ (২০১১)। এই ডকুমেন্টারি ফিল্মে মার্কিন অভিনেতা ওমির লাইফ জার্নি দেখানো হয়েছে। স্ট্রাগলিং করা হলিউডের অভিনেতা কীভাবে বলিউডের বিগ বাজেট ছবিতে সুযোগ পেলেন, এইসব রয়েছে ‘বিগ ইন বলিউড’-এ। নেটফ্লিক্সের পাশাপাশি ইউটিউবেও রয়েছে এই ডকুমেন্টারি ফিল্ম।

ওমির জীবন নিয়ে তৈরি হয়েছে ‘বিগ ইন বলিউড’ (২০১১)। এই ডকুমেন্টারি ফিল্মে মার্কিন অভিনেতা ওমির লাইফ জার্নি দেখানো হয়েছে। স্ট্রাগলিং করা হলিউডের অভিনেতা কীভাবে বলিউডের বিগ বাজেট ছবিতে সুযোগ পেলেন, এইসব রয়েছে ‘বিগ ইন বলিউড’-এ। নেটফ্লিক্সের পাশাপাশি ইউটিউবেও রয়েছে এই ডকুমেন্টারি ফিল্ম।

9 / 9
Follow Us: