‘দঙ্গল গার্ল’-এর জন্মদিন, অভিনয়ের পাশাপাশি নাচ ফতিমা সানা শেখের প্যাশন

২৯-এ পা দিলেন ফতিমা

| Updated on: Jan 11, 2021 | 9:36 AM
দঙ্গল গার্লের আজ জন্মদিন। ১৯৯২ সালের ১১ জানুয়ারি হায়দরাবাদে জন্ম হয় ফতিমা সানা শেখের। তবে স্কুল-কলেজের পড়াশোনা, বেড়ে ওঠা সবটাই হয়েছে মুম্বইয়ে।

দঙ্গল গার্লের আজ জন্মদিন। ১৯৯২ সালের ১১ জানুয়ারি হায়দরাবাদে জন্ম হয় ফতিমা সানা শেখের। তবে স্কুল-কলেজের পড়াশোনা, বেড়ে ওঠা সবটাই হয়েছে মুম্বইয়ে।

1 / 9
ফতিমার বাবা ছিলেন জম্মুর বিপন শর্মা। আর মা ছিলেন শ্রীনগরের রাজ তাবাসসুম।

ফতিমার বাবা ছিলেন জম্মুর বিপন শর্মা। আর মা ছিলেন শ্রীনগরের রাজ তাবাসসুম।

2 / 9
অভিনয়ের হাতেখড়ি মাত্র ৫ বছর বয়সে। 'চাচি ৪২০'-এ কমল হাসান এবং 'ওয়ান টু কা ফোর'-এ শাহরুখ খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন ফতিমা।

অভিনয়ের হাতেখড়ি মাত্র ৫ বছর বয়সে। 'চাচি ৪২০'-এ কমল হাসান এবং 'ওয়ান টু কা ফোর'-এ শাহরুখ খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন ফতিমা।

3 / 9
তবে শিশুশিল্পী হিসেবে ডেবিউয়ের পর অনেকদিন অভিনয়ের সঙ্গে যোগাযোগ ছিল না ফতিমার। বহু বছর পর আমির খানের 'দঙ্গল' ছবিতে কামব্যাক করেন ফতিমা।

তবে শিশুশিল্পী হিসেবে ডেবিউয়ের পর অনেকদিন অভিনয়ের সঙ্গে যোগাযোগ ছিল না ফতিমার। বহু বছর পর আমির খানের 'দঙ্গল' ছবিতে কামব্যাক করেন ফতিমা।

4 / 9
যদিও 'দঙ্গল'-এ সুযোগ পাওয়ার জন্য বহু কাঠখড় পোড়াতে হয়েছিল ফতিমাকে। বারবার অডিশন দেওয়ার পরও দীর্ঘদিন ডাক আসেনি কোনও সিনেমার জন্য। কিন্তু শেষ পর্যন্ত 'দঙ্গল' ছবিতে গীতা ফোগাটের চরিত্রের জন্য ডাক পান তিনি।

যদিও 'দঙ্গল'-এ সুযোগ পাওয়ার জন্য বহু কাঠখড় পোড়াতে হয়েছিল ফতিমাকে। বারবার অডিশন দেওয়ার পরও দীর্ঘদিন ডাক আসেনি কোনও সিনেমার জন্য। কিন্তু শেষ পর্যন্ত 'দঙ্গল' ছবিতে গীতা ফোগাটের চরিত্রের জন্য ডাক পান তিনি।

5 / 9
'দঙ্গল' ছবির পর বলিউডের আরও অনেক সিনেমাতেই ফতিমার অভিনয় দর্শকদের নজর কেড়েছে। তার মধ্যে অন্যতম নেটফ্লিক্সে রিলিজ হওয়া অনুরাগ বসুর নতুন ছবি 'লুডো',

'দঙ্গল' ছবির পর বলিউডের আরও অনেক সিনেমাতেই ফতিমার অভিনয় দর্শকদের নজর কেড়েছে। তার মধ্যে অন্যতম নেটফ্লিক্সে রিলিজ হওয়া অনুরাগ বসুর নতুন ছবি 'লুডো',

6 / 9
অভিনয়ের পাশাপাশি আরও অনেক ব্যাপারেই শৌখিন ফতিমা। ক্যামেরা তাঁর নিত্যসঙ্গী। অনেকদিন বিহাইন্ড দ্য লেন্স দক্ষ ফটোগ্রাফার হিসেবেও অনেকদিন মুম্বইয়ের বিভিন্ন স্টুডিওতে কাজ করেছেন তিনি।

অভিনয়ের পাশাপাশি আরও অনেক ব্যাপারেই শৌখিন ফতিমা। ক্যামেরা তাঁর নিত্যসঙ্গী। অনেকদিন বিহাইন্ড দ্য লেন্স দক্ষ ফটোগ্রাফার হিসেবেও অনেকদিন মুম্বইয়ের বিভিন্ন স্টুডিওতে কাজ করেছেন তিনি।

7 / 9
অভিনেত্রী হওয়ার সঙ্গে সঙ্গে ফতিমা একজন দুরন্ত ড্যান্সার। তাঁর দঙ্গল কো-স্টার সন্যা মালহোত্রার সঙ্গে মাঝে মাঝেই ইনস্টাগ্রামে নাচের ভিডিও শেয়ার করেন ফতিমা।

অভিনেত্রী হওয়ার সঙ্গে সঙ্গে ফতিমা একজন দুরন্ত ড্যান্সার। তাঁর দঙ্গল কো-স্টার সন্যা মালহোত্রার সঙ্গে মাঝে মাঝেই ইনস্টাগ্রামে নাচের ভিডিও শেয়ার করেন ফতিমা।

8 / 9
বড়পর্দার পাশাপাশি টেলিভিশনেও কাজ করেছেন ফতিমা সানা শেখ। 'আগলে জনম মোহে বিটিয়া হি কি জো' ধারাবাহিকে দেখা গিয়েছিল ফতিমাকে।

বড়পর্দার পাশাপাশি টেলিভিশনেও কাজ করেছেন ফতিমা সানা শেখ। 'আগলে জনম মোহে বিটিয়া হি কি জো' ধারাবাহিকে দেখা গিয়েছিল ফতিমাকে।

9 / 9
Follow Us: