Premier League: মাইলফলক ম্যাচে হ্যারির গোল, এভার্টনকে হারিয়ে লিগ টেবলের তিনে উঠল টটেনহ্যাম
প্রিমিয়ার লিগের ম্যাচে শনিরাতে একদিকে মুখোমুখি হয়েছিল টটেনহ্যাম হটস্পার ও এভার্টন। টটেনহ্যামের হয়ে মাইলস্টোন ম্যাচে নেমে গোল করেছেন ইংল্যান্ডের তারকা ফুটবলার হ্যারি কেন। ২-০ ব্যবধানে এভার্টনকে হারিয়েছে স্পার্সরা। অপর এক ম্যাচে সাক্ষাৎ হয়েছিল উলভস ও নটিংহ্যাম ফরেস্ট। সেই ম্যাচে ১-০ জিতেছে উলভস।
Most Read Stories