AC না গিজা়র বোঝাই দায়, Orizzonte-র এই ওয়াটার হিটারের লুক দেখলে পারবেন না চোখ ফেরাতে

Havells Orizzonte Water Heater: গেরস্থালির কাজ হোক কিংবা শৌচাগার, সবেতেই লাগে গরম জল। সেই কারণে জনপ্রিয়তা বেড়েছে গিজারের। ভাবছেন ওয়াটার হিটার এসির মতো দেখতে? হ্যাঁ একদমই তাই।

| Edited By: | Updated on: Jan 18, 2023 | 1:19 PM
শীতকাল এলেই কদর বাড়ে গরম জলের। গেরস্থালির কাজ হোক কিংবা শৌচাগার, সবেতেই লাগে গরম জল। সেই কারণে জনপ্রিয়তা বেড়েছে গিজা়রের। এখানে এই গিজা়রটি দেখুন। দেখতে এয়ার কন্ডিশনার যন্ত্রের মতো। অবাক লাগছে তাই না? দেখুন বিস্তারিত।

শীতকাল এলেই কদর বাড়ে গরম জলের। গেরস্থালির কাজ হোক কিংবা শৌচাগার, সবেতেই লাগে গরম জল। সেই কারণে জনপ্রিয়তা বেড়েছে গিজা়রের। এখানে এই গিজা়রটি দেখুন। দেখতে এয়ার কন্ডিশনার যন্ত্রের মতো। অবাক লাগছে তাই না? দেখুন বিস্তারিত।

1 / 6
এই ওয়াটার হিটারটির একটি বিশেষত্ব রয়েছে। যা এটিকে সব হিটারের থেকে আলাদা করে। তা হল এটি দেখতে এসির মতো। অবাক হচ্ছেন? ভাবছেন ওয়াটার হিটার এসির মতো দেখতে? হ্যাঁ একদমই তাই। এটিকে প্রথম নজরে দেখলে আপনার এসি বলেই মনে হবে। অর্থাৎ, এই গিজার়টি সাধারণত অন্য গিজা়র থেকে আলাদা।

এই ওয়াটার হিটারটির একটি বিশেষত্ব রয়েছে। যা এটিকে সব হিটারের থেকে আলাদা করে। তা হল এটি দেখতে এসির মতো। অবাক হচ্ছেন? ভাবছেন ওয়াটার হিটার এসির মতো দেখতে? হ্যাঁ একদমই তাই। এটিকে প্রথম নজরে দেখলে আপনার এসি বলেই মনে হবে। অর্থাৎ, এই গিজার়টি সাধারণত অন্য গিজা়র থেকে আলাদা।

2 / 6
এখানে হ্যাভেলসের Orizzonte ওয়াটার হিটার সম্পর্কে জানানো হচ্ছে। এই প্রোডাক্টের 15L ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 20,290 টাকা এবং 25L ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 23,590 টাকা। আপনি আপনার নিকটস্থ যেকোনও  দোকান থেকে এটি কিনতে পারবেন। এছাড়াও অ্যামাজন-ফ্লিপকার্টেও এই ওয়াটার হিটারটি কিনতে পারবেন।

এখানে হ্যাভেলসের Orizzonte ওয়াটার হিটার সম্পর্কে জানানো হচ্ছে। এই প্রোডাক্টের 15L ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 20,290 টাকা এবং 25L ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 23,590 টাকা। আপনি আপনার নিকটস্থ যেকোনও দোকান থেকে এটি কিনতে পারবেন। এছাড়াও অ্যামাজন-ফ্লিপকার্টেও এই ওয়াটার হিটারটি কিনতে পারবেন।

3 / 6
এই গিজারে 4 স্টার BEE রেটিং দেওয়া হয়েছে। অর্থাৎ এতে অনেকাংশে বিদ্যুৎও সাশ্রয় হবে। এতে গ্রাহকরা টাইমার মোডও পাবেন। এই মোডের সুবিধা হল, এটি দিয়ে দিয়ে আপনি 10 মিনিট থেকে 180 মিনিট পর্যন্ত গরম করার সময় সেট করতে পারেন।

এই গিজারে 4 স্টার BEE রেটিং দেওয়া হয়েছে। অর্থাৎ এতে অনেকাংশে বিদ্যুৎও সাশ্রয় হবে। এতে গ্রাহকরা টাইমার মোডও পাবেন। এই মোডের সুবিধা হল, এটি দিয়ে দিয়ে আপনি 10 মিনিট থেকে 180 মিনিট পর্যন্ত গরম করার সময় সেট করতে পারেন।

4 / 6
এতে ডিজিটাল ঘড়িও দেওয়া হয়েছে। এক্ষেত্রে রিয়েল টাইম, অটো অফ টাইম এবং অটো অন টাইম এখানে সেট করা যায়। এছাড়াও এই গিজারে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করার জন্য একটি রিমোটও রয়েছে।

এতে ডিজিটাল ঘড়িও দেওয়া হয়েছে। এক্ষেত্রে রিয়েল টাইম, অটো অফ টাইম এবং অটো অন টাইম এখানে সেট করা যায়। এছাড়াও এই গিজারে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করার জন্য একটি রিমোটও রয়েছে।

5 / 6
হ্যাভেলসের এই গিজারে এনার্জি সেভিং মোডও রয়েছে। এই মোডটি চালু করার সময়, গিজার জলের তাপমাত্রা শুধুমাত্র 55 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রাখে। শক সেফ প্লাগও এতে সংহত করা হয়েছে। গ্রাহকরা গরম করার উপাদানের জন্য 4 বছর পর্যন্ত ওয়ারেন্টি পাবেন।

হ্যাভেলসের এই গিজারে এনার্জি সেভিং মোডও রয়েছে। এই মোডটি চালু করার সময়, গিজার জলের তাপমাত্রা শুধুমাত্র 55 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রাখে। শক সেফ প্লাগও এতে সংহত করা হয়েছে। গ্রাহকরা গরম করার উপাদানের জন্য 4 বছর পর্যন্ত ওয়ারেন্টি পাবেন।

6 / 6
Follow Us: