AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Warts: আঁচিলের সমস্য়া? ঘরোয়া উপায়েই হবে দূর

Warts Care: আঁচিলের সমস্যা থেকে মুক্তি পেতে ব্যবহার করতে পারেন অ্যাপেল সিডার ভিনিগার।এতে উপস্থিত উপাদান আঁচিল অপসারণে সাহায্য করে।তাই যে স্থানে আঁচিল রয়েছে সেখানে অ্য়াপেল সিডার ভিনিগার লাগান।উপকার পাবেন।একইভাবে ব্যবহার করতে পারেন টি ট্রি অয়েলও। এতেও ভাল কাজ হলে।

| Edited By: | Updated on: Oct 03, 2023 | 5:49 PM
Share
খেয়াল করে দেখেবেন অনেকেরই গোটা গায়ে বিভিন্ন জায়গায় আঁচিল থাকে। যা দেখতে মোটেই ভাল দেখায় না। এর জন্য কী করবেন জানা আছে?

খেয়াল করে দেখেবেন অনেকেরই গোটা গায়ে বিভিন্ন জায়গায় আঁচিল থাকে। যা দেখতে মোটেই ভাল দেখায় না। এর জন্য কী করবেন জানা আছে?

1 / 8
এই আঁচিলের সমস্য়ার স্থায়ী কোনও সমাধান নেই। চিকিৎসা বলতে এক ধমরনের ওষুধ পাওয়া যায় যা খেলে বা লাগালে অনেকসময়ই কোনও কাজের কাজ হয় না।

এই আঁচিলের সমস্য়ার স্থায়ী কোনও সমাধান নেই। চিকিৎসা বলতে এক ধমরনের ওষুধ পাওয়া যায় যা খেলে বা লাগালে অনেকসময়ই কোনও কাজের কাজ হয় না।

2 / 8
আর নইলে লেজর ট্রিটমেন্ট করিয়ে আঁচিল অপসারণ করা। যা অনেকসময়ই ব্যয়সাপেক্ষ হয়ে দাঁড়ায়। শুধু তাই-ই নয়, ত্বকের জন্য এই চিকিৎসা কতটা ভাল তা নিয়েও বিস্তর মতবিরোধ রয়েছে।

আর নইলে লেজর ট্রিটমেন্ট করিয়ে আঁচিল অপসারণ করা। যা অনেকসময়ই ব্যয়সাপেক্ষ হয়ে দাঁড়ায়। শুধু তাই-ই নয়, ত্বকের জন্য এই চিকিৎসা কতটা ভাল তা নিয়েও বিস্তর মতবিরোধ রয়েছে।

3 / 8
তাই আপনার চাই এমন কিছু যা প্রাকৃতিকভাবে এই আঁচিলের সমস্য়া থেকে আপনাকে মুক্তি দিতে পারবে। জানুন তার জন্য় কী করতে হবে...

তাই আপনার চাই এমন কিছু যা প্রাকৃতিকভাবে এই আঁচিলের সমস্য়া থেকে আপনাকে মুক্তি দিতে পারবে। জানুন তার জন্য় কী করতে হবে...

4 / 8
আঁচিলের সমস্যা থেকে মুক্তি পেতে ব্যবহার করতে পারেন অ্যাপেল সিডার ভিনিগার। এতে রয়েছে এমন উপাদান যা আঁচিল অপসারণে সাহায্য করে। তাই যে স্থানে আঁচিল রয়েছে সেখানে অ্য়াপেল সিডার ভিনিগার লাগান। উপকার পাবেন।

আঁচিলের সমস্যা থেকে মুক্তি পেতে ব্যবহার করতে পারেন অ্যাপেল সিডার ভিনিগার। এতে রয়েছে এমন উপাদান যা আঁচিল অপসারণে সাহায্য করে। তাই যে স্থানে আঁচিল রয়েছে সেখানে অ্য়াপেল সিডার ভিনিগার লাগান। উপকার পাবেন।

5 / 8
একইভাবে ব্যবহার করতে পারেন টি ট্রি অয়েলও। এতেও ভাল কাজ হলে। একটি তুলোর বলের মধ্যে এই বিশেষ তেল নিয়ে আঁচিলযুক্ত স্থানে লাগিয়ে নিন। দিনে দু'বার লাগালেই হবে।

একইভাবে ব্যবহার করতে পারেন টি ট্রি অয়েলও। এতেও ভাল কাজ হলে। একটি তুলোর বলের মধ্যে এই বিশেষ তেল নিয়ে আঁচিলযুক্ত স্থানে লাগিয়ে নিন। দিনে দু'বার লাগালেই হবে।

6 / 8
এছাড়া ব্যবহার করতে পারেন ভিটামিন ই। এই ভিটামিন আঁচিলের সমস্যা থেকে মুক্তি দিতে সক্ষম। এক্ষেত্রে ব্য়বহার করতে হবে ভিটামিন ই ক্যাপসুল। আঁচিলযুক্ত স্থানে এই ক্য়াপসুলের নির্যাস লাগালেই কাজ হবে।

এছাড়া ব্যবহার করতে পারেন ভিটামিন ই। এই ভিটামিন আঁচিলের সমস্যা থেকে মুক্তি দিতে সক্ষম। এক্ষেত্রে ব্য়বহার করতে হবে ভিটামিন ই ক্যাপসুল। আঁচিলযুক্ত স্থানে এই ক্য়াপসুলের নির্যাস লাগালেই কাজ হবে।

7 / 8
আঁচিলের সমস্যা থেকে বাঁচতে আরও ব্যবহার করতে পারেন ক্যাস্টর অয়েলও। এতে কয়েকদিনের মধ্য়েই আঁচিল গায়েব হবে। দিনে দু'বার আঁচিলযুক্ত স্থানে এই তেল লাগান। ফল পাবেন হাতেনাতে।

আঁচিলের সমস্যা থেকে বাঁচতে আরও ব্যবহার করতে পারেন ক্যাস্টর অয়েলও। এতে কয়েকদিনের মধ্য়েই আঁচিল গায়েব হবে। দিনে দু'বার আঁচিলযুক্ত স্থানে এই তেল লাগান। ফল পাবেন হাতেনাতে।

8 / 8