AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sudipta Chakraborty Birthday Celebration: কীভাবে জন্মদিন পালন করলেন সুদীপ্তা, একান্তভাবে পাঠালেন কিছু সুন্দর মুহূর্তের ছবি

প্রতিবার পরিবারের সঙ্গেই জন্মদিন পালন করেন সুদীপ্তা। এদিন বাড়িতেই এসে হাজির হন তাঁর প্রিয়জনেরা। এবারও তাঁর ব্যতিক্রম হয়নি। জন্মদিনে কেমনভাবে পালন করলেন জন্মদিন জানালেন সুদীপ্তা। TV9 বাংলাকে পাঠালেন কিছু ছবি। দেখুন:

| Edited By: | Updated on: Nov 23, 2021 | 8:54 PM
Share
সদা হাস্যময়ী, বুদ্ধিমতি এক অভিনেত্রী। তিনি সুদীপ্তা চক্রবর্তী। তাঁর সঙ্গে পার্ট করতে ভয় পান অনেকেই। অভিনয় প্রতিভায় একাধিকবার জয় করেছেন দর্শকের মন। পেয়েছেন নানা পুরস্কার ও সম্মান। আজ (২৩.১১.২০২১) সুদীপ্তার জন্মদিন।

সদা হাস্যময়ী, বুদ্ধিমতি এক অভিনেত্রী। তিনি সুদীপ্তা চক্রবর্তী। তাঁর সঙ্গে পার্ট করতে ভয় পান অনেকেই। অভিনয় প্রতিভায় একাধিকবার জয় করেছেন দর্শকের মন। পেয়েছেন নানা পুরস্কার ও সম্মান। আজ (২৩.১১.২০২১) সুদীপ্তার জন্মদিন।

1 / 6
জন্মদিনে মা এসেছিলেন। নিয়ে এসেছিলেন তাঁরই রান্না করা খাবার। জন্মদিনে মায়ের হাতের রান্নাই বোধহয় সেরা উপহার। পায়েস থেকে শুরু করে সুদীপ্তা যা যা খেতে ভালবাসেন সবই নিজে হাতে রান্না করেছিলেন তাঁর মা।

জন্মদিনে মা এসেছিলেন। নিয়ে এসেছিলেন তাঁরই রান্না করা খাবার। জন্মদিনে মায়ের হাতের রান্নাই বোধহয় সেরা উপহার। পায়েস থেকে শুরু করে সুদীপ্তা যা যা খেতে ভালবাসেন সবই নিজে হাতে রান্না করেছিলেন তাঁর মা।

2 / 6
মেয়েকে আদর করে খাইয়ে দিয়েছেন মা।

মেয়েকে আদর করে খাইয়ে দিয়েছেন মা।

3 / 6
তারপর চলল কেক কাটার পালা। বাড়ির ছাদ বারান্দায় কেক কাটার আগে সুদীপ্তা।

তারপর চলল কেক কাটার পালা। বাড়ির ছাদ বারান্দায় কেক কাটার আগে সুদীপ্তা।

4 / 6
কেক ও ফুল নিয়ে এসেছিলেন সুদীপ্তার অ্যাক্টিং স্কুলের ছাত্রছাত্রীরা।

কেক ও ফুল নিয়ে এসেছিলেন সুদীপ্তার অ্যাক্টিং স্কুলের ছাত্রছাত্রীরা।

5 / 6
এক শিল্পীকে দিয়ে সুদীপ্তার এক স্টুডেন্ট এই ছবি আঁকিয়ে তাঁকে উপহার দিয়েছেন।

এক শিল্পীকে দিয়ে সুদীপ্তার এক স্টুডেন্ট এই ছবি আঁকিয়ে তাঁকে উপহার দিয়েছেন।

6 / 6