প্রতিবছরই রাখি পূর্ণিমার পূণ্য তিথিতে পতৌদি পরিবারে ঘটা করে পালিত হয় রক্ষাবন্ধন উৎসব। এবারও ব্যতিক্রম হয়নি। পরিবারের সব ভাই-বোনেরা একত্রিত হয়েছিলেন।
প্রতিবারের মতো মেয়ে ইরানাকে নিয়ে দাদা সইফকে রাখি পরাতে এসেছিলেন সোহা আলি খান।
সম্প্রতি কেরিয়ারের শুরুর এই মজার কাহিনি শেয়ার করে নেন তিনি। যদিও সেই মুহূর্তে এটি মোটেও তাঁর কাছে মজার ছিল না প্রসঙ্গটা। প্রথম কাজ হাত থেকে চলে যাওয়ার কষ্টটা তিনি বোগ করেছিলেন।
বর্তমানে চার সন্তানের পিতা সইফ। বিয়ের খবর নিয়ে এক আলোচনায় তিনি জানিয়ে ছিলেন, যে তিনি ভেবেই পাচ্ছেন না যে কীভাবে তাঁর চার সন্তানের খরচ সামাল দেবেন। মৌনি রায়ের বিয়ের প্রসঙ্গে এমনই মন্তব্য করে সকলের নজর কেড়েছিলেন তিনি।
সম্প্রতি পাতৌদি পরিবার লঞ্চ করেছে পাতৌদি অব হাউস পোশাকের ব্র্যান্ড। তা নিয়ে কপিলকে প্রশ্ন করতে দেখা যায়। যেখানে স্পষ্টই শোনা যায় কপিলকে প্রশ্ন করতে পাতৌদি অব ফ্যাশনে ঠিক কী ধরনের পোশাক পাওয়া যায়!