Sunny Leone: সানির মেয়ে নিশার ৬ বছরে পা, রইল জন্মদিনের অ্যালবাম

সানি লিওন। এই নামটাই যথেষ্ট। আলাদা করে কোনও পরিচিতির প্রয়োজন হয় না। স্বামী ড্যানিয়ল ও তিন সন্তানকে নিয়ে তাঁর সুখী পরিবার। সম্প্রতি তাঁর কন্যা নিশা ৬ বছরে পা দিল। তাঁর জন্মদিন কীভাবে পালন করা হল দেখুন ছবিতে।

| Edited By: | Updated on: Oct 15, 2021 | 3:00 PM
সানির তিন সন্তানই দত্তক নেওয়া। এক কন্যা ও দুই পুত্র। সন্তানদের নিয়েই মেতে থাকেন লাস্যময়ী অভিনেত্রী। তাদের চোখে হারান। যেখানেই যান না কেন, সঙ্গে যায় তাঁর তিন খুদে।

সানির তিন সন্তানই দত্তক নেওয়া। এক কন্যা ও দুই পুত্র। সন্তানদের নিয়েই মেতে থাকেন লাস্যময়ী অভিনেত্রী। তাদের চোখে হারান। যেখানেই যান না কেন, সঙ্গে যায় তাঁর তিন খুদে।

1 / 6
মেয়ে নিশার জন্মদিন ধুমধাম করে পালন করলেন সানি। পাশে পেয়েছেন প্রিয়জনদের। সানি বিশ্বাসই করতে পারছেন না মেয়ের ৬ বছর হয়ে গেছে। তাঁকে 'বিগ গার্ল' বলেছেন সানি।

মেয়ে নিশার জন্মদিন ধুমধাম করে পালন করলেন সানি। পাশে পেয়েছেন প্রিয়জনদের। সানি বিশ্বাসই করতে পারছেন না মেয়ের ৬ বছর হয়ে গেছে। তাঁকে 'বিগ গার্ল' বলেছেন সানি।

2 / 6
মেয়েকে এদিন ফ্লোরাল পোশাক পরিয়েছিলেন সানি। তাঁর চোখে মুখে প্রশান্তির ছবি ধরা পরেছে। বোঝাই যায়, সানিকে মা হিসেবে পেয়ে সে খুশি।

মেয়েকে এদিন ফ্লোরাল পোশাক পরিয়েছিলেন সানি। তাঁর চোখে মুখে প্রশান্তির ছবি ধরা পরেছে। বোঝাই যায়, সানিকে মা হিসেবে পেয়ে সে খুশি।

3 / 6
সানির তিন সন্তানের মধ্যে বন্ধুত্ব খুব। বোনের জন্মদিনে চুটিয়ে মজা করল তার দুই ভাই।

সানির তিন সন্তানের মধ্যে বন্ধুত্ব খুব। বোনের জন্মদিনে চুটিয়ে মজা করল তার দুই ভাই।

4 / 6
সানি ও ড্যানিয়ল একে অপরকে নিয়ে সুখের সংসার তৈরি করেছেন।

সানি ও ড্যানিয়ল একে অপরকে নিয়ে সুখের সংসার তৈরি করেছেন।

5 / 6
তাঁদের দুনিয়ার সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র এই খুদেরা।

তাঁদের দুনিয়ার সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র এই খুদেরা।

6 / 6
Follow Us: