Shocking: কেন ব্রহ্মাস্ত্র ২-এর লিড চরিত্রের অফার ফিরিয়েছিলেন হৃত্বিক, নিজেই জানান কারণ

Hrithik Roshan: প্রথম অধ্যায়, দীপিকা থেকে শুরু করে শাহরুখ খান যদি তুরুপের তাস হয়, তবে নিঃসন্দেহে পরবর্তী ছবির ক্ষেত্রে হতেই পারতেন হৃত্বিক।

| Edited By: | Updated on: Sep 03, 2022 | 12:52 PM
কখনও সামনে উঠে আসে এটি শাহরুখ খান, কখনও আবার রণবীর সিং। তবে সেটা যে হৃত্বিক হতে পারে অনেকেই প্রথমটায় তা অনুমান করেননি। তবে জল্পনায় ঘি ঢেলে এবার কোন ইঙ্গিত দিলেন হৃত্বিক রোশন!

কখনও সামনে উঠে আসে এটি শাহরুখ খান, কখনও আবার রণবীর সিং। তবে সেটা যে হৃত্বিক হতে পারে অনেকেই প্রথমটায় তা অনুমান করেননি। তবে জল্পনায় ঘি ঢেলে এবার কোন ইঙ্গিত দিলেন হৃত্বিক রোশন!

1 / 5
তারই মাঝে একাধিক ছবির খবর নিয়ে ভাইরাল হৃত্বিক রোশন। ফাইটার থেকে শুরু করে রামায়ণ, তাঁর আগামী ছবি ঘিরে এখন নানা জল্পনা বি-টাউনে। এরই মাঝে অন্যতম ছবির নাম হল ব্রহ্মাস্ত্র। শোনা যায় ব্রহ্মাস্ত্র ২ ছবির প্রস্তাব ছিল তাঁর কাছেই।

তারই মাঝে একাধিক ছবির খবর নিয়ে ভাইরাল হৃত্বিক রোশন। ফাইটার থেকে শুরু করে রামায়ণ, তাঁর আগামী ছবি ঘিরে এখন নানা জল্পনা বি-টাউনে। এরই মাঝে অন্যতম ছবির নাম হল ব্রহ্মাস্ত্র। শোনা যায় ব্রহ্মাস্ত্র ২ ছবির প্রস্তাব ছিল তাঁর কাছেই।

2 / 5
কৃষ ছবি এই পিতা-পুত্র জুটির অন্যতম জনপ্রিয় ছবি। সেই সিরিজ় থেকেই বাদ পড়ছে বাবা! বলিউডে এমনই জল্পনা তুঙ্গে। কারণ হিসেবে শোনা যাচ্ছে অন্য খবর। হৃত্বিকের ভাবনায় ছবির বাজার। বর্তমানে দর্শকদের স্বাদ বদল ঘটেছে।

কৃষ ছবি এই পিতা-পুত্র জুটির অন্যতম জনপ্রিয় ছবি। সেই সিরিজ় থেকেই বাদ পড়ছে বাবা! বলিউডে এমনই জল্পনা তুঙ্গে। কারণ হিসেবে শোনা যাচ্ছে অন্য খবর। হৃত্বিকের ভাবনায় ছবির বাজার। বর্তমানে দর্শকদের স্বাদ বদল ঘটেছে।

3 / 5
সেই কারণেই এবার তিনিও নতুন কোনও ট্যালেন্টেড পরিচালক খোঁজ করছেন। যিনি হৃত্বিকের অ্যাকশন মাত্রাকে ছুঁতে পারবেন। সেই সুবাদেই ছবি পরিচালনা থেকে বাদ পড়ার সম্ভাবনা রাকেশ রোশনের।

সেই কারণেই এবার তিনিও নতুন কোনও ট্যালেন্টেড পরিচালক খোঁজ করছেন। যিনি হৃত্বিকের অ্যাকশন মাত্রাকে ছুঁতে পারবেন। সেই সুবাদেই ছবি পরিচালনা থেকে বাদ পড়ার সম্ভাবনা রাকেশ রোশনের।

4 / 5
হৃত্বিক রোশন- এই তালিকায় হৃত্বিক রোশন জায়গা করে নিয়েছেন চতুর্থ স্থানে। তিনি সকলকে তাক লাগিয়ে বলিউডে কাম ব্যাক করেছিলেন সুপার ৩০ ছবি দিয়ে। বর্তমানে দুই বিগ প্রজেক্টের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি।

হৃত্বিক রোশন- এই তালিকায় হৃত্বিক রোশন জায়গা করে নিয়েছেন চতুর্থ স্থানে। তিনি সকলকে তাক লাগিয়ে বলিউডে কাম ব্যাক করেছিলেন সুপার ৩০ ছবি দিয়ে। বর্তমানে দুই বিগ প্রজেক্টের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি।

5 / 5
Follow Us: