MS Dhoni: আইপিএল স্থগিত, ভারত-পাকিস্তান যুদ্ধ হলে যোগ দেবেন মহেন্দ্র সিং ধোনি?

India-Pakistan Tension: মহেন্দ্র সিং ধোনির দেশপ্রেম কারও অজানা নয়। তিনি নিজে টেরিটোরিয়াল আর্মির লেফটেন্যান্ট কর্নেল। ২০১১ সালে বিশ্বকাপ জেতার পর তিনি ভারতীয় সেনায় যোগ দেন। বর্তমানে যে ভারত-পাকিস্তান যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে ভারতীয় সেনাকে সাহায্য করতে যেতে পারে টেরিটোরিয়াল আর্মি। সেই সবুজ সংকেত মিলেছে। এ বার প্রশ্ন হচ্ছে, ভারত-পাকিস্তান যুদ্ধ হলে ধোনি কি তাতে যোগ দেবেন?

May 10, 2025 | 1:15 PM

1 / 8
ভারতকে জোড়া বিশ্বকাপ জেতানো অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির দেশপ্রেম কারও অজানা নয়। তিনি নিজে টেরিটোরিয়াল আর্মির লেফটেন্যান্ট কর্নেল। ২০১১ সালে বিশ্বকাপ জেতার পর তিনি ভারতীয় সেনায় যোগ দেন। (Pic- Getty Images)

ভারতকে জোড়া বিশ্বকাপ জেতানো অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির দেশপ্রেম কারও অজানা নয়। তিনি নিজে টেরিটোরিয়াল আর্মির লেফটেন্যান্ট কর্নেল। ২০১১ সালে বিশ্বকাপ জেতার পর তিনি ভারতীয় সেনায় যোগ দেন। (Pic- Getty Images)

2 / 8
মহেন্দ্র সিং ধোনি ভারতীয় টেরিটোরিয়াল আর্মির প্যারাশুট রেজিমেন্টে সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল। ক্রিকেটের পাশাপাশি সেনাবাহিনীর সঙ্গে ধোনির আত্মিক যোগ রয়েছে। (Pic- Getty Images)

মহেন্দ্র সিং ধোনি ভারতীয় টেরিটোরিয়াল আর্মির প্যারাশুট রেজিমেন্টে সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল। ক্রিকেটের পাশাপাশি সেনাবাহিনীর সঙ্গে ধোনির আত্মিক যোগ রয়েছে। (Pic- Getty Images)

3 / 8
ধোনির দেশপ্রেম নিয়ে বরাবর আলোচনা হয়েছে। এ বার তাঁর অনুরাগীদের মনে প্রশ্ন জেগেছে যে, যদি ভারত-পাকিস্তানের যুদ্ধ হয়, তা হলে কি সেখানে যোগ দেবেন ধোনি? (Pic- Getty Images)

ধোনির দেশপ্রেম নিয়ে বরাবর আলোচনা হয়েছে। এ বার তাঁর অনুরাগীদের মনে প্রশ্ন জেগেছে যে, যদি ভারত-পাকিস্তানের যুদ্ধ হয়, তা হলে কি সেখানে যোগ দেবেন ধোনি? (Pic- Getty Images)

4 / 8
আপাতত যা জানা গিয়েছে, তাতে বর্তমানে যে ভারত-পাকিস্তান যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে প্রয়োজন পড়লে ভারতীয় সেনাকে সাহায্য করতে যেতে পারে টেরিটোরিয়াল আর্মি। সেই সবুজ সংকেত মিলেছে। (Pic- Getty Images)

আপাতত যা জানা গিয়েছে, তাতে বর্তমানে যে ভারত-পাকিস্তান যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে প্রয়োজন পড়লে ভারতীয় সেনাকে সাহায্য করতে যেতে পারে টেরিটোরিয়াল আর্মি। সেই সবুজ সংকেত মিলেছে। (Pic- Getty Images)

5 / 8
এই তথ্য প্রকাশ্যে আসার পর অনেকে দুইয়ে দুইয়ে চার করছেন, ধোনির যুদ্ধে যাওয়াকে নিয়ে। উত্তেজনার পরিস্থিতি হলেও একান্ত প্রয়োজন না পড়লে টেরিটোরিয়াল আর্মিকে ব্যাটেলফিল্ডে নামানো হয় না। (Pic- Getty Images)

এই তথ্য প্রকাশ্যে আসার পর অনেকে দুইয়ে দুইয়ে চার করছেন, ধোনির যুদ্ধে যাওয়াকে নিয়ে। উত্তেজনার পরিস্থিতি হলেও একান্ত প্রয়োজন না পড়লে টেরিটোরিয়াল আর্মিকে ব্যাটেলফিল্ডে নামানো হয় না। (Pic- Getty Images)

6 / 8
২০১৯ সালে ধোনি টেরিটোরিয়াল আর্মির সঙ্গে গ্রাউন্ড ট্রেনিংয়ে অংশ নিয়েছিলেন। টহল দেওয়া, পাহারা দেওয়ার মতো কাজও করেছিলেন। উল্লেখ্য, অতিরিক্ত প্রয়োজন পড়লে অবশ্য টেরিটোরিয়াল আর্মি যুদ্ধক্ষেত্রে নামে। টেরিটোরিয়াল আর্মিতে সাধারণ নাগরিকরাও যোগ দিতে পারেন। (Pic- Getty Images)

২০১৯ সালে ধোনি টেরিটোরিয়াল আর্মির সঙ্গে গ্রাউন্ড ট্রেনিংয়ে অংশ নিয়েছিলেন। টহল দেওয়া, পাহারা দেওয়ার মতো কাজও করেছিলেন। উল্লেখ্য, অতিরিক্ত প্রয়োজন পড়লে অবশ্য টেরিটোরিয়াল আর্মি যুদ্ধক্ষেত্রে নামে। টেরিটোরিয়াল আর্মিতে সাধারণ নাগরিকরাও যোগ দিতে পারেন। (Pic- Getty Images)

7 / 8
এই মুহূর্তে আইপিএল এক সপ্তাহের জন্য স্থগিত করেছে বোর্ড। ফলে হঠাৎ করে ভারত ও পাকিস্তানের যুদ্ধ শুরু হলে যদি ভারতীয় সেনাকে টেরিটোরিয়াল আর্মির পাশা দাঁড়াতে হয়, তা হলে ধোনি যদি সাহায্যের হাত বাড়ান, অবাক হওয়ার থাকবে না। (Pic- Getty Images)

এই মুহূর্তে আইপিএল এক সপ্তাহের জন্য স্থগিত করেছে বোর্ড। ফলে হঠাৎ করে ভারত ও পাকিস্তানের যুদ্ধ শুরু হলে যদি ভারতীয় সেনাকে টেরিটোরিয়াল আর্মির পাশা দাঁড়াতে হয়, তা হলে ধোনি যদি সাহায্যের হাত বাড়ান, অবাক হওয়ার থাকবে না। (Pic- Getty Images)

8 / 8
ধোনির পাশাপাশি সচিন তেন্ডুলকরও ভারতীয় সেনার সঙ্গে যুক্ত। ভারতীয় বায়ুসেনার সঙ্গে তাঁর যোগ রয়েছে। ২০১০ সালে ইন্ডিয়ান এয়ার ফোর্সের সাম্মানিক গ্রুপ ক্যাপ্টেন হিসেবে নিযুক্ত হয়েছিলেন সচিন। (Pic- Getty Images)

ধোনির পাশাপাশি সচিন তেন্ডুলকরও ভারতীয় সেনার সঙ্গে যুক্ত। ভারতীয় বায়ুসেনার সঙ্গে তাঁর যোগ রয়েছে। ২০১০ সালে ইন্ডিয়ান এয়ার ফোর্সের সাম্মানিক গ্রুপ ক্যাপ্টেন হিসেবে নিযুক্ত হয়েছিলেন সচিন। (Pic- Getty Images)