Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ganga Snan: গঙ্গা স্নান করলে কোন ১০ পাপ ধুয়ে যায় জানেন?

Ganga Snan: শাস্ত্র মতে গঙ্গায় স্নান ও পুজো-উপবাস করলে কোনও ব্যক্তি ১০ ধরণের পাপ থেকে মুক্তি পায়। যেমন - কাউকে কোনও না বলে তার কোনও বস্তু নেওয়া, নিষিদ্ধ হিংসা, পরস্ত্রী সঙ্গম—এগুলি দৈহিক পাপ হিসেবে বিবেচ্য।

| Updated on: Feb 13, 2025 | 8:29 PM
১৪৪ বছর পড়েছে মহাযোগ। চলছে মহাকুম্ভ মেলা। এই বিশেষ যোগে পুণ্য লাভের আশায় পবিত্র গঙ্গা-যমুনা-সরস্বতী তিন নদীর সঙ্গমে পুণ্য স্নান করার জন্য ছুটে ছুটে যাচ্ছে অসংখ্য মানুষ। প্রতিদিন প্রয়াগরাজে ভিড় করছেন কোটি কোটি মানুষ। কিন্তু গঙ্গায় স্নান করলে কি সত্যিই সব পাপ ধুয়ে যায়?

১৪৪ বছর পড়েছে মহাযোগ। চলছে মহাকুম্ভ মেলা। এই বিশেষ যোগে পুণ্য লাভের আশায় পবিত্র গঙ্গা-যমুনা-সরস্বতী তিন নদীর সঙ্গমে পুণ্য স্নান করার জন্য ছুটে ছুটে যাচ্ছে অসংখ্য মানুষ। প্রতিদিন প্রয়াগরাজে ভিড় করছেন কোটি কোটি মানুষ। কিন্তু গঙ্গায় স্নান করলে কি সত্যিই সব পাপ ধুয়ে যায়?

1 / 8
যদিও শাস্ত্র কিন্তু বলছে একদম অন্য কথা। শাস্ত্র মতে গঙ্গায় স্নান করলে সব ধরনের পাপ থেকে মুক্তি পাওয়া যায় না। কেবল ১০ রকম পাপ ধুয়ে যায়। জানেন গঙ্গা স্নান করলে কী কী পাপের বোঝা থেকে মুক্তি মিলবে?

যদিও শাস্ত্র কিন্তু বলছে একদম অন্য কথা। শাস্ত্র মতে গঙ্গায় স্নান করলে সব ধরনের পাপ থেকে মুক্তি পাওয়া যায় না। কেবল ১০ রকম পাপ ধুয়ে যায়। জানেন গঙ্গা স্নান করলে কী কী পাপের বোঝা থেকে মুক্তি মিলবে?

2 / 8
শাস্ত্র মতে গঙ্গায় স্নান ও পুজো-উপবাস করলে কোনও ব্যক্তি ১০ ধরণের পাপ থেকে মুক্তি পায়। যেমন - কাউকে কোনও না বলে তার কোনও বস্তু নেওয়া, নিষিদ্ধ হিংসা, পরস্ত্রী সঙ্গম—এগুলি দৈহিক পাপ হিসেবে বিবেচ্য।

শাস্ত্র মতে গঙ্গায় স্নান ও পুজো-উপবাস করলে কোনও ব্যক্তি ১০ ধরণের পাপ থেকে মুক্তি পায়। যেমন - কাউকে কোনও না বলে তার কোনও বস্তু নেওয়া, নিষিদ্ধ হিংসা, পরস্ত্রী সঙ্গম—এগুলি দৈহিক পাপ হিসেবে বিবেচ্য।

3 / 8
কটূ বচন, মিথ্যে কথা বলা, কারও কান ভাঙানো, কারও মনকে কষ্ট দেওয়া— এইগুলি বাণীর কারণে হওয়া চার প্রকারের পাপ হিসেবে বিবেচ্য।

কটূ বচন, মিথ্যে কথা বলা, কারও কান ভাঙানো, কারও মনকে কষ্ট দেওয়া— এইগুলি বাণীর কারণে হওয়া চার প্রকারের পাপ হিসেবে বিবেচ্য।

4 / 8
অন্যের ধন নেওয়ার কথা ভাবা, কারও জন্য খারাপ ভাবনা ও অসত্য বস্তুর প্রতি আগ্রহ রাখা—এগুলিকে মানসিক পাপ বলে গণ্য করা হয়।

অন্যের ধন নেওয়ার কথা ভাবা, কারও জন্য খারাপ ভাবনা ও অসত্য বস্তুর প্রতি আগ্রহ রাখা—এগুলিকে মানসিক পাপ বলে গণ্য করা হয়।

5 / 8
শাস্ত্র মতে, গঙ্গা স্নানের সময় স্বয়ং নারায়ণ দ্বারা উক্ত মন্ত্র- ‘ওম নমো গঙ্গায়ৈ বিশ্বরূপিণ্যে নারায়ণ্যৈ নমো নমঃ’-র জপ করলে পুণ্য লাভ করা যায়।

শাস্ত্র মতে, গঙ্গা স্নানের সময় স্বয়ং নারায়ণ দ্বারা উক্ত মন্ত্র- ‘ওম নমো গঙ্গায়ৈ বিশ্বরূপিণ্যে নারায়ণ্যৈ নমো নমঃ’-র জপ করলে পুণ্য লাভ করা যায়।

6 / 8
স্কন্দপুরাণ অনুসারে, গঙ্গা স্নান করতে না যেতে পারলেও, গঙ্গার ধ্যান করে স্নান করুন। গঙ্গাজল স্পর্শ ও গ্রহণ করলেও পুণ্য লাভ হয়।

স্কন্দপুরাণ অনুসারে, গঙ্গা স্নান করতে না যেতে পারলেও, গঙ্গার ধ্যান করে স্নান করুন। গঙ্গাজল স্পর্শ ও গ্রহণ করলেও পুণ্য লাভ হয়।

7 / 8
বিষ্ণু পুরাণ মতে, মতে, গঙ্গার নাম নিলে, শুনলে, তাঁকে দেখলে, গঙ্গা জল পান করলে, স্নান করলে, গঙ্গা নাম উচ্চারণ মাত্রে তিন জন্মের পাপ নষ্ট হয়।  গরুড় ও পদ্ম পুরাণ অনুযায়ী হরিদ্বার, প্রয়াগ ও গঙ্গার সমুদ্র সঙ্গমে স্নান করলে ব্যক্তি মৃত্যুর পরও স্বর্গে পৌঁছোন। তাঁকে আর জন্ম নিতে হয় না, সেই ব্যক্তি নির্বাণ লাভ করেন।  (সব ছবি - PTI)

বিষ্ণু পুরাণ মতে, মতে, গঙ্গার নাম নিলে, শুনলে, তাঁকে দেখলে, গঙ্গা জল পান করলে, স্নান করলে, গঙ্গা নাম উচ্চারণ মাত্রে তিন জন্মের পাপ নষ্ট হয়। গরুড় ও পদ্ম পুরাণ অনুযায়ী হরিদ্বার, প্রয়াগ ও গঙ্গার সমুদ্র সঙ্গমে স্নান করলে ব্যক্তি মৃত্যুর পরও স্বর্গে পৌঁছোন। তাঁকে আর জন্ম নিতে হয় না, সেই ব্যক্তি নির্বাণ লাভ করেন। (সব ছবি - PTI)

8 / 8
Follow Us: