Shilpa Shetty in Saree: শিল্পা শেট্টির শাড়ির সংগ্রহ সবাইকে অবাক করে দেয়, তাঁর শাড়ির কিছু লুকের ছবি দেখে নিন এক নজরে…

শিল্পা শেট্টি বরাবরই তাঁর রুচিশীল স্টাইল এবং নতুন শাড়ি নিয়ে পরীক্ষা -নিরীক্ষা করে সবার হৃদয় জয় করে আসছেন। এক নজরে দেখে নিন তাঁর কিছু অবিস্মরণীয় শাড়ির ছবি...

| Edited By: | Updated on: Oct 19, 2021 | 11:10 AM
অর্পিতা মেহতার ডিজাইন করা শাড়িতে শিল্পা শেট্টি: শিল্পা তাঁর টোনড শরীরে রাফল প্যাটার্নের সুন্দর ফ্লোরাল প্রিন্ট শাড়ি পরেছিলেন। এশিয়া স্পা অ্যাওয়ার্ডস ২০১৮-এর জন্য অর্পিতা মেহতার ডিজাইন করা এই শাড়ি পরেছিলেন শিল্পা শেট্টি।

অর্পিতা মেহতার ডিজাইন করা শাড়িতে শিল্পা শেট্টি: শিল্পা তাঁর টোনড শরীরে রাফল প্যাটার্নের সুন্দর ফ্লোরাল প্রিন্ট শাড়ি পরেছিলেন। এশিয়া স্পা অ্যাওয়ার্ডস ২০১৮-এর জন্য অর্পিতা মেহতার ডিজাইন করা এই শাড়ি পরেছিলেন শিল্পা শেট্টি।

1 / 6
অনামিকা খান্নার সাজে শিল্পা শেট্টি: শিল্পা তাঁর সাজের জন্য সব সময়ই একটি নিখুঁত শাড়ি বেছে এসেছেন। এই শাড়িতে একটা শার্ট গোছের ব্লাউজ পরেছেন তিনি। শাড়ির সঙ্গে একটি চোকারের জোড়া লাগিয়ে তাঁর পোলকা ডটেড পোশাকটি অসাধারণ করেছেন।

অনামিকা খান্নার সাজে শিল্পা শেট্টি: শিল্পা তাঁর সাজের জন্য সব সময়ই একটি নিখুঁত শাড়ি বেছে এসেছেন। এই শাড়িতে একটা শার্ট গোছের ব্লাউজ পরেছেন তিনি। শাড়ির সঙ্গে একটি চোকারের জোড়া লাগিয়ে তাঁর পোলকা ডটেড পোশাকটি অসাধারণ করেছেন।

2 / 6
শিল্পী শেট্টি মণীশ মালহোত্রার শাড়িতে: শিল্পা শেট্টি সুপার ড্যান্সার চ্যাপ্টার ২ -এর গ্র্যান্ড ফিনালেতে অংশ নেওয়ার জন্য শাড়ির এই গাউন লুককে বেছে নিয়েছিলেন। এমনকি বরুণ ধাওয়ানও তাঁর অত্যাশ্চর্য চেহারা এবং স্টাইল দেখে মুগ্ধ হয়েছিলেন।

শিল্পী শেট্টি মণীশ মালহোত্রার শাড়িতে: শিল্পা শেট্টি সুপার ড্যান্সার চ্যাপ্টার ২ -এর গ্র্যান্ড ফিনালেতে অংশ নেওয়ার জন্য শাড়ির এই গাউন লুককে বেছে নিয়েছিলেন। এমনকি বরুণ ধাওয়ানও তাঁর অত্যাশ্চর্য চেহারা এবং স্টাইল দেখে মুগ্ধ হয়েছিলেন।

3 / 6
তরুণ তাহিলিয়ানী শাড়িতে শিল্পা শেট্টি: সুপার ড্যান্সার চ্যাপ্টার ২-এর মঞ্চে উপস্থিত হওয়ার জন্য শিল্পা তরুন তাহিলিয়ানীর ডিজাইন করা এই শাড়িটি পরেছিলেন।

তরুণ তাহিলিয়ানী শাড়িতে শিল্পা শেট্টি: সুপার ড্যান্সার চ্যাপ্টার ২-এর মঞ্চে উপস্থিত হওয়ার জন্য শিল্পা তরুন তাহিলিয়ানীর ডিজাইন করা এই শাড়িটি পরেছিলেন।

4 / 6
শ্বেতা কাপুরের সাজে শিল্পা শেট্টি: শিল্পা তাঁর কালো অসাধারণ কার্ভস ফুটিয়ে তুলেছিলেন এই কালো শাড়িতে। সামান্য কিছু গয়না আর মেকআপ মিলিয়ে অসাধারণ সাজে সাজিয়ে তুলেছিলেন তিনি নিজেকে।

শ্বেতা কাপুরের সাজে শিল্পা শেট্টি: শিল্পা তাঁর কালো অসাধারণ কার্ভস ফুটিয়ে তুলেছিলেন এই কালো শাড়িতে। সামান্য কিছু গয়না আর মেকআপ মিলিয়ে অসাধারণ সাজে সাজিয়ে তুলেছিলেন তিনি নিজেকে।

5 / 6
শিল্পা শেট্টির ফাল্গুনি এবং শেন ময়ূর শাড়ি: ফাল্গুনী এবং শেন ময়ূরের পোশাক শিল্পার দেহকে নিখুঁত রূপ দেয়। এই শাড়ি শিল্পাকে তাঁর শরীরের সেই টোনড কার্ভগুলি দেখাতে সাহায্য করে।

শিল্পা শেট্টির ফাল্গুনি এবং শেন ময়ূর শাড়ি: ফাল্গুনী এবং শেন ময়ূরের পোশাক শিল্পার দেহকে নিখুঁত রূপ দেয়। এই শাড়ি শিল্পাকে তাঁর শরীরের সেই টোনড কার্ভগুলি দেখাতে সাহায্য করে।

6 / 6
Follow Us: