World Athletics Championships 2022: পদক অধরা, বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৭ নম্বরে শেষ করলেন অন্নু রানি

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jul 23, 2022 | 9:35 AM

ওরিগনে চলতি বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতের পদকের অপেক্ষা বাড়ল। মেয়েদের জ্যাভলিন থ্রোয়ের ফাইনালে ভারতের অন্নু রানি শেষ করলেন সপ্তম স্থানে। দোহার পর ওরিগনেও পদক অধরাই রইল অন্নু রানির। ফাইনালে দ্বিতীয় বারের থ্রো-তে অন্নু ছোড়েন ৬১.১২ মিটার। মোট ৬টি থ্রোয়ের মধ্যে সেটিই সেরা থ্রো অন্নুর।

1 / 5
ওরিগনে চলতি বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে (World Athletics Championships) ভারতের পদকের অপেক্ষা বাড়ল। মেয়েদের জ্যাভলিন থ্রোয়ের ফাইনালে ভারতের অন্নু রানি (Annu Rani) শেষ করলেন সপ্তম স্থানে। দোহার পর ওরিগনেও পদক অধরাই রইল অন্নু রানির। ফাইনালে দ্বিতীয় বারের থ্রো-তে অন্নু ছোড়েন ৬১.১২ মিটার। মোট ৬টি থ্রোয়ের মধ্যে সেটিই সেরা থ্রো অন্নুর। (ছবি-সাই মিডিয়া টুইটার)

ওরিগনে চলতি বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে (World Athletics Championships) ভারতের পদকের অপেক্ষা বাড়ল। মেয়েদের জ্যাভলিন থ্রোয়ের ফাইনালে ভারতের অন্নু রানি (Annu Rani) শেষ করলেন সপ্তম স্থানে। দোহার পর ওরিগনেও পদক অধরাই রইল অন্নু রানির। ফাইনালে দ্বিতীয় বারের থ্রো-তে অন্নু ছোড়েন ৬১.১২ মিটার। মোট ৬টি থ্রোয়ের মধ্যে সেটিই সেরা থ্রো অন্নুর। (ছবি-সাই মিডিয়া টুইটার)

2 / 5
এ বারের বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে অন্নু রানি মোট ছয়টি থ্রোয়ের মধ্যে একবারই ৬০ মিটারের গণ্ডি পেরিয়েছিলেন। তাঁর ছয়টি থ্রো যথাক্রমে ৫৬.১৮ মিটার, ৬১.১২ মিটার, ৫৯.২৭ মিটার, ৫৮.১৪ মিটার, ৫৯.৯৮ মিটার ও ৫৮.৭০ মিটার। (ছবি-টুইটার)

এ বারের বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে অন্নু রানি মোট ছয়টি থ্রোয়ের মধ্যে একবারই ৬০ মিটারের গণ্ডি পেরিয়েছিলেন। তাঁর ছয়টি থ্রো যথাক্রমে ৫৬.১৮ মিটার, ৬১.১২ মিটার, ৫৯.২৭ মিটার, ৫৮.১৪ মিটার, ৫৯.৯৮ মিটার ও ৫৮.৭০ মিটার। (ছবি-টুইটার)

3 / 5
জাতীয় রেকর্ডধারী অন্নুর চলতি মরসুমের এবং ব্যক্তিগত সেরা থ্রো ছিল ৬৩.৮২ মিটার। সেটি তিনি চলতি বছরের মে মাসে গড়েছিলেন। তবে বিশ্ব মিটের ফাইনালে তার ধারেকাছেও পৌঁছতে পারেননি তিনি। (ছবি-টুইটার)

জাতীয় রেকর্ডধারী অন্নুর চলতি মরসুমের এবং ব্যক্তিগত সেরা থ্রো ছিল ৬৩.৮২ মিটার। সেটি তিনি চলতি বছরের মে মাসে গড়েছিলেন। তবে বিশ্ব মিটের ফাইনালে তার ধারেকাছেও পৌঁছতে পারেননি তিনি। (ছবি-টুইটার)

4 / 5
উল্লেখ্য, দোহাতে হওয়া ২০১৯ সালের বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে অন্নু রানি ৬১.১২ মিটার জ্যাভলিন থ্রো করে অষ্টম স্থানে থেকে শেষ করেছিলেন। এ বারও তাঁর সেরা থ্রো ৬১.১২ মিটার। এবং এ বার তিনি সপ্তম স্থানে শেষ করলেন। (ছবি-টুইটার)

উল্লেখ্য, দোহাতে হওয়া ২০১৯ সালের বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে অন্নু রানি ৬১.১২ মিটার জ্যাভলিন থ্রো করে অষ্টম স্থানে থেকে শেষ করেছিলেন। এ বারও তাঁর সেরা থ্রো ৬১.১২ মিটার। এবং এ বার তিনি সপ্তম স্থানে শেষ করলেন। (ছবি-টুইটার)

5 / 5
এই নিয়ে তৃতীয় বার বিশ্ব মিটে অংশ নিলেন অন্নু। ২০১৭ সালে লন্ডনে তিনি যোগ্যতা অর্জন পর্বে ১০ নম্বরে শেষ করেছিলেন। ২০১৯ সালে দোহাতে আট নম্বরে শেষ করেছিলেন। আর এ বার ওরিগনে সাত নম্বরে থামলেন অন্নু। গত বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার কেলসি-লি বারবার ৬৬.৯১ মিটার জ্যাভলিন ছুড়ে এ বারও সোনা জিতেছেন। এবং আমেরিকার জ্যাভলিন থ্রোয়ার কারা উইঙ্গার ৬৪.০৫ মিটার থ্রো করে রুপো পেয়েছেন। (ছবি-টুইটার)

এই নিয়ে তৃতীয় বার বিশ্ব মিটে অংশ নিলেন অন্নু। ২০১৭ সালে লন্ডনে তিনি যোগ্যতা অর্জন পর্বে ১০ নম্বরে শেষ করেছিলেন। ২০১৯ সালে দোহাতে আট নম্বরে শেষ করেছিলেন। আর এ বার ওরিগনে সাত নম্বরে থামলেন অন্নু। গত বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার কেলসি-লি বারবার ৬৬.৯১ মিটার জ্যাভলিন ছুড়ে এ বারও সোনা জিতেছেন। এবং আমেরিকার জ্যাভলিন থ্রোয়ার কারা উইঙ্গার ৬৪.০৫ মিটার থ্রো করে রুপো পেয়েছেন। (ছবি-টুইটার)

Next Photo Gallery