Saumya Kamble: বাবার ইচ্ছের অমতে গিয়ে নাচ, ১৬ বছরেই মায়ের স্বপ্ন পূরণ করল সৌম্যা
মা অবশ্য প্রথম থেকেই ছিলেন মেয়ের পাশেই। ছোটবেলায় তিনিও যে ওই একই স্বপ্ন দেখতেন চুপিসারে। চাইতেন নাচ নিয়ে এগিয়ে যেতে। পারেননি... ইচ্ছে ছিল, 'মেয়েটা অন্তত করুক'। মেয়ে করেছে। শুধু করেছে তাই নয়, জিতেছেও, একই সঙ্গে উজ্জ্বল করেছেন বাবা-মায়ের মুখও। কথা হচ্ছে পুনের ১৬ বছরের সৌম্যা কাম্বলের।
Most Read Stories