Kapil Sharma: তিনতলা কেক, দারুণ সাজগোজ, কপিলের বাড়ির অন্দরে কীসের সেলিব্রেশন?

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Updated on: Feb 02, 2023 | 3:40 PM

Kapil Sharma: ১ ফেব্রুয়ারি, ২০২৩-- কপিল শর্মার বাড়ির অন্দর হঠাৎই সেজে উঠেছিল। চতুর্দিকে আনন্দের মেজাজ, দারুণ সব সাজগোজ। কিন্তু কেন? কী চলছিল তাঁর বাড়িতে? কীসের সেলিব্রেশন?

Feb 02, 2023 | 3:40 PM
১ ফেব্রুয়ারি, ২০২৩-- কপিল শর্মার বাড়ির অন্দর হঠাৎই সেজে উঠেছিল। চতুর্দিকে আনন্দের মেজাজ, দারুণ সব সাজগোজ। কিন্তু কেন? কী চলছিল তাঁর বাড়িতে? কীসের সেলিব্রেশন।

১ ফেব্রুয়ারি, ২০২৩-- কপিল শর্মার বাড়ির অন্দর হঠাৎই সেজে উঠেছিল। চতুর্দিকে আনন্দের মেজাজ, দারুণ সব সাজগোজ। কিন্তু কেন? কী চলছিল তাঁর বাড়িতে? কীসের সেলিব্রেশন।

1 / 8
ওই দিনেই দ্বিতীয় বারের জন্য বাবা হয়েছিলেন কপিল। ঘর আলো করে এসেছিল ছেলে ত্রিশান। দেখতে দেখতে সেই খুদেও পার করে দিল দুই বছর। আর তার জন্মদিন পালনেই সামিল হয়েছিলেন বাবা-মা।

ওই দিনেই দ্বিতীয় বারের জন্য বাবা হয়েছিলেন কপিল। ঘর আলো করে এসেছিল ছেলে ত্রিশান। দেখতে দেখতে সেই খুদেও পার করে দিল দুই বছর। আর তার জন্মদিন পালনেই সামিল হয়েছিলেন বাবা-মা।

2 / 8
হাজির ছিলেন পঞ্জাবি গায়ক জসবীর জসসি ও কপিলের খুবই কাছের মানুষ ভারতী সিং। একদিকে সবাই যখন ব্যস্ত সেলিব্রেশন তখন ভারতী ব্যস্ত ছিলেন অন্য কাজে। তিনি মন দিয়েছিলেন খাওয়াদাওয়ায়।

হাজির ছিলেন পঞ্জাবি গায়ক জসবীর জসসি ও কপিলের খুবই কাছের মানুষ ভারতী সিং। একদিকে সবাই যখন ব্যস্ত সেলিব্রেশন তখন ভারতী ব্যস্ত ছিলেন অন্য কাজে। তিনি মন দিয়েছিলেন খাওয়াদাওয়ায়।

3 / 8
ছেলের জন্য তিন তলা কেক এনেছিলেন কপিল। গোটা বাড়ি সাজানো হয়েছিল বেলুন দিয়ে। আয়োজন ছিল বিস্তর।

ছেলের জন্য তিন তলা কেক এনেছিলেন কপিল। গোটা বাড়ি সাজানো হয়েছিল বেলুন দিয়ে। আয়োজন ছিল বিস্তর।

4 / 8
ছেলেকে নিয়ে ইনস্টাগ্রামে এক মিষ্টি পোস্টও করেছিলেন কপিল। শেয়ার করেছিলেন এক আদুরে ছবি

ছেলেকে নিয়ে ইনস্টাগ্রামে এক মিষ্টি পোস্টও করেছিলেন কপিল। শেয়ার করেছিলেন এক আদুরে ছবি

5 / 8
লিখেছিলেন, "শুভ জন্মদিন ত্রিশান, আমাদের জীবন রঙিন করে তোলার জন্য অনেক ধন্যবাদ। গিন্নি (কপিলের স্ত্রী), আমায় দুটো সুন্দর উপহার (ছেলে ও মেয়ে) দেওয়ার জন্য অনেক ভালবাসা।"

লিখেছিলেন, "শুভ জন্মদিন ত্রিশান, আমাদের জীবন রঙিন করে তোলার জন্য অনেক ধন্যবাদ। গিন্নি (কপিলের স্ত্রী), আমায় দুটো সুন্দর উপহার (ছেলে ও মেয়ে) দেওয়ার জন্য অনেক ভালবাসা।"

6 / 8
ভক্তরাও জানিয়েছেন শুভেচ্ছা। কপিল ও তাঁর সন্তানের সম্পর্ক যেন মজবুত হয়, এই প্রার্থনাই তাঁদের।

ভক্তরাও জানিয়েছেন শুভেচ্ছা। কপিল ও তাঁর সন্তানের সম্পর্ক যেন মজবুত হয়, এই প্রার্থনাই তাঁদের।

7 / 8
শুভেচ্ছা জানিয়েছেন সহকর্মীরাও। সব মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় এখন ট্রেন্ডিং কপিলের ছেলের জন্মদিনের ছবি।

শুভেচ্ছা জানিয়েছেন সহকর্মীরাও। সব মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় এখন ট্রেন্ডিং কপিলের ছেলের জন্মদিনের ছবি।

8 / 8

Latest News Updates

Follow us on

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla