Kapil Sharma: ১ ফেব্রুয়ারি, ২০২৩-- কপিল শর্মার বাড়ির অন্দর হঠাৎই সেজে উঠেছিল। চতুর্দিকে আনন্দের মেজাজ, দারুণ সব সাজগোজ। কিন্তু কেন? কী চলছিল তাঁর বাড়িতে? কীসের সেলিব্রেশন?
Feb 02, 2023 | 3:40 PM
১ ফেব্রুয়ারি, ২০২৩-- কপিল শর্মার বাড়ির অন্দর হঠাৎই সেজে উঠেছিল। চতুর্দিকে আনন্দের মেজাজ, দারুণ সব সাজগোজ। কিন্তু কেন? কী চলছিল তাঁর বাড়িতে? কীসের সেলিব্রেশন।
1 / 8
ওই দিনেই দ্বিতীয় বারের জন্য বাবা হয়েছিলেন কপিল। ঘর আলো করে এসেছিল ছেলে ত্রিশান। দেখতে দেখতে সেই খুদেও পার করে দিল দুই বছর। আর তার জন্মদিন পালনেই সামিল হয়েছিলেন বাবা-মা।
2 / 8
হাজির ছিলেন পঞ্জাবি গায়ক জসবীর জসসি ও কপিলের খুবই কাছের মানুষ ভারতী সিং। একদিকে সবাই যখন ব্যস্ত সেলিব্রেশন তখন ভারতী ব্যস্ত ছিলেন অন্য কাজে। তিনি মন দিয়েছিলেন খাওয়াদাওয়ায়।
3 / 8
ছেলের জন্য তিন তলা কেক এনেছিলেন কপিল। গোটা বাড়ি সাজানো হয়েছিল বেলুন দিয়ে। আয়োজন ছিল বিস্তর।
4 / 8
ছেলেকে নিয়ে ইনস্টাগ্রামে এক মিষ্টি পোস্টও করেছিলেন কপিল। শেয়ার করেছিলেন এক আদুরে ছবি
5 / 8
লিখেছিলেন, "শুভ জন্মদিন ত্রিশান, আমাদের জীবন রঙিন করে তোলার জন্য অনেক ধন্যবাদ। গিন্নি (কপিলের স্ত্রী), আমায় দুটো সুন্দর উপহার (ছেলে ও মেয়ে) দেওয়ার জন্য অনেক ভালবাসা।"
6 / 8
ভক্তরাও জানিয়েছেন শুভেচ্ছা। কপিল ও তাঁর সন্তানের সম্পর্ক যেন মজবুত হয়, এই প্রার্থনাই তাঁদের।
7 / 8
শুভেচ্ছা জানিয়েছেন সহকর্মীরাও। সব মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় এখন ট্রেন্ডিং কপিলের ছেলের জন্মদিনের ছবি।