Bengali Serial: ‘খড়কুটো’তে যখনই আসি তখনই শুধু ঝামেলাই পাকাই: রুকমা রায়

এই পুজোতে বাইরে ছিলেন পুটুপিসি ওরফে সোহিনী সেনগুপ্ত। কলকাতার পুজো দেখা হয়নি তাঁর। তাতে কী? সেটের পুজোতেই জুড়িয়ে নিচ্ছেন প্রাণ।

| Edited By: | Updated on: Oct 21, 2021 | 9:58 PM
খড়কুটো ধারাবাহিকে এখন পুজোর আমেজ। বাস্তবে লক্ষ্মীপুজো পার হয়ে গেলেও সেখানে এখনও পুজোই শেষ হয়নি। সেই আনন্দেই মাতোয়ারা গোটা ইউনিট।

খড়কুটো ধারাবাহিকে এখন পুজোর আমেজ। বাস্তবে লক্ষ্মীপুজো পার হয়ে গেলেও সেখানে এখনও পুজোই শেষ হয়নি। সেই আনন্দেই মাতোয়ারা গোটা ইউনিট।

1 / 6
এই পুজোতে বাইরে ছিলেন পুটুপিসি ওরফে সোহিনী সেনগুপ্ত। কলকাতার পুজো দেখা হয়নি তাঁর। তাতে কী? সেটের পুজোতেই জুড়িয়ে নিচ্ছেন প্রাণ।

এই পুজোতে বাইরে ছিলেন পুটুপিসি ওরফে সোহিনী সেনগুপ্ত। কলকাতার পুজো দেখা হয়নি তাঁর। তাতে কী? সেটের পুজোতেই জুড়িয়ে নিচ্ছেন প্রাণ।

2 / 6
অন্যদিকে পুজোর সময় হাজির গুণগুণের তিন্নি দিদি ওরফে রুকমা রায়। রুকমা থাকবেন অথচ খড়কুটো সংসারে অশান্তি হবে কিনা তা কী করে হয়।

অন্যদিকে পুজোর সময় হাজির গুণগুণের তিন্নি দিদি ওরফে রুকমা রায়। রুকমা থাকবেন অথচ খড়কুটো সংসারে অশান্তি হবে কিনা তা কী করে হয়।

3 / 6
চরিত্রের স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় মাঝে মধ্যেই চলছে তাঁর বাক্যবাণ। রুকমা নিজেও মেনে নিচ্ছেন, 'খড়কুটো তো এলেই আমি শুধু ঝামেলাই পাকাই।"

চরিত্রের স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় মাঝে মধ্যেই চলছে তাঁর বাক্যবাণ। রুকমা নিজেও মেনে নিচ্ছেন, 'খড়কুটো তো এলেই আমি শুধু ঝামেলাই পাকাই।"

4 / 6
তবে শুধু যে ঝামেলা হচ্ছে এমনটা তো নয়, আনন্দও হচ্ছে ষোলোআনা।

তবে শুধু যে ঝামেলা হচ্ছে এমনটা তো নয়, আনন্দও হচ্ছে ষোলোআনা।

5 / 6
সব মিলিয়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ছে গোটা সেট জুড়ে। ঠিক যেন ছোটগল্প। ওই যে বলে না, 'শেষ হয়েও হইল না শেষ...'।

সব মিলিয়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ছে গোটা সেট জুড়ে। ঠিক যেন ছোটগল্প। ওই যে বলে না, 'শেষ হয়েও হইল না শেষ...'।

6 / 6
Follow Us: