Ishan Kishan: সচিনকে সামনে দেখে ‘ফ্রিজ’ হয়ে গিয়েছিলেন, ২৪তম জন্মদিনে ইশান কিষাণ

Happy Birthday Ishan Kishan: ভারতীয় দলের ছোটখাটো 'ডায়নামাইট'। আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য পরিচিত ঝাড়খণ্ডের বাঁ হাতি ব্যাটার ইশান কিষাণ। গতবছর সীমিত ওভারের ফরম্যাটে জাতীয় দলে পা দেওয়া ক্রিকেটারের আজ ২৪তম জন্মদিন।

| Edited By: | Updated on: Jul 18, 2022 | 9:00 AM
ভারতীয় দলের ছোটখাটো 'ডায়নামাইট'। আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য পরিচিত ঝাড়খণ্ডের বাঁ হাতি ব্যাটার ইশান কিষাণ। গতবছর সীমিত ওভারের ফরম্যাটে জাতীয় দলে পা দেওয়া ক্রিকেটারের আজ ২৪তম জন্মদিন।(ছবি:ইনস্টাগ্রাম)

ভারতীয় দলের ছোটখাটো 'ডায়নামাইট'। আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য পরিচিত ঝাড়খণ্ডের বাঁ হাতি ব্যাটার ইশান কিষাণ। গতবছর সীমিত ওভারের ফরম্যাটে জাতীয় দলে পা দেওয়া ক্রিকেটারের আজ ২৪তম জন্মদিন।(ছবি:ইনস্টাগ্রাম)

1 / 6
ঝাড়খণ্ডের হয়ে খেললেও ইশানের শিকড় বিহারের। নাওয়াডার নির্মাণ ব্যবসায়ী প্রণব কুমার পাণ্ডের ছেলে ইশান কিষাণ। ক্রিকেট কেরিয়ারের প্রথম দিন থেকেই ইশানের পাশে তাঁর পরিবার। বিশেষ করে দাদা। (ছবি:ইনস্টাগ্রাম)

ঝাড়খণ্ডের হয়ে খেললেও ইশানের শিকড় বিহারের। নাওয়াডার নির্মাণ ব্যবসায়ী প্রণব কুমার পাণ্ডের ছেলে ইশান কিষাণ। ক্রিকেট কেরিয়ারের প্রথম দিন থেকেই ইশানের পাশে তাঁর পরিবার। বিশেষ করে দাদা। (ছবি:ইনস্টাগ্রাম)

2 / 6
পড়াশোনায় ছেলের কোনও কালেই মন টিকত না। স্কুলেও বেশিরভাগ দিন অনুপস্থিত। একদিন ডিপিএস  স্কুল থেকে তাঁকে বেরিয়ে যেতে বলা হয়। বিনা সংকোচে ক্লাস থেকে বেরিয়ে যান ইশান।(ছবি:ইনস্টাগ্রাম)

পড়াশোনায় ছেলের কোনও কালেই মন টিকত না। স্কুলেও বেশিরভাগ দিন অনুপস্থিত। একদিন ডিপিএস স্কুল থেকে তাঁকে বেরিয়ে যেতে বলা হয়। বিনা সংকোচে ক্লাস থেকে বেরিয়ে যান ইশান।(ছবি:ইনস্টাগ্রাম)

3 / 6
বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের সমস্যা শুরু হয়। ইশানের তখন ১৫ বছর বয়স। কোচ সন্তোষ কুমার তাঁকে ঝাড়খণ্ডের হয়ে খেলার পরামর্শ দেন। (ছবি:ইনস্টাগ্রাম)

বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের সমস্যা শুরু হয়। ইশানের তখন ১৫ বছর বয়স। কোচ সন্তোষ কুমার তাঁকে ঝাড়খণ্ডের হয়ে খেলার পরামর্শ দেন। (ছবি:ইনস্টাগ্রাম)

4 / 6
১৭ বছর বয়সে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ঠিক আগে দুর্ঘটনার কবলে পড়েন ইশান। বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে রিক্সাওয়ালাকে ধাক্কা দেওয়ার জন্য তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে।(ছবি:ইনস্টাগ্রাম)

১৭ বছর বয়সে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ঠিক আগে দুর্ঘটনার কবলে পড়েন ইশান। বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে রিক্সাওয়ালাকে ধাক্কা দেওয়ার জন্য তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে।(ছবি:ইনস্টাগ্রাম)

5 / 6
এমএস ধোনি এবং অ্যাডাম গিলক্রিস্ট ইশানের আদর্শ। তবে সচিন তেন্ডুলকরের প্রতি রয়েছে অগাধ শ্রদ্ধা। মুম্বই ইন্ডিয়ান্সে পা রাখার পর প্রথমবার সচিনকে সামনে থেকে দেখা। পা সরছিল না তাঁর। অধিনায়ক রোহিত শর্মা সাহস জোগানোয় মাস্টার ব্লাস্টারের দিকে এগিয়ে এসে কথা বলেছিলেন ইশান।(ছবি:ইনস্টাগ্রাম)

এমএস ধোনি এবং অ্যাডাম গিলক্রিস্ট ইশানের আদর্শ। তবে সচিন তেন্ডুলকরের প্রতি রয়েছে অগাধ শ্রদ্ধা। মুম্বই ইন্ডিয়ান্সে পা রাখার পর প্রথমবার সচিনকে সামনে থেকে দেখা। পা সরছিল না তাঁর। অধিনায়ক রোহিত শর্মা সাহস জোগানোয় মাস্টার ব্লাস্টারের দিকে এগিয়ে এসে কথা বলেছিলেন ইশান।(ছবি:ইনস্টাগ্রাম)

6 / 6
Follow Us: