AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

No Kissing Policy: বিয়ের পর কি অন্যকে পর্দায় চুমু খাবেন সিদ্ধার্থ-কিয়ারা?

Kiara-Sidharth Wedding: বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চলেছেন কিয়ারা আডবাণী এবং সিদ্ধার্থ মালহোত্রা। তাঁরা কি বিয়ের পর পর্দায় অন্য অভিনেতা কিংবা অভিনেত্রীর সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য করবেন না?

| Edited By: | Updated on: Feb 07, 2023 | 3:44 PM
Share
যে ছবিতে সেই নায়ক ও কিয়ারা একসঙ্গে অভিনয় করেছিলেন সেই ছবিরই প্রচারে এসেই যত কাণ্ড। এক ভিডিয়ো শুটের সময় আচমকাই কিয়ারার গালে চুমু দেন ওই নায়ক। না, পরিচালকের নির্দেশে নয়, নিজে থেকেই কিয়ারাকে চুম্বন করেন তিনি। কিয়ারাও প্রথম দিকে বেশ অপ্রস্তুত হয়ে পড়েন।

যে ছবিতে সেই নায়ক ও কিয়ারা একসঙ্গে অভিনয় করেছিলেন সেই ছবিরই প্রচারে এসেই যত কাণ্ড। এক ভিডিয়ো শুটের সময় আচমকাই কিয়ারার গালে চুমু দেন ওই নায়ক। না, পরিচালকের নির্দেশে নয়, নিজে থেকেই কিয়ারাকে চুম্বন করেন তিনি। কিয়ারাও প্রথম দিকে বেশ অপ্রস্তুত হয়ে পড়েন।

1 / 8
কিন্তু দিল পাল্টেছে। প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, ঐশ্বর্য রাই বচ্চনের মতো অভিনেত্রীরা পেশার কারণে অন্য সহ-অভিনেতাকে চুম্বন করেছেন বিয়ের পরেও। সেই পথেই কি হাঁটবেন কিয়ারা-সিদ্ধার্থ?

কিন্তু দিল পাল্টেছে। প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, ঐশ্বর্য রাই বচ্চনের মতো অভিনেত্রীরা পেশার কারণে অন্য সহ-অভিনেতাকে চুম্বন করেছেন বিয়ের পরেও। সেই পথেই কি হাঁটবেন কিয়ারা-সিদ্ধার্থ?

2 / 8
ভিতর থেকে একে একে বেরিয়ে আসতে থাকেন অনেকেই। বিয়ের আসর ইতি। রাত পোহালেই দিল্লির পথে রওনা দেবেন নবদম্পতি। সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবাণীর প্রথম ছবি যদিও এখনও পর্যন্ত সামনে আসেনি।

ভিতর থেকে একে একে বেরিয়ে আসতে থাকেন অনেকেই। বিয়ের আসর ইতি। রাত পোহালেই দিল্লির পথে রওনা দেবেন নবদম্পতি। সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবাণীর প্রথম ছবি যদিও এখনও পর্যন্ত সামনে আসেনি।

3 / 8
সিদ্ধার্থ মালহোত্রার মোট সম্পত্তির পরিমাম বর্তমানে ৭৫ কোটি টাকা। ২ থেকে ৩ কোটি টাকা তিনি ব্র্যান্ড অ্যাম্বাসাডরের জন্য নিয়ে থাকেন। অন্যদিকে কিয়ারার সম্পত্তির পরিমাম ২৩ কোটি টাকা।

সিদ্ধার্থ মালহোত্রার মোট সম্পত্তির পরিমাম বর্তমানে ৭৫ কোটি টাকা। ২ থেকে ৩ কোটি টাকা তিনি ব্র্যান্ড অ্যাম্বাসাডরের জন্য নিয়ে থাকেন। অন্যদিকে কিয়ারার সম্পত্তির পরিমাম ২৩ কোটি টাকা।

4 / 8
জয়সলমীরের প্রাসাদ সেজে উঠেছিল তিনদিনের এই বিয়ের আসরে। কিয়ারা আডবাণী বর্তমানে কেরিয়ারের পিকে রয়েছেন। একের পর এক প্রজেক্ট তাঁর হাতে।

জয়সলমীরের প্রাসাদ সেজে উঠেছিল তিনদিনের এই বিয়ের আসরে। কিয়ারা আডবাণী বর্তমানে কেরিয়ারের পিকে রয়েছেন। একের পর এক প্রজেক্ট তাঁর হাতে।

5 / 8
সেই নায়ক একজন স্টারকিড। কিয়ারার সঙ্গে একটি মাত্র ছবিতেই অভিনয় করেছিলেন তিনি। সেই ছবি হয়েছিল সেমিহিট। কেন তৈরি হয়েছিল সন্দেহ?

সেই নায়ক একজন স্টারকিড। কিয়ারার সঙ্গে একটি মাত্র ছবিতেই অভিনয় করেছিলেন তিনি। সেই ছবি হয়েছিল সেমিহিট। কেন তৈরি হয়েছিল সন্দেহ?

6 / 8
হলদি থেকে শুরু করে মেহেন্দি, বিয়ের যাবতীয় আপডেট সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে জায়গা করে নিয়েছিল। মঙ্গলবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় জল্পনা ছিল তুঙ্গে। একে একে বারাতের সমস্ত আয়োজনই চোখে পড়ে প্রাসাদের বাইরে।

হলদি থেকে শুরু করে মেহেন্দি, বিয়ের যাবতীয় আপডেট সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে জায়গা করে নিয়েছিল। মঙ্গলবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় জল্পনা ছিল তুঙ্গে। একে একে বারাতের সমস্ত আয়োজনই চোখে পড়ে প্রাসাদের বাইরে।

7 / 8
এটাই বর্তমান বলিউড। এখানে কেরিয়ার সমান গুরুত্ব পায় ব্যক্তিজীবনের সঙ্গে। প্রেম আছে কিন্তু অধিকারবোধ নেই আগের মতো। একেই হয়তো বলে সময়ের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলা।

এটাই বর্তমান বলিউড। এখানে কেরিয়ার সমান গুরুত্ব পায় ব্যক্তিজীবনের সঙ্গে। প্রেম আছে কিন্তু অধিকারবোধ নেই আগের মতো। একেই হয়তো বলে সময়ের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলা।

8 / 8