যৌন দুর্বলতা রাতারাতি উধাও, শুধু ভরসা রাখুন এই ফলের রসে
Pomegranate Benefits: বহু মানুষই এই ফল দেখলে নাক সিঁটকোন। কিন্তু এই ফলের উপকারীতা জানলে আপনার চোখ কপালে উঠবে। এতে রয়েছে প্রচুর পুষ্টিগুণ। শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়াতে এই ফল দারুণ কাজে লাগে। শরীর চনমনে করতে এবং যৌনশক্তি বাড়াতেই পারে এই ফলের রস।
1 / 8
লাল টুকটুকে বেদানা দেখলে অনেকেই লোভ সামলাতে না পেরে কিনে নেন। তবে সবার যে আবার পছন্দের ফলের তালিকায় বেদানা রয়েছে, তা কিন্তু একেবারেই নয়।
2 / 8
বহু মানুষই এই ফল দেখলে নাক সিঁটকোন। কিন্তু এই ফলের উপকারীতা জানলে আপনার চোখ কপালে উঠবে। বেদানায় রয়েছে প্রচুর পুষ্টিগুণ। শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়াতে বেদানা দারুণ কাজে লাগে।
3 / 8
এই কারণেই যাঁরা রক্তাল্পতায় ভোগেন, তাঁরা নিয়মিত বেদানা খেলে সেই সমস্যা কিছুটা নিয়ন্ত্রণে রাখতে পারেন। সেই সঙ্গে অনেক শারীরিক সমস্যার সমাধান করতে পারে এই ফল।
4 / 8
কিন্তু অনেকের মনেই এই প্রশ্ন থাকে, যে পুরুষের বন্ধ্যাত্ব বা ‘ইরেকটাইল ডিসফাংশন’-এর ক্ষেত্রেও কি কাজে লাগতে পারে এই বেদানা? তার উত্তর বিশেষজ্ঞরা নিজেই দিয়েছেন।
5 / 8
বিশেষজ্ঞদের মতে, কোনও পুরুষের ক্ষেত্রে এই সমস্যাটি যদি প্রাথমিক স্তরে থাকে অর্থাৎ সমস্যা যদি গুরুতর না হয়, তা হলে অবশ্যই কাজে লাগতে পারে এই ফলের রস।
6 / 8
যে পুরুষেরা প্রতিদিন এক গ্লাস করে বেদানার রস খান, তাঁদের ‘ইরেকটাইল ডিসফাংশন’-এর মাত্রা কমেছে। এমনটা দেখা গিয়েছে অনেক ক্ষেত্রেই।
7 / 8
এ ছাড়াও বেদানা অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ। ফলে শরীর চনমনে করতে এবং যৌনশক্তি বাড়াতেই পারে এই ফলের রস। যৌনদূর্বলতা রাতারাতি উধাও করতে সাহায্য করতে পারে বেদানা।
8 / 8
তবে সমস্যা গুরুতর হলে চিকিৎসকের পরামর্শে ওষুধ খাওয়াই সে ক্ষেত্রে শ্রেষ্ঠ। বহু পুরুষই নানা কুণ্ঠার কারণে যৌন সমস্যা নিয়ে চিকিৎসকের কাছে যান না। বদলে তাঁরা দ্বারস্থ হন নানা ঘরোয়া টোটকার।