AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ISL 2022-23: কে হবেন সর্বাধিক স্কোরার? লড়াইয়ে শীর্ষে আর্জেন্টিনা-ব্রাজিল

Race for the Golden Boot: ইন্ডিয়ান সুপার লিগের চলতি মরসুম দ্বিতীয় পর্বে পা রেখেছে বহুদিন। সর্বাধিক গোল স্কোরারে তালিকায় রয়েছেন অনেকেই। লড়াইটা মূলত আর্জেন্টিনা-ব্রাজিলের। গোল সংখ্যায় আপাতত দু-জনই সমানে সমানে। দলগত পারফরম্য়ান্সে অবশ্য অনেকটা ফারাক। কারা রয়েছেন দৌড়ে? তালিকা রইল ছবিতে।

| Edited By: | Updated on: Jan 22, 2023 | 9:00 AM
Share
এ বারের আইএসএলে সর্বাধিক গোল স্কোরারের পুরস্কার কার ঝুলিতে উঠবে, অনেকটা পথ বাকি। গোল সংখ্যা এবং অ্যাসিস্ট মিলিয়ে আপাতত শীর্ষে রয়েছেন জর্জ দিয়াজ। আর্জেন্টিনার এই ফুটবলার খেলেন মুম্বই সিটি এফসিতে। তিনি গোল করেছেন ৯টি। (ছবি : টুইটার)

এ বারের আইএসএলে সর্বাধিক গোল স্কোরারের পুরস্কার কার ঝুলিতে উঠবে, অনেকটা পথ বাকি। গোল সংখ্যা এবং অ্যাসিস্ট মিলিয়ে আপাতত শীর্ষে রয়েছেন জর্জ দিয়াজ। আর্জেন্টিনার এই ফুটবলার খেলেন মুম্বই সিটি এফসিতে। তিনি গোল করেছেন ৯টি। (ছবি : টুইটার)

1 / 8
সমসংখ্যক গোল থাকলেও তালিকায় দ্বিতীয় স্থানে ইস্টবেঙ্গলের ব্রাজিলিয়ান স্ট্রাইকার ক্লেটন সিলভা। তাঁরও গোলসংখ্যা ৯। পার্থক্য গড়ে দিয়েছে অ্যাসিস্টও। দিয়াজের ৬টি অ্যাসিস্ট রয়েছে। দিয়াজের দল মুম্বই পয়েন্ট তালিকায় শীর্ষে। দলগতভাবে অনেক পিছিয়ে ইস্টবেঙ্গল। (ছবি : টুইটার)

সমসংখ্যক গোল থাকলেও তালিকায় দ্বিতীয় স্থানে ইস্টবেঙ্গলের ব্রাজিলিয়ান স্ট্রাইকার ক্লেটন সিলভা। তাঁরও গোলসংখ্যা ৯। পার্থক্য গড়ে দিয়েছে অ্যাসিস্টও। দিয়াজের ৬টি অ্যাসিস্ট রয়েছে। দিয়াজের দল মুম্বই পয়েন্ট তালিকায় শীর্ষে। দলগতভাবে অনেক পিছিয়ে ইস্টবেঙ্গল। (ছবি : টুইটার)

2 / 8
সর্বাধিক গোল স্কোরারের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন আর এক ব্রাজিলিয়ান দিয়েগো মরিসিও। ওড়িশা এফসির এই ফুটবলার করেছেন ৮টি গোল। (ছবি : টুইটার)

সর্বাধিক গোল স্কোরারের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন আর এক ব্রাজিলিয়ান দিয়েগো মরিসিও। ওড়িশা এফসির এই ফুটবলার করেছেন ৮টি গোল। (ছবি : টুইটার)

3 / 8
তালিকায় রয়েছেন চেন্নায়িন এফসির ক্রোয়েশিয়ান স্ট্রাইকার পিটার স্লিসকোভিচ। তাঁরও গোল সংখ্যা ৮। অ্যাসিস্টও করেছেন তিনটি। (ছবি : টুইটার)

তালিকায় রয়েছেন চেন্নায়িন এফসির ক্রোয়েশিয়ান স্ট্রাইকার পিটার স্লিসকোভিচ। তাঁরও গোল সংখ্যা ৮। অ্যাসিস্টও করেছেন তিনটি। (ছবি : টুইটার)

4 / 8
বিদেশিদের ভিড়ে দৌড়ে রয়েছেন ভারতের এক তরুণ স্ট্রাইকার লালিয়ানজুয়ালা ছাংতে। ৮টি গোল, ৪টি অ্য়াসিস্ট। এক ম্যাচ বেশি খেলায় মরিসিও, স্লিসকোভিচের থেকে সামান্য় পিছিয়ে। তাঁর দল মুম্বই সিটি এফসি অবশ্য পয়েন্ট তালিকায় শীর্ষে। (ছবি : টুইটার)

বিদেশিদের ভিড়ে দৌড়ে রয়েছেন ভারতের এক তরুণ স্ট্রাইকার লালিয়ানজুয়ালা ছাংতে। ৮টি গোল, ৪টি অ্য়াসিস্ট। এক ম্যাচ বেশি খেলায় মরিসিও, স্লিসকোভিচের থেকে সামান্য় পিছিয়ে। তাঁর দল মুম্বই সিটি এফসি অবশ্য পয়েন্ট তালিকায় শীর্ষে। (ছবি : টুইটার)

5 / 8
তাক লাগানো পারফরম্য়ান্স চেন্নায়িন এফসির ডাচ তারকা আবদেনাসের এল খায়াতি। মাত্র ৭টি ম্যাচ খেলেছেন চেন্নায়িন এফসির নতুন তারকা। এর মধ্য়ে করে ফেলেছেন ৭টি গোল। ৪টি অ্যাসিস্টও রয়েছে তাঁর। (ছবি : টুইটার)

তাক লাগানো পারফরম্য়ান্স চেন্নায়িন এফসির ডাচ তারকা আবদেনাসের এল খায়াতি। মাত্র ৭টি ম্যাচ খেলেছেন চেন্নায়িন এফসির নতুন তারকা। এর মধ্য়ে করে ফেলেছেন ৭টি গোল। ৪টি অ্যাসিস্টও রয়েছে তাঁর। (ছবি : টুইটার)

6 / 8
সাতটি গোল করে কিছুটা পরের দিকে নাইজেরিয়ান তারকা বার্থোলোমিউ ওগবেচে। হায়দরাবাদ এফসির হয়ে ৭টি গোল এবং ১টি অ্যাসিস্ট। (ছবি : টুইটার)

সাতটি গোল করে কিছুটা পরের দিকে নাইজেরিয়ান তারকা বার্থোলোমিউ ওগবেচে। হায়দরাবাদ এফসির হয়ে ৭টি গোল এবং ১টি অ্যাসিস্ট। (ছবি : টুইটার)

7 / 8
আধডজন গোলে এর পরই রয়েছেন গ্রিসের দিমিত্রিয়স দিয়ামান্তাকোস। আইএসএলে এখনও বেশ কয়েকটি করে ম্যাচ বাকি প্রতিটি দলেরই। তালিকায় পরিবর্তন হতে যেন সময়ের অপেক্ষা। (ছবি : টুইটার)

আধডজন গোলে এর পরই রয়েছেন গ্রিসের দিমিত্রিয়স দিয়ামান্তাকোস। আইএসএলে এখনও বেশ কয়েকটি করে ম্যাচ বাকি প্রতিটি দলেরই। তালিকায় পরিবর্তন হতে যেন সময়ের অপেক্ষা। (ছবি : টুইটার)

8 / 8