দক্ষিণ ভারতের কিছু অভিনেতা দারুণ ধনী। তাঁদের সম্পত্তির হিসেব জানলে চোখ কপালে উঠবে আপনার। দেখুন সেই তালিকা।
পুষ্পা ছবি মুক্তি পাওয়ার পর থেকেই বিভিন্ন মহলে আল্লু অর্জুনকে ঘিরে জল্পনা তুঙ্গে। ছবি সিক্যুয়েল কবে মুক্তি পাচ্ছে তা নিয়েও প্রশ্ন জেগেছিল ভক্তদের মনে। লকডাউন শেষ হওয়ার পরই প্রতিটা সিনে দুনিয়ায় মরিয়া হয়ে পড়েছিলেন দর্শকদের প্রেক্ষাগৃহে ফেরাতে।
নাগার্জুনা - ধন কুবের বললেও ভুল হবে নাগার্জুনাকে। তাঁর সম্পত্তির হিসেব জানলে রাতের ঘুম উড়ে যাবে আপনার। কোনও শিল্পপতির চেয়ে কম ধনী নন নাগার্জুনা। ৩০০০ কোটি টাকার সম্পত্তি আছে তাঁর। ৯ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে 'ব্রহ্মাস্ত্র'। সেই ছবিতে অতি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নাগার্জুনা।
রামচরণ - এসএস রাজামৌলীর 'আরআরআর' ছবিতে রামের চরিত্রে অভিনয় করে আরও বেশি লাইমলাইটে এসেছিলেন দক্ষিণ ভারতীয় সুপার স্টার রামচরণ। নাগার্জুনার চেয়ে কোনও অংশ কম ধনী নন তিনি। তাঁর সম্পত্তির মূল্য ১৩৫০ কোটি টাকা।
বিজয় - দক্ষিণ ভারতের অন্যতম সুপার স্টার বিজয়ও বেশ ধনী। অতি অল্প সময়ে তিনি জনপ্রিয়তা লাভ করেছেন। তাঁর ৩৯০ কোটি টাকার সম্পত্তি আছে।
রজনীকান্ত - রজনীকান্ত, 'দ্য গড অফ সাউড ইন্ডিয়া' কেবল নিজের বা পরিবারের জন্য সম্পত্তি জমিয়ে রাখেননি। মানুষকে দানও করেছেন কোটি-কোটি টাকা। লোককে দিয়েথুয়েও ৪১০ কোটি টাকার সম্পত্তি আছে তাঁর নামে।