By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.
মদন মিত্রের জীবনে আজ অর্থাৎ শুক্রবার একটি বিশেষ দিন। মুক্তি পেল তাঁর প্রথম ছবি 'ওহ লাভলি'।
এ দিন ছিল সেই ছবির প্রিমিয়ার। 'এভারগ্রিন' বিধায়ক তো হাজির ছিলেনই, একই সঙ্গে হাজির ছিলেন টলিউডের রিউমারড কাপল কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ।
শ্রীময়ী পরেছিলেন ঝলমলে শাড়ি, সঙ্গে পোশাকে রংমিলান্তি। অন্যদিকে মদনের চোখে সেই বাহারি চশমাও দেখা গেল।
টলিউড-টেলিপাড়া থেকেও হাজির ছিলেন অনেকেই। মদন মিত্রের সঙ্গে সিনেপাড়ার যোগাযোগ তো আজকের নয়।
হাসিমুখে সবাই দিলেন পোজ। আর সেই সব ছবিই সামাজিক মাধ্যমে সবার সঙ্গে শেয়ার করে নিয়েছেন শ্রীময়ী।
কাঞ্চন-শ্রীময়ী সম্পর্ক নিয়ে কম জলঘোলা হয়নি। স্ত্রী পিঙ্কি তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
ঘটনা পৌঁছয় থানা পর্যন্ত। যদিও সেসব এখন অতীত। বন্ধুত্ব নিয়ে অকপট দু'জনেই।
প্রসঙ্গত, 'ওহ লাভলি'র পরিচালক হরনাথ চক্রবর্তী। মদনের জনপ্রিয়তা এই ছবির জন্য কতটা লাভজনক হয়, এখন্সেটাই দেখার।