AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Controversy koffee With Karan: বলিউড সেলেবরা বিতর্কের মুখোমুখি করণের সঙ্গে কফি খেতে এসে!

 Controversy koffee With Karan: ‘কফি উইথ করণ’ সিজন ৭  শুরু হয়েছে। এবার অনেকেই নাকি শোতে আসতে নারাজ। এর আগে এই শোতে এসে অনেকেই পড়েছেন বিতর্কের মুখে। সেই কারণেই কি তাঁরা এড়িয়ে যাচ্ছেন শো?

| Edited By: | Updated on: Jul 10, 2022 | 9:41 PM
Share
বর্তমানে রমরমিয়ে চলছে কফি উইথ করণ। ঝড়ের গতিতে ভাইরাল এই শো-এর প্রতিটা এপিসোড। করণ জোহরের ডাকে এই পর্বে উপস্থিত হতে দেখা য়ায় বহু তারকাকে। কিন্তু তালিকায় থাকলেন না শাহরুখ খান। কেন!

বর্তমানে রমরমিয়ে চলছে কফি উইথ করণ। ঝড়ের গতিতে ভাইরাল এই শো-এর প্রতিটা এপিসোড। করণ জোহরের ডাকে এই পর্বে উপস্থিত হতে দেখা য়ায় বহু তারকাকে। কিন্তু তালিকায় থাকলেন না শাহরুখ খান। কেন!

1 / 9
স্বামী হননি সইফ যখন তখন তাঁর সঙ্গে করণের শোতে এসে প্রিয়াঙ্কাকে করেন কটুক্তি। তিনি তাঁর কাছে জানতে চান কোথা থেকে তিনি উচ্চারণ শিখেছেন। পরে সেই উত্তরে প্রিয়াঙ্কার জবাব ছিল যেখান থেকে করিনার বয়ফ্রেন্ড শিখেছে। প্রিয়াঙ্কা শোতে এসেছিলেন শাহিদ কাপুরের সঙ্গে। সেই সময় করিনা ডেট করতেন শাহিদকে। সিজিন ৬-তে করণ একসঙ্গে শোত নিয়ে আসেন দুইজনকে। তাঁরা পুরনো সেই সব অংশ দেখে খুব মজা পেয়েছিলেন।

স্বামী হননি সইফ যখন তখন তাঁর সঙ্গে করণের শোতে এসে প্রিয়াঙ্কাকে করেন কটুক্তি। তিনি তাঁর কাছে জানতে চান কোথা থেকে তিনি উচ্চারণ শিখেছেন। পরে সেই উত্তরে প্রিয়াঙ্কার জবাব ছিল যেখান থেকে করিনার বয়ফ্রেন্ড শিখেছে। প্রিয়াঙ্কা শোতে এসেছিলেন শাহিদ কাপুরের সঙ্গে। সেই সময় করিনা ডেট করতেন শাহিদকে। সিজিন ৬-তে করণ একসঙ্গে শোত নিয়ে আসেন দুইজনকে। তাঁরা পুরনো সেই সব অংশ দেখে খুব মজা পেয়েছিলেন।

2 / 9
কফি উইথ করণের সবচেয়ে বিতর্কিত পর্বগুলির মধ্যে একটি ছিল যখন ভারতীয় ক্রিকেট দলের দুই বিখ্যাত ক্রিকেটার হার্দিক পান্ডিয়া এবং কে.এল. রাহুল শোতে এসেছিলেন এবং তাঁরা কীভাবে মেয়েদের সঙ্গে আচরণ করতেন এবং কীভাবে তাঁরা তাঁদের বাবা-মায়ের সামনে তাঁদের কুমারীত্ব সম্পর্কে কথা বলেছেন সে সম্পর্কে মন্তব্য করেন।  সেই শোতে একটি প্রশ্নের উত্তর দেওয়ার সময় হার্দিক মহিলাদের বিরুদ্ধে কিছু সেক্সি মন্তব্য করেছিলেন। সঙ্গে গর্বভরে জানিয়েছিলেন কীভাবে তিনি তাঁর ‘ভার্জিনিটি’ হারিয়েছেন এবং কীভাবে তিনি মেয়েদের তুলে নিতেন। শুধু তাই নয়, তিনি তাঁর পরিবারে সঙ্গে কতটা সহজ তা বোঝাতে বলেন মেয়েদের বিষয়ে তিনি তাঁর বাবা-মায়ের সঙ্গেও নাকি কথা বলতেন।   পর্বটি সম্প্রচারের পর, উভয় ক্রিকেটারই লোকেদের কাছ থেকে কঠোর সমালোচনার সম্মুখীন হন। এমনকি বিসিসিআই তাঁদের খেলা থেকে বাদ দেয়ে। পরে এই প্রতিক্রিয়ার মুখোমুখি হয়ে তাঁরা তাঁদের মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছিলেন।

কফি উইথ করণের সবচেয়ে বিতর্কিত পর্বগুলির মধ্যে একটি ছিল যখন ভারতীয় ক্রিকেট দলের দুই বিখ্যাত ক্রিকেটার হার্দিক পান্ডিয়া এবং কে.এল. রাহুল শোতে এসেছিলেন এবং তাঁরা কীভাবে মেয়েদের সঙ্গে আচরণ করতেন এবং কীভাবে তাঁরা তাঁদের বাবা-মায়ের সামনে তাঁদের কুমারীত্ব সম্পর্কে কথা বলেছেন সে সম্পর্কে মন্তব্য করেন। সেই শোতে একটি প্রশ্নের উত্তর দেওয়ার সময় হার্দিক মহিলাদের বিরুদ্ধে কিছু সেক্সি মন্তব্য করেছিলেন। সঙ্গে গর্বভরে জানিয়েছিলেন কীভাবে তিনি তাঁর ‘ভার্জিনিটি’ হারিয়েছেন এবং কীভাবে তিনি মেয়েদের তুলে নিতেন। শুধু তাই নয়, তিনি তাঁর পরিবারে সঙ্গে কতটা সহজ তা বোঝাতে বলেন মেয়েদের বিষয়ে তিনি তাঁর বাবা-মায়ের সঙ্গেও নাকি কথা বলতেন। পর্বটি সম্প্রচারের পর, উভয় ক্রিকেটারই লোকেদের কাছ থেকে কঠোর সমালোচনার সম্মুখীন হন। এমনকি বিসিসিআই তাঁদের খেলা থেকে বাদ দেয়ে। পরে এই প্রতিক্রিয়ার মুখোমুখি হয়ে তাঁরা তাঁদের মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছিলেন।

3 / 9
তুষার কাপুর কখনোই কোনো বিতর্কে জড়ান না এবং বিতর্ক সৃষ্টি করে এমন কোনও বিষয়ে মন্তব্য করা থেকেও দূরে থাকার চেষ্টা করেন। কিন্তু তিনিও করণের শোতে এসে একটি বিতর্কতে জড়িয়ে পড়েন। ব়্যাপিড ফায়ার বিভাগে করণ জানতে চান যে "বোটক্স" শব্দটি শুনে তাঁর মাথায় কোন অভিনেত্রীর কথা মাথায় আসে। যার উত্তরে তিনি প্রীতি জিনটার নাম করেছিলেন, যা অভিনেত্রীকে বেশ বিরক্ত করেছিল। তুষার পরে প্রীতির কাছে তাঁর মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছিলেন।

তুষার কাপুর কখনোই কোনো বিতর্কে জড়ান না এবং বিতর্ক সৃষ্টি করে এমন কোনও বিষয়ে মন্তব্য করা থেকেও দূরে থাকার চেষ্টা করেন। কিন্তু তিনিও করণের শোতে এসে একটি বিতর্কতে জড়িয়ে পড়েন। ব়্যাপিড ফায়ার বিভাগে করণ জানতে চান যে "বোটক্স" শব্দটি শুনে তাঁর মাথায় কোন অভিনেত্রীর কথা মাথায় আসে। যার উত্তরে তিনি প্রীতি জিনটার নাম করেছিলেন, যা অভিনেত্রীকে বেশ বিরক্ত করেছিল। তুষার পরে প্রীতির কাছে তাঁর মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছিলেন।

4 / 9
২০১৭ সালে কফি উইথ করণ সিজন ৫-এ কঙ্গনা রানা্ওয়াত প্রথমবার সাইফ আলী খানের সঙ্গে করনের টক শোতে এসেছিলেন। ব়্যাপিড ফায়ার রাউন্ডের সময় করণ কঙ্গনাকে জিজ্ঞাসা করেছিলেন যে সিনেমা ইন্ডাস্ট্রিতে কে তাঁকে অযথা অ্যাটিটিউড দেখিয়েছেন? যার উত্তরে তিনি বলেন, "আমি মনে করি আপনি করণ"। এই কথায় একেবারে হতবাক হয়ে যান করণ। তিনি করণকে স্বজনপ্রীতির পতাকাবাহী এবং ‘সিনেমা মাফিয়া’ বলেও আখ্যা দেন।

২০১৭ সালে কফি উইথ করণ সিজন ৫-এ কঙ্গনা রানা্ওয়াত প্রথমবার সাইফ আলী খানের সঙ্গে করনের টক শোতে এসেছিলেন। ব়্যাপিড ফায়ার রাউন্ডের সময় করণ কঙ্গনাকে জিজ্ঞাসা করেছিলেন যে সিনেমা ইন্ডাস্ট্রিতে কে তাঁকে অযথা অ্যাটিটিউড দেখিয়েছেন? যার উত্তরে তিনি বলেন, "আমি মনে করি আপনি করণ"। এই কথায় একেবারে হতবাক হয়ে যান করণ। তিনি করণকে স্বজনপ্রীতির পতাকাবাহী এবং ‘সিনেমা মাফিয়া’ বলেও আখ্যা দেন।

5 / 9
আলিয়া ভাট হলেন বলিউডের অন্যতম প্রতিভাবান এবং প্রতিশ্রুতিশীল অভিনেত্রী যিনি অল্প সময়ের মধ্যেই ইন্ডাস্ট্রিতে নিজের একটা জায়গা করে নিয়েছেন। তবে এটাও সত্যি যে তিনি কিছু বোকা কথার জন্য বহুবার ট্রোলড হয়েছিলেন। ২০১৩ সালে আলিয়া অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা এবং বরুণ ধাওয়ানের সঙ্গে শোতে আসেন। র্যা পিড ফায়ার রাউন্ডের সময় করণ ভারতের রাষ্ট্রপতির নাম জানতে চান। যার উত্তর তিনি বলেন, পৃথ্বীরাজ চৌহান। সেই পর্বটি সম্প্রচারের পর তিনি তাঁর সাধারণ জ্ঞানের জন্য খারাপভাবে ট্রোলড হয়েছিলেন।

আলিয়া ভাট হলেন বলিউডের অন্যতম প্রতিভাবান এবং প্রতিশ্রুতিশীল অভিনেত্রী যিনি অল্প সময়ের মধ্যেই ইন্ডাস্ট্রিতে নিজের একটা জায়গা করে নিয়েছেন। তবে এটাও সত্যি যে তিনি কিছু বোকা কথার জন্য বহুবার ট্রোলড হয়েছিলেন। ২০১৩ সালে আলিয়া অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা এবং বরুণ ধাওয়ানের সঙ্গে শোতে আসেন। র্যা পিড ফায়ার রাউন্ডের সময় করণ ভারতের রাষ্ট্রপতির নাম জানতে চান। যার উত্তর তিনি বলেন, পৃথ্বীরাজ চৌহান। সেই পর্বটি সম্প্রচারের পর তিনি তাঁর সাধারণ জ্ঞানের জন্য খারাপভাবে ট্রোলড হয়েছিলেন।

6 / 9
শোয়ের সিজন ৩-এর একটি পর্বে দীপিকা পাডুকোণ এবং সোনম কাপুর একসঙ্গে এসেছিলেন। রণবীর কাপুর কোন ব্র্যান্ডের মুখ হতে পারেন, করণের এই প্রশ্নের উত্তরে দীপিকা তৎক্ষণাৎ বলেন, ‘একটি কনডম ব্র্যান্ড’। তিনি আরও যোগ করেন, রণবীরকে তাঁর প্রেমিক সত্ত্বার  দক্ষতাও বৃদ্ধি করা উচিত। পরে অবশ্য বিষয়টা সামলাতে অভিনেত্রী এটা একটা ‘রসিকতা’ বলেই জানিয়েছিলেন।

শোয়ের সিজন ৩-এর একটি পর্বে দীপিকা পাডুকোণ এবং সোনম কাপুর একসঙ্গে এসেছিলেন। রণবীর কাপুর কোন ব্র্যান্ডের মুখ হতে পারেন, করণের এই প্রশ্নের উত্তরে দীপিকা তৎক্ষণাৎ বলেন, ‘একটি কনডম ব্র্যান্ড’। তিনি আরও যোগ করেন, রণবীরকে তাঁর প্রেমিক সত্ত্বার দক্ষতাও বৃদ্ধি করা উচিত। পরে অবশ্য বিষয়টা সামলাতে অভিনেত্রী এটা একটা ‘রসিকতা’ বলেই জানিয়েছিলেন।

7 / 9
কফি উইথ করণের সিজন ৪-এ এসেছিলেন ইমরান হাশমি। তাঁর সঙ্গে ছিলেন কাকা এবং পরিচালক মহেশ ভাট। ব়্যাপিড ফায়ার রাউন্ডের সময় ঐশ্বর্য রাই বচ্চন এবং শ্রদ্ধা কাপুরের নামটি শুনলে তাঁর মনে কী আসে? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন ‘প্লাস্টিক’। শ্রদ্ধা কাপুরকে তো আবার কিছু খাওয়ার উপদেশও দেন ইমরান। এই মন্তব্যের জন্য বিতর্কের মুখোমুখি হন ইন্ডাস্ট্রির ‘কিস কিং’ ইমরান। পরে অবশ্য বিষয়টা সামলাতে একটি সাক্ষাত্কারে ইমরান বলেছিলেন, "এটি একটি ব়্যাপিড ফায়ার রাউন্ড ছিল। তাই আমি দ্রুততার সঙ্গে উত্তর দিতে গিয়ে  সেই কথা বলেছিলাম। কেউ আঘাত পেলে আমি দুঃখিত।”

কফি উইথ করণের সিজন ৪-এ এসেছিলেন ইমরান হাশমি। তাঁর সঙ্গে ছিলেন কাকা এবং পরিচালক মহেশ ভাট। ব়্যাপিড ফায়ার রাউন্ডের সময় ঐশ্বর্য রাই বচ্চন এবং শ্রদ্ধা কাপুরের নামটি শুনলে তাঁর মনে কী আসে? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন ‘প্লাস্টিক’। শ্রদ্ধা কাপুরকে তো আবার কিছু খাওয়ার উপদেশও দেন ইমরান। এই মন্তব্যের জন্য বিতর্কের মুখোমুখি হন ইন্ডাস্ট্রির ‘কিস কিং’ ইমরান। পরে অবশ্য বিষয়টা সামলাতে একটি সাক্ষাত্কারে ইমরান বলেছিলেন, "এটি একটি ব়্যাপিড ফায়ার রাউন্ড ছিল। তাই আমি দ্রুততার সঙ্গে উত্তর দিতে গিয়ে সেই কথা বলেছিলাম। কেউ আঘাত পেলে আমি দুঃখিত।”

8 / 9
অভিনেত্রী সোনম কাপুর তাঁর বিতর্কিত মন্তব্যের জন্য পরিচিত। যার জন্য তিনি প্রায়শই শিরোনামে থাকেন। কেউ কেউ এটাকে তাঁর বাকস্বাধীনতা বলেন, অন্যরা তাঁকে বোকা বলেন, যে কিছুক্ষণ চিন্তা না করেই কথা বলে থাকেন।   কফি উইথ করণের একটি পর্বে সোনম তাঁর বাবা অনিল কাপুরের সঙ্গে আসেন। যেখানে করণ তাঁকে প্রশ্ন করেন, নেটিজ়েনরা তাঁর সম্পর্কে খবর রাখেন  কিন্তু অভিনয়ের জন্য নয়, যেমন অন্যান্য অভিনেত্রীদের সম্পর্কে করে থাকেন। উত্তর সোনম বলেয়েছিলেন, "ইন্ডাস্ট্রির ব্যাপারটি হল যে আপনি যদি দেখতে সুন্দর না হন তবে তাঁরা ধরে নেন আপনি একজন ভালো অভিনেতা।" এই মন্তব্যের জন্য নানা কথা শুনতে হয় তাঁকে।

অভিনেত্রী সোনম কাপুর তাঁর বিতর্কিত মন্তব্যের জন্য পরিচিত। যার জন্য তিনি প্রায়শই শিরোনামে থাকেন। কেউ কেউ এটাকে তাঁর বাকস্বাধীনতা বলেন, অন্যরা তাঁকে বোকা বলেন, যে কিছুক্ষণ চিন্তা না করেই কথা বলে থাকেন। কফি উইথ করণের একটি পর্বে সোনম তাঁর বাবা অনিল কাপুরের সঙ্গে আসেন। যেখানে করণ তাঁকে প্রশ্ন করেন, নেটিজ়েনরা তাঁর সম্পর্কে খবর রাখেন কিন্তু অভিনয়ের জন্য নয়, যেমন অন্যান্য অভিনেত্রীদের সম্পর্কে করে থাকেন। উত্তর সোনম বলেয়েছিলেন, "ইন্ডাস্ট্রির ব্যাপারটি হল যে আপনি যদি দেখতে সুন্দর না হন তবে তাঁরা ধরে নেন আপনি একজন ভালো অভিনেতা।" এই মন্তব্যের জন্য নানা কথা শুনতে হয় তাঁকে।

9 / 9