এখন একাধিক ছবির প্রস্তাব কার্তিকের হাতে। একটা সময় বিমুখ বলিউডের কাছে তিনি তুরুপের তাস। প্রশংসা থেকে চর্চা, সবেতেই জায়গা করে নিয়েছিলেন তিনি। এখন কেবল ভাল কাজের লক্ষ্যেই কার্তিক আরিয়ান।
যার মধ্যে একটি হল ভুল ভুলাইয়া ২। যেখানে বলিউড ছবিকে রীতিমত খাপিখেতে দেখা যায় বক্স অফিসে, সেখানেই এই ছবি অন্য কথা বলেছিল সিনেদুনিয়ায়। মোটের ওপর ২৫০ কোটি টাকা ঘরে তুলতে সক্ষম হয়েছিল ভুল ভুলাইয়া ২।
এবার কার্তিক নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, "আমি এপিসোড দেখিনি..."
বলিউডে আবারও নতুন ছন্দে ফেরা কার্তিক আরিয়ানের। একটা সময় বয়কটের ডাক উঠেছিল যে সেলেবের নামে সেই কার্তিক আরিয়ানকে নিয়েই এখন বি-টাউনে মাতামাতি তুঙ্গে।
একের পর এক ভাল ছবি মুক্তি পেলেও, কোথাও গিয়ে যেন কমার্শিয়াল হিটের তকমা তাঁর গায়ে লাগেনি অতীতে। একটা সময়ের পর বিভিন্ন প্রযোজনা সংস্থার সঙ্গে বচসা আরও তাঁকে সমস্যায় ফেলে দেয়। জল্পনা ওঠে তুঙ্গে বলিউড কার্তিক বিমুখ।
তবে লাভ আজ কাল ২ আর্থিক দিক থেকে কার্তিকের পক্ষে না থাকলেও এই ছবি কোথাও গিয়ে যেন কার্তিকের ভাগ্য ফেরায়। সম্পর্কে সারার সঙ্গে নাম জড়ালেও তা খুব বেশিদিন স্থায়ী হয়নি। তবে হাতে এসেছিল তিন তিনটে বিগ বাজেট ছবি।