Kartik Aaryan: কবে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। এই নিয়ে এতদিন মুখে কুপুল এঁটেছিলেন। তবে এবার মুখ খুললেন তিনি।
Dec 05, 2022 | 8:00 PM
1 / 5
তিনি একের পর এক ছবির প্রস্তাবও পেতে থাকেন। একদিকে যখন তাঁকে ঘিরে উঠছিল বয়কট প্রসঙ্গ, ঠিক তখনই নিয়ে উত্তেজনার পারদ ওঠে তুঙ্গে। কার্তিক আরিয়ান এখন বিটাউনে চর্চিত নাম।
2 / 5
যদিও ভক্তমনে প্রশ্নের অবকাশ নেই। কবে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। এই নিয়ে এতদিন মুখে কুপুল এঁটেছিলেন। তবে এবার মুখ খুললেন তিনি। সাফ জানালেন, তিনি বিয়ের পিঁড়িতে বসার কথা এখনই ভাবছেন না।
3 / 5
উল্টে তাঁর পরিবার থেকে তাঁকে বলা হয়েছে তিনি যেন শীঘ্রই এই বিষয় না ভাবেন। কারণ একটাই, কেরিয়ারে তিনি এখন পিকে রয়েছেন। তাই এই সময়টা তিনি বিশেষ কিছু পরিকল্পনা করতে চান না।
4 / 5
তবে কোথাও গিয়ে তিনি এখন একটা বিষয় স্পষ্ট করে দিয়েছেন, তাঁর জীবনে প্রেমের জন্য একটি বিশেষ ঘর রয়েছে। তাই প্রেম থেকে দূরে সরে যাওয়া নয়, তবে বিয়ে নিয়ে তিনি এখনই কিছু ভাবছেন না।