Kashmir: শীতের ছুটি হোক জমজমাট! কাছের মানুষকে সঙ্গে নিয়ে ছুটি কাটিয়ে আসুন ভূস্বর্গ থেকে

শীতের ডেস্টিনেশন হিসাবে ভ্রমণকারীদের কাছে বেশ জনপ্রিয় কাশ্মীর। এই সময় ছবির মত মনোরম লাগে কাশ্মীরকে। শীতে বরফের সাদা চাদরে ঢেকে থাকে কাশ্মীর।

| Edited By: | Updated on: Dec 22, 2021 | 5:49 PM
শীতের ডেস্টিনেশন হিসাবে ভ্রমণকারীদের কাছে বেশ জনপ্রিয় কাশ্মীর। এই সময় ছবির মত মনোরম লাগে কাশ্মীরকে। ছবি সৌজন্যে- GettyImages

শীতের ডেস্টিনেশন হিসাবে ভ্রমণকারীদের কাছে বেশ জনপ্রিয় কাশ্মীর। এই সময় ছবির মত মনোরম লাগে কাশ্মীরকে। ছবি সৌজন্যে- GettyImages

1 / 6
শীতে বরফের সাদা চাদরে ঢেকে থাকে কাশ্মীর। এই দৃশ্য দেখা যায় কাশ্মীরের বেতাব ভ্যালি থেকে শুরু করে গুলমার্গে। ছবি সৌজন্যে- GettyImages

শীতে বরফের সাদা চাদরে ঢেকে থাকে কাশ্মীর। এই দৃশ্য দেখা যায় কাশ্মীরের বেতাব ভ্যালি থেকে শুরু করে গুলমার্গে। ছবি সৌজন্যে- GettyImages

2 / 6
এমনকি এই সময় ডাল লেকের জল বরফে পরিণত হয়। আর এই ফ্রোজেন ডাল লেকের পাশে বসে কফির কাপে চুমুক দিতে কার না ভাল লাগে বলুন তো! ছবি সৌজন্যে- GettyImages

এমনকি এই সময় ডাল লেকের জল বরফে পরিণত হয়। আর এই ফ্রোজেন ডাল লেকের পাশে বসে কফির কাপে চুমুক দিতে কার না ভাল লাগে বলুন তো! ছবি সৌজন্যে- GettyImages

3 / 6
বরফ তো আছে, তার সঙ্গে তুষারপাতের দৃশ্যও দেখা যায় এই উপত্যকায়। কাছের মানুষকে নিয়ে যদি ভূস্বর্গে তুষারপাত দেখতে চান, তাহলে আর দেরি করবেন না যেন! ছবি সৌজন্যে- GettyImages

বরফ তো আছে, তার সঙ্গে তুষারপাতের দৃশ্যও দেখা যায় এই উপত্যকায়। কাছের মানুষকে নিয়ে যদি ভূস্বর্গে তুষারপাত দেখতে চান, তাহলে আর দেরি করবেন না যেন! ছবি সৌজন্যে- GettyImages

4 / 6
বছরের অন্যান্য সময়ে সাইটসিনে গেলে যে দৃশ্য ধরে পড়ে কাশ্মীরের, শীতে তা পুরোটাই সাদায় পরিণত হয়। এমন দৃশ্য দেখার জন্য আপনি গুলমার্গে রোপয়ে চড়তে পারেন। ছবি সৌজন্যে- GettyImages

বছরের অন্যান্য সময়ে সাইটসিনে গেলে যে দৃশ্য ধরে পড়ে কাশ্মীরের, শীতে তা পুরোটাই সাদায় পরিণত হয়। এমন দৃশ্য দেখার জন্য আপনি গুলমার্গে রোপয়ে চড়তে পারেন। ছবি সৌজন্যে- GettyImages

5 / 6
অন্যান্য সময়ের তুলনায় শীত কাশ্মীর আপনাকে আরেকটি অ্যাডভেঞ্চারমূলক কাজ করা অভিজ্ঞতা দেয়। তা হল স্কিং। গুলমার্গে‌ বরফের ওপর আপনি স্কিং করতে পারেন। ছবি সৌজন্যে- GettyImages

অন্যান্য সময়ের তুলনায় শীত কাশ্মীর আপনাকে আরেকটি অ্যাডভেঞ্চারমূলক কাজ করা অভিজ্ঞতা দেয়। তা হল স্কিং। গুলমার্গে‌ বরফের ওপর আপনি স্কিং করতে পারেন। ছবি সৌজন্যে- GettyImages

6 / 6
Follow Us: