Kiara-Sidharth Total Assets: কিয়ারা না সিড? কার সম্পত্তির পরিমাণ সব থেকে বেশি? জুটি এখন কত কোটির মালিক?

Wedding News: সাত পাকে বাঁধা পড়লেন কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মালহোত্রা। ঝড়ের গতিতে ভাইরাল হল তাঁদের বিয়ের প্রতিটা খবর।

| Edited By: | Updated on: Feb 09, 2023 | 11:26 AM
সেই নায়ক একজন স্টারকিড। কিয়ারার সঙ্গে একটি মাত্র ছবিতেই অভিনয় করেছিলেন তিনি। সেই ছবি হয়েছিল সেমিহিট। কেন তৈরি হয়েছিল সন্দেহ?

সেই নায়ক একজন স্টারকিড। কিয়ারার সঙ্গে একটি মাত্র ছবিতেই অভিনয় করেছিলেন তিনি। সেই ছবি হয়েছিল সেমিহিট। কেন তৈরি হয়েছিল সন্দেহ?

1 / 7
জয়সলমীরের প্রাসাদ সেজে উঠেছিল তিনদিনের এই বিয়ের আসরে। কিয়ারা আডবাণী বর্তমানে কেরিয়ারের পিকে রয়েছেন। একের পর এক প্রজেক্ট তাঁর হাতে।

জয়সলমীরের প্রাসাদ সেজে উঠেছিল তিনদিনের এই বিয়ের আসরে। কিয়ারা আডবাণী বর্তমানে কেরিয়ারের পিকে রয়েছেন। একের পর এক প্রজেক্ট তাঁর হাতে।

2 / 7
সিদ্ধার্থ মালহোত্রার মোট সম্পত্তির পরিমাম বর্তমানে ৭৫ কোটি টাকা। ২ থেকে ৩ কোটি টাকা তিনি ব্র্যান্ড অ্যাম্বাসাডরের জন্য নিয়ে থাকেন। অন্যদিকে কিয়ারার সম্পত্তির পরিমাম ২৩ কোটি টাকা।

সিদ্ধার্থ মালহোত্রার মোট সম্পত্তির পরিমাম বর্তমানে ৭৫ কোটি টাকা। ২ থেকে ৩ কোটি টাকা তিনি ব্র্যান্ড অ্যাম্বাসাডরের জন্য নিয়ে থাকেন। অন্যদিকে কিয়ারার সম্পত্তির পরিমাম ২৩ কোটি টাকা।

3 / 7
দুইয়ের মিলিয়ে একশো কোটি পার না হলেও মোট সম্পত্তির পরিমাণ দাঁড়াল ৯৮ কোটি টাকা। রয়েছে তিনটি দামী গাড়ি। সিদ্ধার্থও দুই দামী গাড়ির মালিক।

দুইয়ের মিলিয়ে একশো কোটি পার না হলেও মোট সম্পত্তির পরিমাণ দাঁড়াল ৯৮ কোটি টাকা। রয়েছে তিনটি দামী গাড়ি। সিদ্ধার্থও দুই দামী গাড়ির মালিক।

4 / 7
সাত পাকে বাঁধা পড়লেন কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মালহোত্রা। ঝড়ের গতিতে ভাইরাল হল তাঁদের বিয়ের প্রতিটা খবর। ফেব্রুয়ারী মাসের শুরু থেকেি বিয়ে ঘিরে জল্পনা ছিল তুঙ্গে।

সাত পাকে বাঁধা পড়লেন কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মালহোত্রা। ঝড়ের গতিতে ভাইরাল হল তাঁদের বিয়ের প্রতিটা খবর। ফেব্রুয়ারী মাসের শুরু থেকেি বিয়ে ঘিরে জল্পনা ছিল তুঙ্গে।

5 / 7
হলদি থেকে শুরু করে মেহেন্দি, বিয়ের যাবতীয় আপডেট সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে জায়গা করে নিয়েছিল। মঙ্গলবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় জল্পনা ছিল তুঙ্গে। একে একে বারাতের সমস্ত আয়োজনই চোখে পড়ে প্রাসাদের বাইরে।

হলদি থেকে শুরু করে মেহেন্দি, বিয়ের যাবতীয় আপডেট সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে জায়গা করে নিয়েছিল। মঙ্গলবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় জল্পনা ছিল তুঙ্গে। একে একে বারাতের সমস্ত আয়োজনই চোখে পড়ে প্রাসাদের বাইরে।

6 / 7
ভিতর থেকে একে একে বেরিয়ে আসতে থাকেন অনেকেই। বিয়ের আসর ইতি। রাত পোহালেই দিল্লির পথে রওনা দেবেন নবদম্পতি। সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবাণীর প্রথম ছবি যদিও এখনও পর্যন্ত সামনে আসেনি।

ভিতর থেকে একে একে বেরিয়ে আসতে থাকেন অনেকেই। বিয়ের আসর ইতি। রাত পোহালেই দিল্লির পথে রওনা দেবেন নবদম্পতি। সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবাণীর প্রথম ছবি যদিও এখনও পর্যন্ত সামনে আসেনি।

7 / 7
Follow Us: