কীর্তি কুলহারি। বলিউডে অন্য ধারার অভিনেত্রীদের একজন। বেছে বেছে কাজ করেন। যে সব কাজ করেন, তা দর্শকদের মনে থেকে যায়। এই মুহূর্তে লাদাখে রয়েছেন কীর্তি। ভ্রমণ তো বটেই, আরও একটি উদ্দেশ্য রয়েছে তাঁর।
লাদাখে হিমালয়ান ফিল্ম ফেস্টিভ্যাল-এর ক্লোজিং সেরিমনিতে অ্যাক্টিং ফর দ্য ক্যামেরা টপিকের উপর নিজের বক্তব্য রেখেছেন কীর্তি। সেই উদ্দেশ্যেই লাদাখে গিয়েছেন তিনি।
দীর্ঘ সময় থিয়েটার করেছেন কীর্তি। বলিউডে কাজ করতে শুরু করার পরও ভিন্ন ধারার চিত্রনাট্য বেছে নেন তিনি। সেই অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন তিনি।
কীর্তি মনে করেন, সিনেমা অত্যন্ত শক্তিশালী একটি মাধ্যম। অভিনয়ের মাধ্যমে সমাজ বদলানো যায় বলে বিশ্বাস করেন তিনি। সে কারণেই বেছে নিয়েছেন এই মাধ্যম।
কীর্তি মনে করেন, পুরুষ হোক অথবা মহিলা সকলেরই স্বর্নিভর হওয়া উচিত। তাঁর অভিনীত ছবি যদি ১০জন দর্শককেও ভাবায়, সেটাই কীর্তির কাছে বড় পাওনা।
বলিউড ইন্ডাস্ট্রির সদস্য হয়ে কীর্তি মনে করেন, লেখকদের আরও বেশি গুরুত্ব দেওয়া উচিত। যা নাকি এখনও দেওয়া হয় না। এই ব্যবস্থার প্রতিবাদ করেছেন তিনি।
গত মঙ্গলবার রাতে শেষ হয়েছে প্রথম হিমালয়ান ফিল্ম ফেস্টিভ্যাল। সেখানে অংশ নিতে পেরে খুশি কীর্তি। কাজ শেষের পরে আপাতত তিনি ছুটির মুডে।