AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tattoo Tips: শরীরের কোন কোন জায়গায় ট্যাটু করা ক্ষতিকর?

আজকাল ট্যাটু করানো একটি ফ্যাশন ট্রেন্ডে পরিণত হয়েছে। তরুণ প্রজন্ম থেকে শুরু করে প্রবীণরাও নিজেদের ব্যক্তিত্বকে বিশেষ করে তুলে ধরতে ট্যাটু করাতে পছন্দ করেন। মানুষ শরীরের অনেক অংশে ট্যাটু করে। কেউ ঘাড়ে, কেউ কোমরে আবার কেউ হাতে। কিন্তু জানেন কি, শরীরের এমন কিছু জায়গা রয়েছে, যেখানে ট্যাটু করা শুধু যন্ত্রণাদায়কই নয়, আপনার স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর প্রমাণিত হতে পারে? জেনে নিন শরীরের সেই জায়গাগুলির কথা।

| Updated on: May 15, 2025 | 8:18 PM
আজকাল ট্যাটু করানো একটি ফ্যাশন ট্রেন্ডে পরিণত হয়েছে। তরুণ প্রজন্ম থেকে শুরু করে প্রবীণরাও নিজেদের ব্যক্তিত্বকে বিশেষ করে তুলে ধরতে ট্যাটু করাতে পছন্দ করেন। কেউ নিজের পছন্দের উক্তি লেখেন, আবার কেউ নির্দিষ্ট কোনও ব্যক্তির নাম বা ছবি খোদাই করেন। ট্যাটুর মাধ্যমে মানুষ তার অনুভূতি প্রকাশ করে। (Pic Credit - Freepik)

আজকাল ট্যাটু করানো একটি ফ্যাশন ট্রেন্ডে পরিণত হয়েছে। তরুণ প্রজন্ম থেকে শুরু করে প্রবীণরাও নিজেদের ব্যক্তিত্বকে বিশেষ করে তুলে ধরতে ট্যাটু করাতে পছন্দ করেন। কেউ নিজের পছন্দের উক্তি লেখেন, আবার কেউ নির্দিষ্ট কোনও ব্যক্তির নাম বা ছবি খোদাই করেন। ট্যাটুর মাধ্যমে মানুষ তার অনুভূতি প্রকাশ করে। (Pic Credit - Freepik)

1 / 8
নিজের শরীরকে শিল্পকর্মের মতো উপস্থাপিত করে। মানুষ শরীরের অনেক অংশে ট্যাটু করে। কেউ ঘাড়ে, কেউ কোমরে আবার কেউ হাতে। কিন্তু জানেন কি, শরীরের এমন কিছু জায়গা রয়েছে, যেখানে ট্যাটু করা শুধু যন্ত্রণাদায়কই নয়, আপনার স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর প্রমাণিত হতে পারে?  (Pic Credit - Freepik)

নিজের শরীরকে শিল্পকর্মের মতো উপস্থাপিত করে। মানুষ শরীরের অনেক অংশে ট্যাটু করে। কেউ ঘাড়ে, কেউ কোমরে আবার কেউ হাতে। কিন্তু জানেন কি, শরীরের এমন কিছু জায়গা রয়েছে, যেখানে ট্যাটু করা শুধু যন্ত্রণাদায়কই নয়, আপনার স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর প্রমাণিত হতে পারে? (Pic Credit - Freepik)

2 / 8
ট্যাটু করানোর আগে, শরীরের কোন জায়গাগুলি সংবেদনশীল এবং বিপজ্জনক বলে মনে করা হচ্ছে, তা জানা খুব গুরুত্বপূর্ণ। ভুল জায়গায় ট্যাটু করালে স্নায়ুর ক্ষতি, সংক্রমণ বা ত্বকের অ্যালার্জির মতো গুরুতর সমস্যা দেখা দিতে পারে। তাই জেনে নেওয়া যাক, শরীরের এমন ৫ টি জায়গা, যেখানে ভুলেও ট্যাটু করবেন না। (Pic Credit - Freepik)

ট্যাটু করানোর আগে, শরীরের কোন জায়গাগুলি সংবেদনশীল এবং বিপজ্জনক বলে মনে করা হচ্ছে, তা জানা খুব গুরুত্বপূর্ণ। ভুল জায়গায় ট্যাটু করালে স্নায়ুর ক্ষতি, সংক্রমণ বা ত্বকের অ্যালার্জির মতো গুরুতর সমস্যা দেখা দিতে পারে। তাই জেনে নেওয়া যাক, শরীরের এমন ৫ টি জায়গা, যেখানে ভুলেও ট্যাটু করবেন না। (Pic Credit - Freepik)

3 / 8
হাতে ট্যাটু - আমাদের দৈনন্দিন কাজকর্মে হাত সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। হাতের ত্বক পাতলা হয়। ঘন ঘন হাত ধোওয়া, রোদ লাগা ও ঘষার কারণে ট্যাটু দ্রুত ফ্যাকাশে হতে শুরু করে। এ ছাড়া হাতে ট্যাটু আঁকানো খুবই যন্ত্রণাদায়ক কারণ সেখানকার হাড়গুলো ত্বকের খুব কাছাকাছি থাকে। (Pic Credit - Freepik)

হাতে ট্যাটু - আমাদের দৈনন্দিন কাজকর্মে হাত সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। হাতের ত্বক পাতলা হয়। ঘন ঘন হাত ধোওয়া, রোদ লাগা ও ঘষার কারণে ট্যাটু দ্রুত ফ্যাকাশে হতে শুরু করে। এ ছাড়া হাতে ট্যাটু আঁকানো খুবই যন্ত্রণাদায়ক কারণ সেখানকার হাড়গুলো ত্বকের খুব কাছাকাছি থাকে। (Pic Credit - Freepik)

4 / 8
বাইসেপের নিচের অংশ ও বগল - এই অংশটিকে শরীরের সবচেয়ে স্পর্শকাতর অংশ হিসেবে বিবেচনা করা হয়। ট্যাটু করার সময় এখানে প্রচুর ব্যথা হতে পারে। এছাড়াও বগলে অতিরিক্ত ঘাম হয়, যা দ্রুত ট্যাটু নষ্ট করে দিতে পারে। এই অংশের ত্বকে ইনফেকশন হওয়ার সম্ভাবনাও বেশি। (Pic Credit - Freepik)

বাইসেপের নিচের অংশ ও বগল - এই অংশটিকে শরীরের সবচেয়ে স্পর্শকাতর অংশ হিসেবে বিবেচনা করা হয়। ট্যাটু করার সময় এখানে প্রচুর ব্যথা হতে পারে। এছাড়াও বগলে অতিরিক্ত ঘাম হয়, যা দ্রুত ট্যাটু নষ্ট করে দিতে পারে। এই অংশের ত্বকে ইনফেকশন হওয়ার সম্ভাবনাও বেশি। (Pic Credit - Freepik)

5 / 8
কনুইতে ট্যাটু - কনুইয়ের ত্বক পুরু এবং শক্ত। তবে এতে আর্দ্রতার অভাব রয়েছে। এই কারণে, ট্যাটুর কালি সঠিকভাবে এখানে বসে না এবং ঘন ঘন টাচ-আপ প্রয়োজন হয়। এ ছাড়াও ট্যাটু করার সময় কনুইতে প্রচুর ব্যথা হয় কারণ সরাসরি চামড়ার নিচে একটি হাড় থাকে। (Pic Credit - Freepik)

কনুইতে ট্যাটু - কনুইয়ের ত্বক পুরু এবং শক্ত। তবে এতে আর্দ্রতার অভাব রয়েছে। এই কারণে, ট্যাটুর কালি সঠিকভাবে এখানে বসে না এবং ঘন ঘন টাচ-আপ প্রয়োজন হয়। এ ছাড়াও ট্যাটু করার সময় কনুইতে প্রচুর ব্যথা হয় কারণ সরাসরি চামড়ার নিচে একটি হাড় থাকে। (Pic Credit - Freepik)

6 / 8
পায়ের তলা - পায়ের তলা শরীরের এমন একটি অংশ, যা সরাসরি মাটির সংস্পর্শে থাকে। এখানকার ত্বক পুরু এবং ঘাম বেশি হয়। যার ফলে কালি দ্রুত ছড়িয়ে পড়তে পারে বা ট্যাটুতে দাগ পড়তে পারে। হাঁটার কারণে এখানে ট্যাটু করালে বেশিদিন টেকে না। (Pic Credit - Freepik)

পায়ের তলা - পায়ের তলা শরীরের এমন একটি অংশ, যা সরাসরি মাটির সংস্পর্শে থাকে। এখানকার ত্বক পুরু এবং ঘাম বেশি হয়। যার ফলে কালি দ্রুত ছড়িয়ে পড়তে পারে বা ট্যাটুতে দাগ পড়তে পারে। হাঁটার কারণে এখানে ট্যাটু করালে বেশিদিন টেকে না। (Pic Credit - Freepik)

7 / 8
হাতের তালুতে ট্যাটু - একটানা পরিশ্রমের ফলে হাতের তালুর ত্বকে সব সময় ঘষা লাগতে থাকে। এবং সেখানকার ত্বক খুব দ্রুত পুনরুত্থিত হয়। যে কারণে হাতের তালুতে ট্যাটু খুব দ্রুত বিবর্ণ হয়ে পড়ে। এ ছাড়া এই অংশে ট্যাটু করলে তা খুব যন্ত্রণাদায়ক হতে পারে। সঠিক আকারে আসতেও অনেকটা সময় লেগে যায়। (Pic Credit - Freepik)

হাতের তালুতে ট্যাটু - একটানা পরিশ্রমের ফলে হাতের তালুর ত্বকে সব সময় ঘষা লাগতে থাকে। এবং সেখানকার ত্বক খুব দ্রুত পুনরুত্থিত হয়। যে কারণে হাতের তালুতে ট্যাটু খুব দ্রুত বিবর্ণ হয়ে পড়ে। এ ছাড়া এই অংশে ট্যাটু করলে তা খুব যন্ত্রণাদায়ক হতে পারে। সঠিক আকারে আসতেও অনেকটা সময় লেগে যায়। (Pic Credit - Freepik)

8 / 8
Follow Us: