Makeup Tips: বৃষ্টির দিনে মেকআপ ধুয়ে যাওয়ার ভয়? কাজে লাগান এই ৫ টোটকা

বৃষ্টির দিনে মেকআপ করে বাইরে বেরোতে একটু সমস্যা হয় সকলেরই। বৃষ্টির জলে মেকআপ ধুয়ে যাওয়ার সম্ভাবনা তো রয়েছেই। কিন্তু যেহেতু এখন আর্দ্রতার পরিমাণ বেশি তাই ঘামও হচ্ছে। এই পরিস্থিতিতে কীভাবে দীর্ঘক্ষণ রূপটান ধরে রাখবেন।

| Edited By: | Updated on: Jul 18, 2022 | 8:38 AM
বৃষ্টির দিনে মেকআপ করে বাইরে বেরোতে একটু সমস্যা হয় সকলেরই। বৃষ্টির জলে মেকআপ ধুয়ে যাওয়ার সম্ভাবনা তো রয়েছেই। কিন্তু যেহেতু এখন আর্দ্রতার পরিমাণ বেশি তাই ঘামও হচ্ছে। এই পরিস্থিতিতে কীভাবে দীর্ঘক্ষণ রূপটান ধরে রাখবেন।

বৃষ্টির দিনে মেকআপ করে বাইরে বেরোতে একটু সমস্যা হয় সকলেরই। বৃষ্টির জলে মেকআপ ধুয়ে যাওয়ার সম্ভাবনা তো রয়েছেই। কিন্তু যেহেতু এখন আর্দ্রতার পরিমাণ বেশি তাই ঘামও হচ্ছে। এই পরিস্থিতিতে কীভাবে দীর্ঘক্ষণ রূপটান ধরে রাখবেন।

1 / 6
মেকআপ করার আগে ত্বকের পরিচর্চা বিশেষ জরুরি। এই সময় এমন একটি ময়েশ্চারাইজার বেছে নিন যা আপনার ত্বককে হাইড্রেটেড রাখবে এবং সহজে তৈলাক্ত হতে দেবে না। এর জন্য আপনি অয়েল-ফ্রি ময়েশ্চারাইজার বেছে নিন।

মেকআপ করার আগে ত্বকের পরিচর্চা বিশেষ জরুরি। এই সময় এমন একটি ময়েশ্চারাইজার বেছে নিন যা আপনার ত্বককে হাইড্রেটেড রাখবে এবং সহজে তৈলাক্ত হতে দেবে না। এর জন্য আপনি অয়েল-ফ্রি ময়েশ্চারাইজার বেছে নিন।

2 / 6
এই সময়ে পরিবেশে যেহেতু আর্দ্রতার পরিমাণ অনেক বেশি তাই রূপটানকে দীর্ঘস্থায়ী করতে প্রাইমার ব্যবহার করুন। ময়েশ্চারাইজারের পর মুখে প্রাইমার ব্যবহার করুন। এটি আপনার মেকআপকে ধরে রাখতে সাহায্য করবে।

এই সময়ে পরিবেশে যেহেতু আর্দ্রতার পরিমাণ অনেক বেশি তাই রূপটানকে দীর্ঘস্থায়ী করতে প্রাইমার ব্যবহার করুন। ময়েশ্চারাইজারের পর মুখে প্রাইমার ব্যবহার করুন। এটি আপনার মেকআপকে ধরে রাখতে সাহায্য করবে।

3 / 6
বৃষ্টির দিনে ওয়াটার প্রুফ মেকআপ পণ্য ব্যবহার করুন। বিশেষত ফাউন্ডেশন, কাজলের মতো পণ্যগুলো ওয়াটার প্রুফ ব্যবহার করুন। প্রয়োজনে মাস্কারা, ফেসপাউডার, লিপস্টিকও আপনি ওয়াটার প্রুফ ব্যবহার করতে পারেন।

বৃষ্টির দিনে ওয়াটার প্রুফ মেকআপ পণ্য ব্যবহার করুন। বিশেষত ফাউন্ডেশন, কাজলের মতো পণ্যগুলো ওয়াটার প্রুফ ব্যবহার করুন। প্রয়োজনে মাস্কারা, ফেসপাউডার, লিপস্টিকও আপনি ওয়াটার প্রুফ ব্যবহার করতে পারেন।

4 / 6
ওয়াটার প্রুফ মেকআপ কীভাবে বেছে নেবেন এটা নিয়েও অনেকের মনে সংশয় থাকে। আপনার সমস্যার সমাধান হল পাউডার বেসড মেকআপ পণ্য। পাউডার বেসড মেকআপ পণ্য ব্যবহার করুন। এতে চট করে মেকআপ উঠে যাবে না।

ওয়াটার প্রুফ মেকআপ কীভাবে বেছে নেবেন এটা নিয়েও অনেকের মনে সংশয় থাকে। আপনার সমস্যার সমাধান হল পাউডার বেসড মেকআপ পণ্য। পাউডার বেসড মেকআপ পণ্য ব্যবহার করুন। এতে চট করে মেকআপ উঠে যাবে না।

5 / 6
মেকআপ শেষে ৬ ইঞ্চি দূর থেকে মেকআপ ফিক্সার স্প্রে ব্যবহার করুন। এই স্প্রে আপনার রূপটানকে দীর্ঘস্থায়ী করতে সাহায্য করবে। এখন বাজারে একাধিক মেকআপ ফিক্সার স্প্রে পাওয়া যায়। পছন্দমতো বেছে নিন যে কোনও একটি।

মেকআপ শেষে ৬ ইঞ্চি দূর থেকে মেকআপ ফিক্সার স্প্রে ব্যবহার করুন। এই স্প্রে আপনার রূপটানকে দীর্ঘস্থায়ী করতে সাহায্য করবে। এখন বাজারে একাধিক মেকআপ ফিক্সার স্প্রে পাওয়া যায়। পছন্দমতো বেছে নিন যে কোনও একটি।

6 / 6
Follow Us: