Satish Kaushik: পর্দায় সকলকে হাসালেও সতীশকে পেতে হয় সন্তান হারানোর অসহনীয় যন্ত্রণা

Satish Kaushik: খবরটা হঠাৎ করেই এসেছিল আজ অর্থাৎ বৃহস্পতিবার সকালে। চমকে গিয়েছিল গোটা বলিউড। চোখে জল জমেছিল সকলেরই। জানেন কি তাঁর জীবনের গল্প? একাধারে প্রযোজক থেকে পরিচালক, চিত্রনাট্যকার... হাসিখুশি এই মানুষটার জীবনে কষ্টও কিছু কম ছিল না।

| Edited By: | Updated on: Mar 09, 2023 | 2:57 PM
খবরটা হঠাৎ করেই এসেছিল আজ অর্থাৎ বৃহস্পতিবার সকালে। চমকে গিয়েছিল গোটা বলিউড। চোখে জল জমেছিল সকলেরই। জানেন কি তাঁর জীবনের গল্প? একাধারে প্রযোজক থেকে পরিচালক, চিত্রনাট্যকার... হাসিখুশি এই মানুষটার জীবনে কষ্টও কিছু কম ছিল না।

খবরটা হঠাৎ করেই এসেছিল আজ অর্থাৎ বৃহস্পতিবার সকালে। চমকে গিয়েছিল গোটা বলিউড। চোখে জল জমেছিল সকলেরই। জানেন কি তাঁর জীবনের গল্প? একাধারে প্রযোজক থেকে পরিচালক, চিত্রনাট্যকার... হাসিখুশি এই মানুষটার জীবনে কষ্টও কিছু কম ছিল না।

1 / 8
দিল্লির কিরোরি মাল কলেজ থেকে পড়াশোনা করে সতীশ যুক্ত হন থিয়েটারের সঙ্গে। সেখান থেকে তিনি পড়তে যান ন্যাশানাল স্কুল অব ড্রামাতে।

দিল্লির কিরোরি মাল কলেজ থেকে পড়াশোনা করে সতীশ যুক্ত হন থিয়েটারের সঙ্গে। সেখান থেকে তিনি পড়তে যান ন্যাশানাল স্কুল অব ড্রামাতে।

2 / 8
এরপর ১৯৮৩ সালে শেখর কাপুরের ছবি 'মাসুম'-এ তিনি কাজ করেন সহ পরিচালক হিসেবে। আর অনীল কাপুর আর শ্রীদেবী অভিনীত আইকনিক ছবি 'মিস্টার ইন্ডিয়া'? সেখানে তাঁর অভিনীত সেই ক্যালেন্ডার চরিত্রটি মনে আছে? জানেন কি, ওই চরিত্রটির স্রষ্টাও ছিলেন তিনি।

এরপর ১৯৮৩ সালে শেখর কাপুরের ছবি 'মাসুম'-এ তিনি কাজ করেন সহ পরিচালক হিসেবে। আর অনীল কাপুর আর শ্রীদেবী অভিনীত আইকনিক ছবি 'মিস্টার ইন্ডিয়া'? সেখানে তাঁর অভিনীত সেই ক্যালেন্ডার চরিত্রটি মনে আছে? জানেন কি, ওই চরিত্রটির স্রষ্টাও ছিলেন তিনি।

3 / 8
কাজ করেছেন হলিউড ছবিতেও। পরিচালক সারা গ্যাভরনের ছবি 'দ্য ওয়েস্ট'-এ ছকভাঙা কাজ করতে দেখা গিয়েছিল ২০০৭ সালে। এক মধ্যবয়সের পুরুষের অল্পবয়সী স্ত্রী, তাঁর কষ্ট-- এই নিয়েই ছিল ছবিটি।

কাজ করেছেন হলিউড ছবিতেও। পরিচালক সারা গ্যাভরনের ছবি 'দ্য ওয়েস্ট'-এ ছকভাঙা কাজ করতে দেখা গিয়েছিল ২০০৭ সালে। এক মধ্যবয়সের পুরুষের অল্পবয়সী স্ত্রী, তাঁর কষ্ট-- এই নিয়েই ছিল ছবিটি।

4 / 8
১৯৯৩ সালে সবচেয়ে দামি ছবি 'রূপ কি রানি, চোরো কা রাজা' ওই ছবিরও তিনি ছিলেন সহ পরিচালক। আর সলমন খানের 'তেরে নাম'? ওই ছবির পরিচালকও যে ছিলেন তিনিই।

১৯৯৩ সালে সবচেয়ে দামি ছবি 'রূপ কি রানি, চোরো কা রাজা' ওই ছবিরও তিনি ছিলেন সহ পরিচালক। আর সলমন খানের 'তেরে নাম'? ওই ছবির পরিচালকও যে ছিলেন তিনিই।

5 / 8
তবে জীবন সব সময় তাঁর জন্য সোজাপথে চলেনি। ১৯৯৬ সালে তিনি হারান তাঁর ছেলেকে। ছেলের তখন মাত্র দু'বছর বয়স। যদিও ২০১২ সালে সারোগেসির মাধ্যমে আবারও সন্তান সুখের অধিকারী হন তিনি। ঘরে আসে লক্ষ্মী।

তবে জীবন সব সময় তাঁর জন্য সোজাপথে চলেনি। ১৯৯৬ সালে তিনি হারান তাঁর ছেলেকে। ছেলের তখন মাত্র দু'বছর বয়স। যদিও ২০১২ সালে সারোগেসির মাধ্যমে আবারও সন্তান সুখের অধিকারী হন তিনি। ঘরে আসে লক্ষ্মী।

6 / 8
৮০০ টাকা নিয়ে মুম্বইয়ে এক বুক স্বপ্ন নিয়ে আসা সতীশও পান পরিচিতি। শুধু কমেডিই নয়, নানা চরিত্রে কাজ করতেও দেখা যেতে থাকে তাঁকে।

৮০০ টাকা নিয়ে মুম্বইয়ে এক বুক স্বপ্ন নিয়ে আসা সতীশও পান পরিচিতি। শুধু কমেডিই নয়, নানা চরিত্রে কাজ করতেও দেখা যেতে থাকে তাঁকে।

7 / 8
তবে হঠাৎ করেই এই দুঃসংবাদ। এখন ট্রমা কাটেনি বলিউডের। চারিদিকে একটাই প্রশ্ন, "কেন?"

তবে হঠাৎ করেই এই দুঃসংবাদ। এখন ট্রমা কাটেনি বলিউডের। চারিদিকে একটাই প্রশ্ন, "কেন?"

8 / 8
Follow Us:
ইজরায়েল যেন রাফায় অভিযান চালিয়ে বিপর্যয় না ডেকে আনে!
ইজরায়েল যেন রাফায় অভিযান চালিয়ে বিপর্যয় না ডেকে আনে!
বাংলার সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার কিরণ দত্তের রচনাকে নিয়ে এ কী মন্তব্য!
বাংলার সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার কিরণ দত্তের রচনাকে নিয়ে এ কী মন্তব্য!
কেন এ রাজ্যে ঘাঁটি গাড়ে জঙ্গিরা?
কেন এ রাজ্যে ঘাঁটি গাড়ে জঙ্গিরা?
দুনিয়ার সবচেয়ে দামী নির্বাচন, কত খরচ ভোটের বিরিয়ানিতে?
দুনিয়ার সবচেয়ে দামী নির্বাচন, কত খরচ ভোটের বিরিয়ানিতে?
প্রখর রোদে প্রসেনজিতের ব্যাপারে কী বললেন ঋতুপর্ণা?
প্রখর রোদে প্রসেনজিতের ব্যাপারে কী বললেন ঋতুপর্ণা?
মহা ফ্যাসাদে ইমন চক্রবর্তী, পাপ যে বেড়েই চলেছে তাঁর!
মহা ফ্যাসাদে ইমন চক্রবর্তী, পাপ যে বেড়েই চলেছে তাঁর!
বাবা নাকি মা কার মতো দেখতে বিরাট-অনুষ্কার ছেলেকে? প্রত্যক্ষদর্শী জানাচ
বাবা নাকি মা কার মতো দেখতে বিরাট-অনুষ্কার ছেলেকে? প্রত্যক্ষদর্শী জানাচ
ইজরায়েলের টার্গেটে ইরানের পরমাণু কেন্দ্র
ইজরায়েলের টার্গেটে ইরানের পরমাণু কেন্দ্র
১৯৫২ থেকে ২০২৪, গণতন্ত্রের নানা চড়াই-উতরাই, নির্বাচনের নানা অজানা গল্প
১৯৫২ থেকে ২০২৪, গণতন্ত্রের নানা চড়াই-উতরাই, নির্বাচনের নানা অজানা গল্প
পরমাণু কর্মসূচি বন্ধ করার বিবৃতি এনেছিল চিন, আর নিজেরাই তা অমান্য করছে
পরমাণু কর্মসূচি বন্ধ করার বিবৃতি এনেছিল চিন, আর নিজেরাই তা অমান্য করছে