Karan Johar Controversy: আত্মহত্যা করতে চেয়েছিলেন করণ জোহর, বাঁচান অম্বানি! বিস্ফোরক দাবি অভিনেতার

Karan Johar: করণ জোহরকে নিয়ে বিস্ফোরক দাবি বলিউড অভিনেতার। পরিচালক নাকি আত্মহত্যা করতে গিয়েছিলেন নিজের বাড়িতে! মুকেশ অম্বানী না থাকলে নাকি হতে পারত বড়সড় বিপর্যয়! এমনটাই দাবি সেই অভিনেতার।

| Edited By: | Updated on: Dec 04, 2022 | 3:10 PM
করণ জোহরকে নিয়ে বিস্ফোরক দাবি বলিউড অভিনেতার। পরিচালক নাকি আত্মহত্যা করতে গিয়েছিলেন নিজের বাড়িতে! মুকেশ অম্বানী না থাকলে নাকি হতে পারত বড়সড় বিপর্যয়! এমনটাই দাবি সেই অভিনেতার।

করণ জোহরকে নিয়ে বিস্ফোরক দাবি বলিউড অভিনেতার। পরিচালক নাকি আত্মহত্যা করতে গিয়েছিলেন নিজের বাড়িতে! মুকেশ অম্বানী না থাকলে নাকি হতে পারত বড়সড় বিপর্যয়! এমনটাই দাবি সেই অভিনেতার।

1 / 6
কে সেই অভিনেতা? তিনি বলিউডের স্বঘোষিত সমালোচক কেআরকে। এক টুইটে তিনি দাবি করেন 'ব্রহ্মাস্ত্র' ফ্লপ হওয়ায় নাকি মানসিক ভাবে পুরোপুরি ভেঙে পড়েন করণ। হয়ে যান সর্বস্বান্ত।

কে সেই অভিনেতা? তিনি বলিউডের স্বঘোষিত সমালোচক কেআরকে। এক টুইটে তিনি দাবি করেন 'ব্রহ্মাস্ত্র' ফ্লপ হওয়ায় নাকি মানসিক ভাবে পুরোপুরি ভেঙে পড়েন করণ। হয়ে যান সর্বস্বান্ত।

2 / 6
কেআরকে লেখেন, "সূত্র মারফৎ জানা গিয়েছে, করণ জোহর তাঁর বাড়িতে আত্মহত্যা করতে গিয়েছিল। কারণ 'ব্রহ্মাস্ত্র' ছবি করতে গিয়ে তাঁর অনেক টাকার লোকশান হয়ে গিয়েছে। এরপর মুকেশ অম্বানী তাঁকে ৩০০ কোটি টাকা ধার হিসেবে দিয়েছে।"

কেআরকে লেখেন, "সূত্র মারফৎ জানা গিয়েছে, করণ জোহর তাঁর বাড়িতে আত্মহত্যা করতে গিয়েছিল। কারণ 'ব্রহ্মাস্ত্র' ছবি করতে গিয়ে তাঁর অনেক টাকার লোকশান হয়ে গিয়েছে। এরপর মুকেশ অম্বানী তাঁকে ৩০০ কোটি টাকা ধার হিসেবে দিয়েছে।"

3 / 6
এখানেই না থেমে কেআরকে আরও লেখেন, "প্রশ্ন হচ্ছে, করণ কেন তা সবাইকে জানাচ্ছে না? কেন জানাচ্ছে না আজ তাঁর হাতে একটিও পয়সা নেই! তিনি নিঃস্ব হয়ে গিয়েছেন?"

এখানেই না থেমে কেআরকে আরও লেখেন, "প্রশ্ন হচ্ছে, করণ কেন তা সবাইকে জানাচ্ছে না? কেন জানাচ্ছে না আজ তাঁর হাতে একটিও পয়সা নেই! তিনি নিঃস্ব হয়ে গিয়েছেন?"

4 / 6
কেআরকে এই দাবি করলেও করণ জোহর ও তাঁর টিম জানিয়েছিলেন সারা বিশ্বে ওই ছবিটি সুপারহিট হয়েছিল। প্রায় ৪০০ কোটি টাকার মতো নাকি ব্যবসা করেছে ওই ছবি। তাই কেআরকে-র 'সূত্র' আদপে কতটা সত্যি তা নিয়ে প্রশ্ন উঠছেই।

কেআরকে এই দাবি করলেও করণ জোহর ও তাঁর টিম জানিয়েছিলেন সারা বিশ্বে ওই ছবিটি সুপারহিট হয়েছিল। প্রায় ৪০০ কোটি টাকার মতো নাকি ব্যবসা করেছে ওই ছবি। তাই কেআরকে-র 'সূত্র' আদপে কতটা সত্যি তা নিয়ে প্রশ্ন উঠছেই।

5 / 6
এ বছরের সেপ্টেম্বরেই মুক্তি পায় 'ব্রহ্মাস্ত্র'। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন আলিয়া ভাট ও রণবীর কাপুর। কেমিও চরিত্রে দেখা গিয়েছিল শাহরুখ খানকেও। দেখা গিয়েছিল নাগার্জুন ও মৌনি রায়কেও। পরিচালক ছিলেন অয়ন মুখোপাধ্যায়। প্রযোজক করণ জোহর।

এ বছরের সেপ্টেম্বরেই মুক্তি পায় 'ব্রহ্মাস্ত্র'। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন আলিয়া ভাট ও রণবীর কাপুর। কেমিও চরিত্রে দেখা গিয়েছিল শাহরুখ খানকেও। দেখা গিয়েছিল নাগার্জুন ও মৌনি রায়কেও। পরিচালক ছিলেন অয়ন মুখোপাধ্যায়। প্রযোজক করণ জোহর।

6 / 6
Follow Us:
ইজরায়েল যেন রাফায় অভিযান চালিয়ে বিপর্যয় না ডেকে আনে!
ইজরায়েল যেন রাফায় অভিযান চালিয়ে বিপর্যয় না ডেকে আনে!
বাংলার সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার কিরণ দত্তের রচনাকে নিয়ে এ কী মন্তব্য!
বাংলার সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার কিরণ দত্তের রচনাকে নিয়ে এ কী মন্তব্য!
কেন এ রাজ্যে ঘাঁটি গাড়ে জঙ্গিরা?
কেন এ রাজ্যে ঘাঁটি গাড়ে জঙ্গিরা?
দুনিয়ার সবচেয়ে দামী নির্বাচন, কত খরচ ভোটের বিরিয়ানিতে?
দুনিয়ার সবচেয়ে দামী নির্বাচন, কত খরচ ভোটের বিরিয়ানিতে?
প্রখর রোদে প্রসেনজিতের ব্যাপারে কী বললেন ঋতুপর্ণা?
প্রখর রোদে প্রসেনজিতের ব্যাপারে কী বললেন ঋতুপর্ণা?
মহা ফ্যাসাদে ইমন চক্রবর্তী, পাপ যে বেড়েই চলেছে তাঁর!
মহা ফ্যাসাদে ইমন চক্রবর্তী, পাপ যে বেড়েই চলেছে তাঁর!
বাবা নাকি মা কার মতো দেখতে বিরাট-অনুষ্কার ছেলেকে? প্রত্যক্ষদর্শী জানাচ
বাবা নাকি মা কার মতো দেখতে বিরাট-অনুষ্কার ছেলেকে? প্রত্যক্ষদর্শী জানাচ
ইজরায়েলের টার্গেটে ইরানের পরমাণু কেন্দ্র
ইজরায়েলের টার্গেটে ইরানের পরমাণু কেন্দ্র
১৯৫২ থেকে ২০২৪, গণতন্ত্রের নানা চড়াই-উতরাই, নির্বাচনের নানা অজানা গল্প
১৯৫২ থেকে ২০২৪, গণতন্ত্রের নানা চড়াই-উতরাই, নির্বাচনের নানা অজানা গল্প
পরমাণু কর্মসূচি বন্ধ করার বিবৃতি এনেছিল চিন, আর নিজেরাই তা অমান্য করছে
পরমাণু কর্মসূচি বন্ধ করার বিবৃতি এনেছিল চিন, আর নিজেরাই তা অমান্য করছে