AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Deepika Padukone: আমির খানের ছবির প্রিমিয়ারে এই অবস্থা কেন? দীপিকার চুল নিয়ে শুরু তীব্র ট্রোলিং

Deepika Padukone: কপাল খারাপ দীপিকা পাড়ুকোনের। পোশাক নয় বরং চুলের জন্য তীব্র ট্রোল্ড হতে হল তাঁকে।

| Edited By: | Updated on: Aug 11, 2022 | 11:57 PM
Share
মুক্তি পেয়েছে আমির খানের ছবি 'লাল সিং চাড্ডা'। ওই ছবির জন্য এক আগাম প্রিমিয়ারের ব্যবস্থা করেছিলেন আমির। যে প্রিমিয়ার ছিল তারকাখোচিত। হাজির হয়েছিলেন বলিউডের সব এ-লিস্টারেরা। তবে এরই মধ্যে কপাল খারাপ দীপিকা পাড়ুকোনের। পোশাক নয় বরং চুলের জন্য তীব্র ট্রোল্ড হতে হল তাঁকে।

মুক্তি পেয়েছে আমির খানের ছবি 'লাল সিং চাড্ডা'। ওই ছবির জন্য এক আগাম প্রিমিয়ারের ব্যবস্থা করেছিলেন আমির। যে প্রিমিয়ার ছিল তারকাখোচিত। হাজির হয়েছিলেন বলিউডের সব এ-লিস্টারেরা। তবে এরই মধ্যে কপাল খারাপ দীপিকা পাড়ুকোনের। পোশাক নয় বরং চুলের জন্য তীব্র ট্রোল্ড হতে হল তাঁকে।

1 / 5
স্বামী রণবীরের সঙ্গে প্রিমিয়ারে হাজির হয়েছিলেন দীপিকা। পরেছিল কো-অরড সেট। সঙ্গে মানানসই ছিল মেকআপ। অন্যদিকে রণবীর নিজেকে মুড়েছিলেন কালো পোশাকে।

স্বামী রণবীরের সঙ্গে প্রিমিয়ারে হাজির হয়েছিলেন দীপিকা। পরেছিল কো-অরড সেট। সঙ্গে মানানসই ছিল মেকআপ। অন্যদিকে রণবীর নিজেকে মুড়েছিলেন কালো পোশাকে।

2 / 5
তবে এরই মধ্যে দীপিকার চুলের দিকে নজর পড়তেই রে-রে করে উঠল নেটদুনিয়া। তাঁদের দাবি দীপিকা নাকি চুল আঁচড়াতেই ভুলে গিয়েছেন। চুল এলোমেলো, অবিন্যস্ত।

তবে এরই মধ্যে দীপিকার চুলের দিকে নজর পড়তেই রে-রে করে উঠল নেটদুনিয়া। তাঁদের দাবি দীপিকা নাকি চুল আঁচড়াতেই ভুলে গিয়েছেন। চুল এলোমেলো, অবিন্যস্ত।

3 / 5
তবে অনেকের মতে হালফিলে এটাই স্টাইল। এরকম 'মেসি লুক'ই নাকি ভীষণভাবে ট্রেন্ডিং। দীপিকা ফ্যাশন বোঝেন আর সে কারণেই এই লুকে এসেছেন প্রিমিয়ারে।

তবে অনেকের মতে হালফিলে এটাই স্টাইল। এরকম 'মেসি লুক'ই নাকি ভীষণভাবে ট্রেন্ডিং। দীপিকা ফ্যাশন বোঝেন আর সে কারণেই এই লুকে এসেছেন প্রিমিয়ারে।

4 / 5
বলিউডে পাওয়ার কাপল রণবীর-দীপিকা। প্রণয় পর্ব থেকে শুরু করে বিয়ে-- এই জুটির কেমিস্ট্রি দিন দিন বেড়েই চলেছে। মাদক কাণ্ডে এনসিবির দীপিকাকে তলব থেকে শুরু সাম্প্রতিক সময়ে রণবীরের নগ্ন ফটোশুট-- দুজনে মিলেই বিতর্ককে সামলান তাঁরা। থাকেন একে অপরের পাশে।

বলিউডে পাওয়ার কাপল রণবীর-দীপিকা। প্রণয় পর্ব থেকে শুরু করে বিয়ে-- এই জুটির কেমিস্ট্রি দিন দিন বেড়েই চলেছে। মাদক কাণ্ডে এনসিবির দীপিকাকে তলব থেকে শুরু সাম্প্রতিক সময়ে রণবীরের নগ্ন ফটোশুট-- দুজনে মিলেই বিতর্ককে সামলান তাঁরা। থাকেন একে অপরের পাশে।

5 / 5