Goddess Lakshmi: এই ৫ জিনিস খুব প্রিয়, পুজোর সময় নিবেদন করলে তুষ্ট হয়ে বর দেন দেবী লক্ষ্মী

Puja Rules and Remedies: বাঙালি হিন্দুরা প্রতি বৃহস্পতিবার লক্ষ্মীকে বিশেষ আচার মেনে পুজো করে থাকেন। বাড়ির সব মহিলারাই বৃহস্পতিবারে লক্ষ্মীব্রত ও পুজো করে পরিবারে সুখ-সমৃদ্ধি ও মঙ্গলকামনা করে থাকেন।

| Edited By: | Updated on: Sep 29, 2023 | 2:04 PM
বাঙালি হিন্দুরা প্রতি বৃহস্পতিবার লক্ষ্মীকে বিশেষ আচার মেনে পুজো করে থাকেন। বাড়ির সব মহিলারাই বৃহস্পতিবারে লক্ষ্মীব্রত ও পুজো করে পরিবারে সুখ-সমৃদ্ধি ও মঙ্গলকামনা করে থাকেন।

বাঙালি হিন্দুরা প্রতি বৃহস্পতিবার লক্ষ্মীকে বিশেষ আচার মেনে পুজো করে থাকেন। বাড়ির সব মহিলারাই বৃহস্পতিবারে লক্ষ্মীব্রত ও পুজো করে পরিবারে সুখ-সমৃদ্ধি ও মঙ্গলকামনা করে থাকেন।

1 / 8
শুধু বৃহস্পতিবার নয়, শুক্রবারেও লক্ষ্মীর আরাধনা করার রীতি রয়েছে। এদিনেও দেবী লক্ষ্মীকে উৎসর্গ করা হয়। শাস্ত্র মতে, সৌভাগ্য , সম্পদ ও সমৃদ্ধির দেবী হলেন লক্ষ্মী। এ দিনে, দেবী লক্ষ্মীর আরাধনা করে, উপবাস করে ও পূজায় তার প্রিয় জিনিসগুলি নিবেদন করলে তিনি খুব প্রসন্ন হন।

শুধু বৃহস্পতিবার নয়, শুক্রবারেও লক্ষ্মীর আরাধনা করার রীতি রয়েছে। এদিনেও দেবী লক্ষ্মীকে উৎসর্গ করা হয়। শাস্ত্র মতে, সৌভাগ্য , সম্পদ ও সমৃদ্ধির দেবী হলেন লক্ষ্মী। এ দিনে, দেবী লক্ষ্মীর আরাধনা করে, উপবাস করে ও পূজায় তার প্রিয় জিনিসগুলি নিবেদন করলে তিনি খুব প্রসন্ন হন।

2 / 8
লক্ষ্মীর পূজার সময় অবশ্যই মাখান নিবেদন করুন। পদ্ম ফুলের বীজ থেকে মাখানা তৈরি হয়। তাই এর নাম ফুল মাখানা। মা লক্ষ্মী পদ্ম ফুলের খুব পছন্দ করেন এবং তিনি পদ্ম ফুলের উপর বসেন। শুক্রবার পূজার সময় মাখনা নিবেদন করলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়।

লক্ষ্মীর পূজার সময় অবশ্যই মাখান নিবেদন করুন। পদ্ম ফুলের বীজ থেকে মাখানা তৈরি হয়। তাই এর নাম ফুল মাখানা। মা লক্ষ্মী পদ্ম ফুলের খুব পছন্দ করেন এবং তিনি পদ্ম ফুলের উপর বসেন। শুক্রবার পূজার সময় মাখনা নিবেদন করলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়।

3 / 8
পার্বতী ও সরস্বতীর সঙ্গে তিনি হলেন ত্রিদেবীর একজন অন্যতম দেবী। বিষ্ণুর পত্নী লক্ষ্মীর অপর নাম মহালক্ষ্মী। সাধারণত ছয় বিশেষ গুণের অধিকারী হলেন এই মহাদেবী। আদতে বিষ্ণু হলেন শক্তির আধার ও উত্‍স। আর মহাবিশ্বের সুরক্ষা ও সৃষ্টি করতে বিষ্ণুকে সাহায্য করেছিলেন মহালক্ষ্মী।

পার্বতী ও সরস্বতীর সঙ্গে তিনি হলেন ত্রিদেবীর একজন অন্যতম দেবী। বিষ্ণুর পত্নী লক্ষ্মীর অপর নাম মহালক্ষ্মী। সাধারণত ছয় বিশেষ গুণের অধিকারী হলেন এই মহাদেবী। আদতে বিষ্ণু হলেন শক্তির আধার ও উত্‍স। আর মহাবিশ্বের সুরক্ষা ও সৃষ্টি করতে বিষ্ণুকে সাহায্য করেছিলেন মহালক্ষ্মী।

4 / 8
কথিত আছে যে দেবী লক্ষ্মী সাদা ও শুভ্র রঙের খাবার পছন্দ করেন। তার মধ্যে ক্ষীর হল তাঁর সবচেয়ে প্রিয় খাবার। তাই শুক্রবারে দেবী লক্ষ্মীকে দুধ, কেশর ও চাল দিয়ে তৈরি ক্ষীর অর্পণ করতে পারেন। সপ্তাহের এই বিশেষ দিনে ছোট ছোট মেয়েদের ক্ষীর নিবেদন করলে মহালক্ষ্মী প্রসন্ন হন।

কথিত আছে যে দেবী লক্ষ্মী সাদা ও শুভ্র রঙের খাবার পছন্দ করেন। তার মধ্যে ক্ষীর হল তাঁর সবচেয়ে প্রিয় খাবার। তাই শুক্রবারে দেবী লক্ষ্মীকে দুধ, কেশর ও চাল দিয়ে তৈরি ক্ষীর অর্পণ করতে পারেন। সপ্তাহের এই বিশেষ দিনে ছোট ছোট মেয়েদের ক্ষীর নিবেদন করলে মহালক্ষ্মী প্রসন্ন হন।

5 / 8
শুক্রবার 'ওম শ্রী শ্রীয়ে নমঃ' এই মন্ত্র ১০৮ বার জপ করতে পারেন। এরপরে, দক্ষিণাবর্তি শঙ্খ জলে পূর্ণ করে ভগবান বিষ্ণুকে অভিষেক করুন। এই প্রতিকারেও দেবী লক্ষ্মী ভীষণ তুষ্ট হন। সন্ধ্যের সময় তুলসীর কাছে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখুন।

শুক্রবার 'ওম শ্রী শ্রীয়ে নমঃ' এই মন্ত্র ১০৮ বার জপ করতে পারেন। এরপরে, দক্ষিণাবর্তি শঙ্খ জলে পূর্ণ করে ভগবান বিষ্ণুকে অভিষেক করুন। এই প্রতিকারেও দেবী লক্ষ্মী ভীষণ তুষ্ট হন। সন্ধ্যের সময় তুলসীর কাছে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখুন।

6 / 8
মহালক্ষ্মীর কৃপা পেতে চিনির মিছরি ও বাতাসা নৈবেদ্য হিসেবে দিলে অত্যন্ত প্রসন্ন হন। কারণ এর রঙ শুভ্র। তাই শুক্রবার দেবী লক্ষ্মীকে চিনির মিছরি ও বাতাসা নিবেদন করতে পারেন।

মহালক্ষ্মীর কৃপা পেতে চিনির মিছরি ও বাতাসা নৈবেদ্য হিসেবে দিলে অত্যন্ত প্রসন্ন হন। কারণ এর রঙ শুভ্র। তাই শুক্রবার দেবী লক্ষ্মীকে চিনির মিছরি ও বাতাসা নিবেদন করতে পারেন।

7 / 8
হিন্দু ধর্মে যে কোনও শুভ কাজে বা পুজোয় নারকেলের অবদান ও ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ। নারকেলকে পুজোর জন্য খুবই শুভ বলে মনে করা হয়। এমনকি লক্ষ্মীর প্রিয় ফল হল নারকেল। একে শ্রীফলও বলা হয়ে থাকে। দেবী লক্ষ্মীর পূজার সময়, নারকেল, নারকেল থেকে তৈরি মিষ্টি, নাড়ু ইত্যাদি নিবেদন করতে পারেন। তাতে আপনার মনের মতো বর পেতে পারেন।

হিন্দু ধর্মে যে কোনও শুভ কাজে বা পুজোয় নারকেলের অবদান ও ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ। নারকেলকে পুজোর জন্য খুবই শুভ বলে মনে করা হয়। এমনকি লক্ষ্মীর প্রিয় ফল হল নারকেল। একে শ্রীফলও বলা হয়ে থাকে। দেবী লক্ষ্মীর পূজার সময়, নারকেল, নারকেল থেকে তৈরি মিষ্টি, নাড়ু ইত্যাদি নিবেদন করতে পারেন। তাতে আপনার মনের মতো বর পেতে পারেন।

8 / 8
Follow Us: