Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ear Cleaning Tips: তুলোর বাড দিয়ে কান না খুঁচিয়ে এই ৩ টোটকা পরিষ্কার করুন জমাট বাঁধা ময়লা

Clean ears without cotton buds: আজকাল বাজারে তুলোর ইয়ার বাড সব জায়গায় পাওয়া যায়। কানের ময়লা পরিষ্কার করতে এই বাডের ব্যবহারই সবচেয়ে বেশি। কিন্তু এই উপায় মারাত্মক ঝুঁকিপূর্ণ। এমনকি সেফটিপিন কিংবা দেশলাইয়ের কাঠি ব্যবহার করাও চলবে না।

| Updated on: Jul 19, 2024 | 1:38 PM
আজকাল বাজারে তুলোর ইয়ার বাড সব জায়গায় পাওয়া যায়। কানের ময়লা পরিষ্কার করতে এই বাডের ব্যবহারই সবচেয়ে বেশি। কিন্তু এই উপায় মারাত্মক ঝুঁকিপূর্ণ।

আজকাল বাজারে তুলোর ইয়ার বাড সব জায়গায় পাওয়া যায়। কানের ময়লা পরিষ্কার করতে এই বাডের ব্যবহারই সবচেয়ে বেশি। কিন্তু এই উপায় মারাত্মক ঝুঁকিপূর্ণ।

1 / 8
তুলোর ইয়ার বাড কিন্তু মোটেও নিরাপদ নয়। ইয়ার বাড ব্যবহার করলে কানের ময়লা আরও ভিতরের দিকে ঢুকে যায়। আর যদি কোনওভাবে অসাবধানতার কারণে কানের পর্দায় ঢাকা লাগে, মারাত্মক বিপদ ঘটে। 

তুলোর ইয়ার বাড কিন্তু মোটেও নিরাপদ নয়। ইয়ার বাড ব্যবহার করলে কানের ময়লা আরও ভিতরের দিকে ঢুকে যায়। আর যদি কোনওভাবে অসাবধানতার কারণে কানের পর্দায় ঢাকা লাগে, মারাত্মক বিপদ ঘটে। 

2 / 8
ইয়ার বাডে ধুলো-ময়লা থাকে। বাতাসে আর্দ্রতা বেশি হলে তুলোর বাডে ছত্রাকও জন্মায়। সেই বাড় যদি কানে ঢোকান, কানেও ছত্রাক সংক্রমণের ঝুঁকি বাড়ে। 

ইয়ার বাডে ধুলো-ময়লা থাকে। বাতাসে আর্দ্রতা বেশি হলে তুলোর বাডে ছত্রাকও জন্মায়। সেই বাড় যদি কানে ঢোকান, কানেও ছত্রাক সংক্রমণের ঝুঁকি বাড়ে। 

3 / 8
অনেকেই দেশলাইয়ের কাঠি, সেফটিপিন, সরু তার বা কাঠি দিয়েও কান খোঁচান। এই অভ্যাসও কিন্তু বিপজ্জনক। এতেও কানের পর্দায় আঘাত লাগতে পারে এবং বিপদ ঘটে যেতে পারে। 

অনেকেই দেশলাইয়ের কাঠি, সেফটিপিন, সরু তার বা কাঠি দিয়েও কান খোঁচান। এই অভ্যাসও কিন্তু বিপজ্জনক। এতেও কানের পর্দায় আঘাত লাগতে পারে এবং বিপদ ঘটে যেতে পারে। 

4 / 8
কানের ময়লা বের করতে প্রথম কাত হয়ে শুয়ে পড়ুন। পরিষ্কার সুতির কাপড় গরম জলে ভিজিয়ে কানের উপর রাখুন। গরম সেঁক দিলেও হবে। এতে কানে জমাট বাঁধা ময়লা নরম হয়ে বাইরে বেরিয়ে আসবে।

কানের ময়লা বের করতে প্রথম কাত হয়ে শুয়ে পড়ুন। পরিষ্কার সুতির কাপড় গরম জলে ভিজিয়ে কানের উপর রাখুন। গরম সেঁক দিলেও হবে। এতে কানে জমাট বাঁধা ময়লা নরম হয়ে বাইরে বেরিয়ে আসবে।

5 / 8
অনেকেরই কানে সর্ষের তেল দেওয়ার অভ্যাস রয়েছে। সর্ষের তেলের বদলে কানে দু'ফোঁটা অলিভ অয়েল দিয়ে কাত হয়ে শুয়ে পড়ুন। টান তিন দিন এই কাজ করলে ময়লা নিজে থেকে বেরিয়ে যাবে।

অনেকেরই কানে সর্ষের তেল দেওয়ার অভ্যাস রয়েছে। সর্ষের তেলের বদলে কানে দু'ফোঁটা অলিভ অয়েল দিয়ে কাত হয়ে শুয়ে পড়ুন। টান তিন দিন এই কাজ করলে ময়লা নিজে থেকে বেরিয়ে যাবে।

6 / 8
কানের ময়লা পরিষ্কার করতে নুন জলের সাহায্য নিন। ঈষদুষ্ণ জলে নুন মিশিয়ে দিন। তুলো বা কাপড়ের সাহায্যে কয়েক ফোঁটা নুন-জল কানে ঢালুন। মাথা কাত করে রাখুন। দেখবেন মিনিটের মধ্যে কান পরিস্কার হয়ে গিয়েছে।

কানের ময়লা পরিষ্কার করতে নুন জলের সাহায্য নিন। ঈষদুষ্ণ জলে নুন মিশিয়ে দিন। তুলো বা কাপড়ের সাহায্যে কয়েক ফোঁটা নুন-জল কানে ঢালুন। মাথা কাত করে রাখুন। দেখবেন মিনিটের মধ্যে কান পরিস্কার হয়ে গিয়েছে।

7 / 8
যদি ঘরোয়া টোটকায় কান থেকে ময়লা না বেরোয়, তাহলে আর কোনও ভাবে চেষ্টা করবেন না। কোনও নাক-কান-গলার চিকিৎসকের কাছে যান। ওষুধের মাধ্যমে নিরাপদ ভাবে কান থেকে ময়লা বের করুন। 

যদি ঘরোয়া টোটকায় কান থেকে ময়লা না বেরোয়, তাহলে আর কোনও ভাবে চেষ্টা করবেন না। কোনও নাক-কান-গলার চিকিৎসকের কাছে যান। ওষুধের মাধ্যমে নিরাপদ ভাবে কান থেকে ময়লা বের করুন। 

8 / 8
Follow Us: