Good Luck Plants: ঘরের সৌভাগ্য ফেরাতে হলে রাখতেই হবে এই ৫ গাছ!

Good Luck Plants: খারাপ সময় যাচ্ছে? অফিস, বাড়ি থেকে প্রেম চারিদিক থেকে নানা সমস্যায় জর্জরিত! কী কড়বেন, কী ভাবে মুক্তি পাবেন এই সমস্যা থেকে, কিছুতেই বুঝতে পারছেন না? বরং ভরসা রেখে দেখতে পারেন বাস্তু শাস্ত্র।

| Updated on: Aug 11, 2024 | 10:44 PM
খারাপ সময় যাচ্ছে? অফিস, বাড়ি থেকে প্রেম চারিদিক থেকে নানা সমস্যায় জর্জরিত! কী করবেন, কী ভাবে মুক্তি পাবেন এই সমস্যা থেকে, কিছুতেই বুঝতে পারছেন না? বরং ভরসা রেখে দেখতে পারেন বাস্তু শাস্ত্র।

খারাপ সময় যাচ্ছে? অফিস, বাড়ি থেকে প্রেম চারিদিক থেকে নানা সমস্যায় জর্জরিত! কী করবেন, কী ভাবে মুক্তি পাবেন এই সমস্যা থেকে, কিছুতেই বুঝতে পারছেন না? বরং ভরসা রেখে দেখতে পারেন বাস্তু শাস্ত্র।

1 / 8
এমন কিছু গাছ রয়েছে যা শুধু ঘর সাজাতে বা ঘরের শোভা বৃদ্ধি করতেই নয় বরং আপনাকে এনে দিতে পারে সুখ ও সমৃদ্ধিও। সেই সব গাছ ঘরে রাখলে দূরে থাকবে দুর্ভাগ্য।

এমন কিছু গাছ রয়েছে যা শুধু ঘর সাজাতে বা ঘরের শোভা বৃদ্ধি করতেই নয় বরং আপনাকে এনে দিতে পারে সুখ ও সমৃদ্ধিও। সেই সব গাছ ঘরে রাখলে দূরে থাকবে দুর্ভাগ্য।

2 / 8
ফ্ল্যাট হলেও অসুবিধা নেই। এই সব গাছ ঘরে রাখলে, একদিকে যেমন বাড়বে অন্দরসজ্জার শোভা তেমনই তা বয়ে আনবে সুখ-সমৃদ্ধিও। কোন কোন গাছ ঘরে রাখলে ফিরবে ভাগ্য।

ফ্ল্যাট হলেও অসুবিধা নেই। এই সব গাছ ঘরে রাখলে, একদিকে যেমন বাড়বে অন্দরসজ্জার শোভা তেমনই তা বয়ে আনবে সুখ-সমৃদ্ধিও। কোন কোন গাছ ঘরে রাখলে ফিরবে ভাগ্য।

3 / 8
বাস্তু শাস্ত্রে তুলসীকে পবিত্র এবং শুভ গাছ বলে গণ্য করা হয়। আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রে এই গাছের গুরুত্ব অপরিসীম। বাস্তু মতে তুলসী গাছ ঘরে সূর্যের আলো আসে, এমন জায়গায় রাখলে তা আবহাওয়াকে শুদ্ধ করে এবং সৌভাগ্য বহন করে।

বাস্তু শাস্ত্রে তুলসীকে পবিত্র এবং শুভ গাছ বলে গণ্য করা হয়। আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রে এই গাছের গুরুত্ব অপরিসীম। বাস্তু মতে তুলসী গাছ ঘরে সূর্যের আলো আসে, এমন জায়গায় রাখলে তা আবহাওয়াকে শুদ্ধ করে এবং সৌভাগ্য বহন করে।

4 / 8
ফেংশুই অনুযায়ী, জেড প্ল্যান্ট সৌভাগ্য ও ইতিবাচক শক্তির আতুঁড়ঘর। জেড বৃদ্ধি ও পুনর্জন্মের প্রতীক। এই গাছের পাতার সঙ্গে জেড পাথরের মিল পাওয়া যায়। বাড়িতে বা অফিসে রাখতে পারেন। তবে ভুলেও শৌচাগারে এই গাছ রাখবেন না।

ফেংশুই অনুযায়ী, জেড প্ল্যান্ট সৌভাগ্য ও ইতিবাচক শক্তির আতুঁড়ঘর। জেড বৃদ্ধি ও পুনর্জন্মের প্রতীক। এই গাছের পাতার সঙ্গে জেড পাথরের মিল পাওয়া যায়। বাড়িতে বা অফিসে রাখতে পারেন। তবে ভুলেও শৌচাগারে এই গাছ রাখবেন না।

5 / 8
পথোস গাছ চলতি ভাষায় মানি প্লান্ট নামে পরিচিত। বাস্তু মতে, এটি আপনার আর্থিক কষ্ট দূর করতে সাহায্য করে। এই গাছ বাড়ির আবহাওয়া পরিশুদ্ধ রাখে এবং পারিবারিক ও পেশাগত জায়গায় শান্তি বজায় রাখতেও ভূমিকা নেয় বলে মত।

পথোস গাছ চলতি ভাষায় মানি প্লান্ট নামে পরিচিত। বাস্তু মতে, এটি আপনার আর্থিক কষ্ট দূর করতে সাহায্য করে। এই গাছ বাড়ির আবহাওয়া পরিশুদ্ধ রাখে এবং পারিবারিক ও পেশাগত জায়গায় শান্তি বজায় রাখতেও ভূমিকা নেয় বলে মত।

6 / 8
বাম্বু গাছ, বাস্তু এবং ফেংশুই দুই মতেই সৌভাগ্য ও সমৃদ্ধির প্রতীক। ফেংশুই মতে, সম্পদের জন্য এই গাছের পাঁচটি ডাল, সৌভাগ্যের জন্য ছ’টি ডাল, স্বাস্থ্যের জন্য সাতটি ডালপালা প্রয়োজন। বাড়িত পূর্ব দিকে এই গাছ রাখা ভাল।

বাম্বু গাছ, বাস্তু এবং ফেংশুই দুই মতেই সৌভাগ্য ও সমৃদ্ধির প্রতীক। ফেংশুই মতে, সম্পদের জন্য এই গাছের পাঁচটি ডাল, সৌভাগ্যের জন্য ছ’টি ডাল, স্বাস্থ্যের জন্য সাতটি ডালপালা প্রয়োজন। বাড়িত পূর্ব দিকে এই গাছ রাখা ভাল।

7 / 8
ফেংশুই মতে এরিকা পাম গাছ স্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধির প্রতীক। ঘরের যে কোনও কোণায় অল্প সূর্যের আলোতেই বেড়ে উঠতে পারে এই গাছ। বাতাসে আর্দ্রতার পরিমাণ ঠিক রাখতে ও বাতাস পরিশুদ্ধ করতেও খুব উপকারী এরিকা পাম গাছ।

ফেংশুই মতে এরিকা পাম গাছ স্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধির প্রতীক। ঘরের যে কোনও কোণায় অল্প সূর্যের আলোতেই বেড়ে উঠতে পারে এই গাছ। বাতাসে আর্দ্রতার পরিমাণ ঠিক রাখতে ও বাতাস পরিশুদ্ধ করতেও খুব উপকারী এরিকা পাম গাছ।

8 / 8
Follow Us: