AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বাড়ির কোনদিকে ডাস্টবিন রেখেছেন? বাস্তুশাস্ত্র না মানলে জীবনে ঘনিয়ে আসতে পারে বড়সড় বিপদ

বাড়ি ছোট হোক বা বড়, বিভিন্ন জায়গায় নানা জিনিস যে থাকবে, তা বলার অপেক্ষা রাখে না। অনেকে বাড়ি সাজাতে পছন্দ করেন। ছোট্ট বাড়িঘরও পরিপাটি করে রাখেন। কমবেশি সকলের বাড়িতেই একটি ডাস্টবিন রাখা থাকে। সেটি কোন জায়গায় রাখছেন, তা কিন্তু বাস্তুশাস্ত্রে বেশ গুরুত্বপূর্ণ। আসলে বাস্তুশাস্ত্রে এমন নানা বিষয় উল্লেখ রয়েছে, যা মেনে চললে জীবন বদলে যায়। বাড়ির কোন জায়গায় কী রাখবেন তা বাস্তুশাস্ত্রে উল্লেখ আছে। তেমনই বাস্তুশাস্ত্রে বলা আছে যে, ঠিক কোন জায়গায় রাখা উচিত ডাস্টবিন।

| Updated on: Aug 19, 2025 | 8:24 PM
Share
বাড়ি ছোট হোক বা বড়, বিভিন্ন জায়গায় নানা জিনিস যে থাকবে, তা বলার অপেক্ষা রাখে না। অনেকে বাড়ি সাজাতে পছন্দ করেন। ছোট্ট বাড়িঘরও পরিপাটি করে রাখেন। কমবেশি সকলের বাড়িতেই একটি ডাস্টবিন রাখা থাকে। সেটি কোন জায়গায় রাখছেন, তা কিন্তু বাস্তুশাস্ত্রে বেশ গুরুত্বপূর্ণ।

বাড়ি ছোট হোক বা বড়, বিভিন্ন জায়গায় নানা জিনিস যে থাকবে, তা বলার অপেক্ষা রাখে না। অনেকে বাড়ি সাজাতে পছন্দ করেন। ছোট্ট বাড়িঘরও পরিপাটি করে রাখেন। কমবেশি সকলের বাড়িতেই একটি ডাস্টবিন রাখা থাকে। সেটি কোন জায়গায় রাখছেন, তা কিন্তু বাস্তুশাস্ত্রে বেশ গুরুত্বপূর্ণ।

1 / 8
আসলে বাস্তুশাস্ত্র মতে ডাস্টবিন সব সময় দক্ষিণ-পশ্চিম বা উত্তর-পশ্চিম দিকে রাখাই উচিত। এ ছাড়া উত্তর-পশ্চিম দিকেও বাড়িতে যে কেউ ডাস্টবিন রাখতে পারেন।

আসলে বাস্তুশাস্ত্র মতে ডাস্টবিন সব সময় দক্ষিণ-পশ্চিম বা উত্তর-পশ্চিম দিকে রাখাই উচিত। এ ছাড়া উত্তর-পশ্চিম দিকেও বাড়িতে যে কেউ ডাস্টবিন রাখতে পারেন।

2 / 8
কোনদিকে ডাস্টবিন রাখা অশুভ? বাস্তুশাস্ত্র বলছে, বাড়ির ডাস্টবিন কখনওই উত্তর-পূর্ব দিকে রাখা ঠিক নয়। কারণ ওই দিকটি আসলে ভগবানকে উৎসর্গ করা হয়। ফলে কোনও বা়ড়িতে ওই দিকে ডাস্টবিন রাখলে সে বাড়িতে থাকা ব্যক্তিদের মানসিক স্বাস্থ্যের অবনতি হতে পারে।

কোনদিকে ডাস্টবিন রাখা অশুভ? বাস্তুশাস্ত্র বলছে, বাড়ির ডাস্টবিন কখনওই উত্তর-পূর্ব দিকে রাখা ঠিক নয়। কারণ ওই দিকটি আসলে ভগবানকে উৎসর্গ করা হয়। ফলে কোনও বা়ড়িতে ওই দিকে ডাস্টবিন রাখলে সে বাড়িতে থাকা ব্যক্তিদের মানসিক স্বাস্থ্যের অবনতি হতে পারে।

3 / 8
বাস্তুশাস্ত্র বিশেষজ্ঞদের মতে, বাড়ির ডাস্টবিন দক্ষিণ-পূর্ব দিকেও রাখা একেবারেই উচিত নয়। কারণ সেদিকে ডাস্টবিন রাখলে ওই পরিবারের আর্থিক সমস্যা প্রবল হতে পারে বলে অনেকের বিশ্বাস।

বাস্তুশাস্ত্র বিশেষজ্ঞদের মতে, বাড়ির ডাস্টবিন দক্ষিণ-পূর্ব দিকেও রাখা একেবারেই উচিত নয়। কারণ সেদিকে ডাস্টবিন রাখলে ওই পরিবারের আর্থিক সমস্যা প্রবল হতে পারে বলে অনেকের বিশ্বাস।

4 / 8
কোনও ব্যক্তি নিজের বাড়ির পূর্ব ও উত্তর দিকে ডাস্টবিন যদি রাখেন, তা হলে সেই পরিবারের সদস্যরা ধীরে ধীরে অলস প্রকৃতির হয়ে পড়েন। একটা সময় এমন আসে যে তাদের কোনওককম কাজ করতে ভাল লাগে না।

কোনও ব্যক্তি নিজের বাড়ির পূর্ব ও উত্তর দিকে ডাস্টবিন যদি রাখেন, তা হলে সেই পরিবারের সদস্যরা ধীরে ধীরে অলস প্রকৃতির হয়ে পড়েন। একটা সময় এমন আসে যে তাদের কোনওককম কাজ করতে ভাল লাগে না।

5 / 8
যার বাড়ির দক্ষিণ-পূর্ব দিকে ডাস্টবিন রয়েছে, তার দ্রুত স্থান বদল প্রয়োজন। কারণ ওইদিকে যদি ডাস্টবিন রাখেন, তা হলে সঞ্চয় কমে যাওয়ার আশঙ্কা থাকে প্রবল। পাশাপাশি জমানো পুঁজিতে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করে।

যার বাড়ির দক্ষিণ-পূর্ব দিকে ডাস্টবিন রয়েছে, তার দ্রুত স্থান বদল প্রয়োজন। কারণ ওইদিকে যদি ডাস্টবিন রাখেন, তা হলে সঞ্চয় কমে যাওয়ার আশঙ্কা থাকে প্রবল। পাশাপাশি জমানো পুঁজিতে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করে।

6 / 8
বাস্তুশাস্ত্র মতে ঘরের পূর্ব এবং উত্তর দিকটিতেও ডাস্টবিন রাখা অনুচিত। এই কাজ করলে যে কোনও কাজের উন্নতিতে আটকে যায়। পদে পদে নানা বাধা ও বিপত্তির সৃষ্টি হতে পারে।

বাস্তুশাস্ত্র মতে ঘরের পূর্ব এবং উত্তর দিকটিতেও ডাস্টবিন রাখা অনুচিত। এই কাজ করলে যে কোনও কাজের উন্নতিতে আটকে যায়। পদে পদে নানা বাধা ও বিপত্তির সৃষ্টি হতে পারে।

7 / 8
বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা বাস্তুশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।

বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা বাস্তুশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।

8 / 8