বর্ষা আসতেই জেল্লা হারাচ্ছে ত্বক। হাজার কসরত করেও নিষ্প্রাণ ত্বকে উজ্জ্বলতা ফেরানো সম্ভব হচ্ছে না।
ফেসিয়াল, ফেস প্যাক, নানাবিধ প্রসাধনী ব্যবহার করেও যদি কাজ না হয়, তবে নজরটা ঘোরান হেঁশেলের দিকে।
অনেকেই হয়তো জানেন না, ত্বকের যত্নে দারুণ উপকারি ঘি। এতে উপস্থিত উপাদান ত্বকের হাজার সমস্যা মেটাতে সাহায্য করে।
বর্ষায় অনেকেরই ত্বকে শুষ্কতার সমস্যা হয়। ঘি আপনাকে এই সমস্যা থেকে মুক্তি পেতে সাহায্য করে।
ত্বকের ক্ষত সারাতেও ঘি-এর জুড়ি নেই। শরীরের কোনও অংশ কেটে গেলে সেখানে ঘি লাগালে কোনও রকম সংক্রমণের ঝুঁকি থাকে না।
রুক্ষ ঠোঁটকে সুন্দর করতেও ঘি ব্যবহার করতে পারেন। হাতে কয়েক ফোঁটা ঘি নিয়ে ঠোঁটে মালিশ করে নিলেই হবে।
ত্বকের কালো ছোপ মেটাতেও সাহায্য করে ঘি। তবে ত্বকে সরাসরি ঘি ব্যবহার না করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
তাহলে কীভাবে ব্যবহার করবেন? সামান্য বেসন ও দুধের সঙ্গে ঘি মিশিয়ে ত্বকে লাগান। উপকার পাবেন।