গরমের দিনে ত্বক ঠিক রাখা একটা চ্যালেঞ্জ। ত্বক ঠিক থাকলে মনও ভাল থাকে। গরমের দিনে অ্যালার্জি, ফুসকুড়ি এবং ত্বকের সংক্রমণ জনিত সমস্যা বাড়ে।
গরমে বাড়ির বাইরে না বেরলেও দিনে দুবার ফেসওয়াশ দিয়ে মুখ ধুতেই হবে। এছাড়াও সপ্তাহে অন্তত তিনদিন স্ক্রাবার ব্যবহার করতেই হবে।
আর তাই ত্বক ভাল রাখতে এক্ষেত্রে কাজে লাগান অ্যালোভেরা। গরমের দিনে তা খুবই ভাল কাজ করে। আজকাল যে কোনও স্কিন কেয়ার প্রোডাক্টের মধ্যেই মুখ্য উপাদান হিসেবে থাকে অ্যালোভেরা জেল
অ্যালোভেরা জেল নিয়মিত ভাবে ব্যবহার করলে জ্বালাপোড়া ভাব কম থাকে। সুপ্রাচীনকাল থেকেই অ্যালোভেরা ব্যবহার করা হয় রূপচর্চায়।
অ্যালোভেরার সঙ্গে এই কয়েকটি উপাদান মিশিয়ে নিলে ত্বক ভাল থাকবে। এর মধ্যে অন্যতম হল ভিটামিন ই। ভিটামিন ই আমাদের ত্বক ভাল রাখতে সাহায্য করে।
যদি অ্যালার্জি, ফুসকুড়ির সমস্যা থাকে তাহলে নিমপাতা বাটা, অ্যালোভেরা জেল আর ভিটামিন ই ক্যাপসুল একসঙ্গে মিশিয়ে মুখে মাখুন। মুখের কালো দাগও সহজে উঠে আসবে।
মুখে, ঘাড়ে এবং শরীরের অন্যান্য জায়গায় ভাল করে লাগান অ্যালোভেরা জেল। এর সঙ্গে মিশিয়ে নিন গ্রিন টি। ২০ মিনিট ভাল করে ম্যাসাজ করে ২০ মিনিট রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে নিন।
ব্রণ বা অ্যালার্জির কোনও সমস্য়া হলে সেখানেও অন্য ক্রিমের পরিবর্তে লাগিয়ে নিতে পারেন অ্যালোভেরা জেল। এতে ত্বকের শুষ্কভাব দূর হবে। সামান্য নিমপাতা মিশিয়ে লাগালে ব্রণও দূর হয়ে যাবে।