Coconut Oil for Under Eye: চোখের তলায় কালি? এই তেল এক ফোঁটা মাখলেই পালাবে ডার্ক সার্কেল

Skin Care Tips: নারকেল তেল ত্বককে ময়েশ্চারাইজ রাখার পাশাপাশি টানটান রাখে। আবার মেকআপ তোলার কাজেও আসে নারকেল তেল। যে কাজটা আই ক্রিমও পারে না, সেটাও কিন্তু নারকেল তেল করতে পারে।

| Updated on: Aug 06, 2024 | 12:50 PM
নারকেল তেল মানেই যে সে হেয়ার অয়েল, তা কিন্তু নয়। লম্বা ও মজবুত চুল গঠনে অবশ্যই নারকেল তেলের অবদান থাকে। তার সঙ্গে ত্বকের সমস্যাকেও দূরে রাখে এই প্রাকৃতিক তেল। 

নারকেল তেল মানেই যে সে হেয়ার অয়েল, তা কিন্তু নয়। লম্বা ও মজবুত চুল গঠনে অবশ্যই নারকেল তেলের অবদান থাকে। তার সঙ্গে ত্বকের সমস্যাকেও দূরে রাখে এই প্রাকৃতিক তেল। 

1 / 8
নারকেল তেল ত্বককে ময়েশ্চারাইজ রাখার পাশাপাশি টানটান রাখে। আবার মেকআপ তোলার কাজেও আসে নারকেল তেল। যে কাজটা আই ক্রিমও পারে না, সেটাও কিন্তু নারকেল তেল করতে পারে।

নারকেল তেল ত্বককে ময়েশ্চারাইজ রাখার পাশাপাশি টানটান রাখে। আবার মেকআপ তোলার কাজেও আসে নারকেল তেল। যে কাজটা আই ক্রিমও পারে না, সেটাও কিন্তু নারকেল তেল করতে পারে।

2 / 8
চোখের নীচের কালি দূর করতে নারকেল তেলের জুড়ি মেলা ভার। শুধু তা-ই নয়, রোজ রাতে চোখের নীচে নারকেল তেল মালিশ আরও অনেক উপকারিতা পাওয়া যায়, যা গুণে শেষ করা মুশকিল।

চোখের নীচের কালি দূর করতে নারকেল তেলের জুড়ি মেলা ভার। শুধু তা-ই নয়, রোজ রাতে চোখের নীচে নারকেল তেল মালিশ আরও অনেক উপকারিতা পাওয়া যায়, যা গুণে শেষ করা মুশকিল।

3 / 8
নানা কারণে চোখের নীচে ফোলাভাব দেখা দেয়। কম বা বেশি ঘুমোলে, বয়সজনিত কারণেও চোখের নীচে ফুলে যায়। রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে নারকেল তেল মালিশ করলে এই সমস্যা আর হবে না।

নানা কারণে চোখের নীচে ফোলাভাব দেখা দেয়। কম বা বেশি ঘুমোলে, বয়সজনিত কারণেও চোখের নীচে ফুলে যায়। রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে নারকেল তেল মালিশ করলে এই সমস্যা আর হবে না।

4 / 8
বয়স বাড়লে মুখে বলিরেখা জোরাল হয়। চোখের কোণের চামড়াই সবার আগে কুঁচকে যায়। নারকেল তেলের মধ্যে থাকা ফ্যাটি অ্যাসিড বলিরেখা প্রতিরোধ করে। ত্বককে টানটান ও সতেজ রাখে।

বয়স বাড়লে মুখে বলিরেখা জোরাল হয়। চোখের কোণের চামড়াই সবার আগে কুঁচকে যায়। নারকেল তেলের মধ্যে থাকা ফ্যাটি অ্যাসিড বলিরেখা প্রতিরোধ করে। ত্বককে টানটান ও সতেজ রাখে।

5 / 8
নারকেল তেল ত্বকে কোলাজেন গঠনে সাহায্য করে। এর জেরে চোখের চারপাশের চামড়া কুঁচকে যায় না। ত্বকে মসৃণ থাকে। এমনকি ত্বকের নীচে কালো দাগও লক্ষ্য করা যায় না।

নারকেল তেল ত্বকে কোলাজেন গঠনে সাহায্য করে। এর জেরে চোখের চারপাশের চামড়া কুঁচকে যায় না। ত্বকে মসৃণ থাকে। এমনকি ত্বকের নীচে কালো দাগও লক্ষ্য করা যায় না।

6 / 8
ডার্ক সার্কেল কমানো, বলিরেখা দূর করা এবং ফোলাভাব দূর করে ফেলতে নারকেল তেল দুর্দান্ত কাজ করে। কিন্তু কীভাবে নারকেল তেল মাখলে উপকার পাবেন, তা কি জানেন?

ডার্ক সার্কেল কমানো, বলিরেখা দূর করা এবং ফোলাভাব দূর করে ফেলতে নারকেল তেল দুর্দান্ত কাজ করে। কিন্তু কীভাবে নারকেল তেল মাখলে উপকার পাবেন, তা কি জানেন?

7 / 8
রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে এক ফোঁটা নারকেল তেল নিয়ে চোখের চারপাশে মালিশ করুন। চাইলে গোটা মুখেই মাখতে পারেন নারকেল তেল। এতে ত্বকের সমস্যা ও অকাল বার্ধক্যও এড়াতে পারবেন। 

রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে এক ফোঁটা নারকেল তেল নিয়ে চোখের চারপাশে মালিশ করুন। চাইলে গোটা মুখেই মাখতে পারেন নারকেল তেল। এতে ত্বকের সমস্যা ও অকাল বার্ধক্যও এড়াতে পারবেন। 

8 / 8
Follow Us: