Shapewear: শাড়ি হোক বা বডিকোন—শেপওয়্যার দিয়ে পোশাক পরলে ঝরবে মেদ আর বাড়বে আত্মবিশ্বাস

Body Shaper: ফ্যাশন ওয়ার্ল্ডে শেপওয়্যার বা বডি শেপারের কদর সবসময় বেশি। দেহের অতিরিক্ত মেদ লুকানো থেকে বডি কনফিডেন্স বাড়িয়ে দেওয়া—একাধিক কাজে পারদর্শী শেপওয়্যার। শেপওয়্যার পরলে কী-কী সুবিধা মেলে, দেখে নিন এক নজরে।

| Updated on: Mar 26, 2024 | 12:28 PM
সবার চেহারা সমান হয় না। আর পারফেক্ট বডি-এর কোনও সংজ্ঞা হয় না। কিন্তু এমন কিছু পোশাক রয়েছে, যা সব চেহারার জন্য নয়। আবার কিছু পোশাক এমনও আছে, যেগুলো যে কেউ পরিধান করতে পারে। শুধু আপনাকে ভিতরে পরতে হবে শেপওয়্যার বা বডি শেপার।

সবার চেহারা সমান হয় না। আর পারফেক্ট বডি-এর কোনও সংজ্ঞা হয় না। কিন্তু এমন কিছু পোশাক রয়েছে, যা সব চেহারার জন্য নয়। আবার কিছু পোশাক এমনও আছে, যেগুলো যে কেউ পরিধান করতে পারে। শুধু আপনাকে ভিতরে পরতে হবে শেপওয়্যার বা বডি শেপার।

1 / 8
ফ্যাশন ওয়ার্ল্ডে শেপওয়্যার বা বডি শেপারের কদর সবসময় বেশি। দেহের অতিরিক্ত মেদ লুকানো থেকে বডি কনফিডেন্স বাড়িয়ে দেওয়া—একাধিক কাজে পারদর্শী শেপওয়্যার। শেপওয়্যার পরলে কী-কী সুবিধা মেলে, দেখে নিন এক নজরে।

ফ্যাশন ওয়ার্ল্ডে শেপওয়্যার বা বডি শেপারের কদর সবসময় বেশি। দেহের অতিরিক্ত মেদ লুকানো থেকে বডি কনফিডেন্স বাড়িয়ে দেওয়া—একাধিক কাজে পারদর্শী শেপওয়্যার। শেপওয়্যার পরলে কী-কী সুবিধা মেলে, দেখে নিন এক নজরে।

2 / 8
শাড়ি পরুন বা বডিকোন ড্রেস, শেপওয়্যার পরলে নতুন লুক আসে। যে কোনও চেহারায় শেপওয়্যার বা বডি শেপার পরা যায়। চটজলদি পারফেক্ট বডি বা লুক পাওয়ার জন্য বডি শেপার সেরা বিকল্প।

শাড়ি পরুন বা বডিকোন ড্রেস, শেপওয়্যার পরলে নতুন লুক আসে। যে কোনও চেহারায় শেপওয়্যার বা বডি শেপার পরা যায়। চটজলদি পারফেক্ট বডি বা লুক পাওয়ার জন্য বডি শেপার সেরা বিকল্প।

3 / 8
মেয়েদের সবচেয়ে বেশি মেদ জমে তলপেট বা কোমরে। শাড়ি পরলেও ওই কোমরের মেদ ঢাকা যায় না। আবার ড্রেস বা জিন্স পরলে আর তো কোনও কথাই নেই। মেদ লুকানো যায় না কোনওভাবেই। কিন্তু বডি শেপার পরলে এক নিমেষে গায়েব হয়ে যায় এই মেদ।

মেয়েদের সবচেয়ে বেশি মেদ জমে তলপেট বা কোমরে। শাড়ি পরলেও ওই কোমরের মেদ ঢাকা যায় না। আবার ড্রেস বা জিন্স পরলে আর তো কোনও কথাই নেই। মেদ লুকানো যায় না কোনওভাবেই। কিন্তু বডি শেপার পরলে এক নিমেষে গায়েব হয়ে যায় এই মেদ।

4 / 8
অতিরিক্ত মেদ লুকানোর পাশাপাশি মেদ গলাতেও সাহায্য করে বডি শেপার। সিলিকন জাতীয় উপাদান দিয়ে তৈরি বডি শেপার। দীর্ঘক্ষণ পরে থাকলে ঘাম হয়। ঘামের মাধ্যমে শরীর থেকে টক্সিন বেরিয়ে যায় এবং ওজন কমে।

অতিরিক্ত মেদ লুকানোর পাশাপাশি মেদ গলাতেও সাহায্য করে বডি শেপার। সিলিকন জাতীয় উপাদান দিয়ে তৈরি বডি শেপার। দীর্ঘক্ষণ পরে থাকলে ঘাম হয়। ঘামের মাধ্যমে শরীর থেকে টক্সিন বেরিয়ে যায় এবং ওজন কমে।

5 / 8
এ বিষয়ে কোনও সন্দেহ নেই যে, বডি শেপার পরলে আত্মবিশ্বাস ফিরে পাওয়া যায়। অনেকেই রয়েছেন, চেহারার জন্য পছন্দের পোশাক পরতে সঙ্কোচ বোধ করেন। কিন্তু শেপওয়্যার পরে পোশাক পরলে মনের মতো লুক পাওয়া যায় আর নিজের মধ্যে আত্মবিশ্বাস বাড়ে।

এ বিষয়ে কোনও সন্দেহ নেই যে, বডি শেপার পরলে আত্মবিশ্বাস ফিরে পাওয়া যায়। অনেকেই রয়েছেন, চেহারার জন্য পছন্দের পোশাক পরতে সঙ্কোচ বোধ করেন। কিন্তু শেপওয়্যার পরে পোশাক পরলে মনের মতো লুক পাওয়া যায় আর নিজের মধ্যে আত্মবিশ্বাস বাড়ে।

6 / 8
অফিসের পোশাকের সঙ্গেও শেপওয়্যার পরতে পারেন। দীর্ঘক্ষণ শেপওয়্যার পরলে কোমর ও পিঠে সাপোর্ট পাওয়া যায়। এতে পসজার অর্থাৎ বসার ভঙ্গি ঠিক থাকে। পাশাপাশি ব্যাক পেইন বা কোমর ব্যথাও কমে। এছাড়া ভুঁড়ি তৈরি হওয়ার সম্ভাবনা থাকে না।

অফিসের পোশাকের সঙ্গেও শেপওয়্যার পরতে পারেন। দীর্ঘক্ষণ শেপওয়্যার পরলে কোমর ও পিঠে সাপোর্ট পাওয়া যায়। এতে পসজার অর্থাৎ বসার ভঙ্গি ঠিক থাকে। পাশাপাশি ব্যাক পেইন বা কোমর ব্যথাও কমে। এছাড়া ভুঁড়ি তৈরি হওয়ার সম্ভাবনা থাকে না।

7 / 8
যে কোনও পোশাকের সঙ্গে শেপওয়্যার পরা যায়। তবে, শেপওয়্যার যেন সঠিক মাপের হয়। আপনি যদি M সাইজ জামা পরেন, তাহলে ওই সাইজেরই শেপওয়্যার কিনুন। পাশাপাশি বাজারে বিভিন্ন ধরনের বডি শেপার পাওয়া যায়। আপনি কী ধরনের পোশাকের সঙ্গে বডি শেপার পরবেন, তার উপর বিবেচনা করে শেপওয়্যার কিনুন।  

যে কোনও পোশাকের সঙ্গে শেপওয়্যার পরা যায়। তবে, শেপওয়্যার যেন সঠিক মাপের হয়। আপনি যদি M সাইজ জামা পরেন, তাহলে ওই সাইজেরই শেপওয়্যার কিনুন। পাশাপাশি বাজারে বিভিন্ন ধরনের বডি শেপার পাওয়া যায়। আপনি কী ধরনের পোশাকের সঙ্গে বডি শেপার পরবেন, তার উপর বিবেচনা করে শেপওয়্যার কিনুন।  

8 / 8
Follow Us: