শুধু খেলেই হবে না, ফর্সা ও উজ্জ্বল ত্বক পেতে এ ভাবে ব্যবহার করুন বেদানা

Pomegranate For Skin: অ্যালোভেরা ও বেদানার রস একসঙ্গে মিশিয়ে মাখলে দুর্দান্ত কাজ হবে। ত্বকের যত্নে অ্যালোভেরার বিকল্প নেই। একটি পাত্রে অ্যালোভেরার নির্যাস নিন। তাতে বেদানার রস মেশান। প্যাকটি ভাল করে গুলে মুখে লাগিয়ে নিন। ২০ মিনিট অপেক্ষা করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিন।

| Updated on: Feb 28, 2024 | 4:00 PM
শরীরের জন্য ভীষণ উপকারী বেদানা বা ডালিম। জানেন কি শুধু শরীরের জন্যই নয়, ত্বকের জন্যও ভীষণ ভালো এই ফল। (ছবি:Pinterest)

শরীরের জন্য ভীষণ উপকারী বেদানা বা ডালিম। জানেন কি শুধু শরীরের জন্যই নয়, ত্বকের জন্যও ভীষণ ভালো এই ফল। (ছবি:Pinterest)

1 / 8
এতে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট ও প্রয়োজনীয় সব ভিটামিন ও খনিজ, যা ত্বককে সুস্থ রাখে। পাশাপাশি ত্বকের জেল্লা ফেরাতে এর জুড়ি নেই। এ বার জেনে নিন কীভাবে ব্যবহার করল কাজ হবে। (ছবি:Pinterest)

এতে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট ও প্রয়োজনীয় সব ভিটামিন ও খনিজ, যা ত্বককে সুস্থ রাখে। পাশাপাশি ত্বকের জেল্লা ফেরাতে এর জুড়ি নেই। এ বার জেনে নিন কীভাবে ব্যবহার করল কাজ হবে। (ছবি:Pinterest)

2 / 8
টকদইয়ের সঙ্গে বেদানার রস মেশালে কাজ হবে। একটি পাত্রে টকদই নিন। তাতে পরিমাণমতো বেদানার রস দিন। মিশ্রণটি গুলে ত্বকে লাগিয়ে নিন। (ছবি:Pinterest)

টকদইয়ের সঙ্গে বেদানার রস মেশালে কাজ হবে। একটি পাত্রে টকদই নিন। তাতে পরিমাণমতো বেদানার রস দিন। মিশ্রণটি গুলে ত্বকে লাগিয়ে নিন। (ছবি:Pinterest)

3 / 8
এ ছাড়া দুধের সঙ্গে বেদানার রস মিশিয়ে মাখলেও কাজ হবে। ত্বককে ভিতর থেকে উজ্জ্বল করে এই ফেস প্যাক। ব্যবহার করে দেখতে পারেন।(ছবি:Pinterest)

এ ছাড়া দুধের সঙ্গে বেদানার রস মিশিয়ে মাখলেও কাজ হবে। ত্বককে ভিতর থেকে উজ্জ্বল করে এই ফেস প্যাক। ব্যবহার করে দেখতে পারেন।(ছবি:Pinterest)

4 / 8
পাশাপাশি ওটসের সঙ্গে ডালিমের রস মিশিয়ে মাখলেও কাজ হবে। এর জন্য একটি পাত্রে ওটসের গুঁড়ো নিন, তাতে বেদানার রস যোগ করে ত্বকে লাগিয়ে নিন। (ছবি:Pinterest)

পাশাপাশি ওটসের সঙ্গে ডালিমের রস মিশিয়ে মাখলেও কাজ হবে। এর জন্য একটি পাত্রে ওটসের গুঁড়ো নিন, তাতে বেদানার রস যোগ করে ত্বকে লাগিয়ে নিন। (ছবি:Pinterest)

5 / 8
লেবুর সঙ্গে মিশিয়ে মাখলেও কাজ হবে। একটি পাত্রে সমপরিমাণ ডালিমের রস ও লেবুর রস মিশিয়ে ব্যবহার করুন। এতে ট্যানের সমস্যা দূর হয়। (ছবি:Pinterest)

লেবুর সঙ্গে মিশিয়ে মাখলেও কাজ হবে। একটি পাত্রে সমপরিমাণ ডালিমের রস ও লেবুর রস মিশিয়ে ব্যবহার করুন। এতে ট্যানের সমস্যা দূর হয়। (ছবি:Pinterest)

6 / 8
এ ছাড়া অ্যালোভেরা ও বেদানার রস একসঙ্গে মিশিয়ে মাখলে দুর্দান্ত কাজ হবে। ত্বকের যত্নে অ্যালোভেরার বিকল্প নেই। (ছবি:Pinterest)

এ ছাড়া অ্যালোভেরা ও বেদানার রস একসঙ্গে মিশিয়ে মাখলে দুর্দান্ত কাজ হবে। ত্বকের যত্নে অ্যালোভেরার বিকল্প নেই। (ছবি:Pinterest)

7 / 8
একটি পাত্রে অ্যালোভেরার নির্যাস নিন। তাতে বেদানার রস মেশান। প্যাকটি ভাল করে গুলে মুখে লাগিয়ে নিন। ২০ মিনিট অপেক্ষা করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিন। (ছবি:Pinterest)

একটি পাত্রে অ্যালোভেরার নির্যাস নিন। তাতে বেদানার রস মেশান। প্যাকটি ভাল করে গুলে মুখে লাগিয়ে নিন। ২০ মিনিট অপেক্ষা করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিন। (ছবি:Pinterest)

8 / 8
Follow Us: