মাথার সামনে বড় হচ্ছে টাক? সমাধান লুকিয়ে কারিপাতায়

Curry Leaves For Hair: চুল পড়া আটকাতে দারুণভাবে সাহায্য করে পেঁয়াজ। অনেকেই তাই চুল পড়া রোধ করতে পেঁয়াজের রস মাখেন। এর সঙ্গে কারিপাতা যোগ করলে আরও ভালো ফল পাবেন। এর জন্য কারিপাতা গ্রাইন্ডারে পেস্ট করে নিন। একটি পাত্রে এই পেস্ট নিয়ে তাতে পেঁয়াজের রস মেশান। এ বার মিশ্রণটি চুলে লাগিয়ে নিন। ৩০ মিনিট মতো রেখে শ্যাম্পু করে নিন।

| Updated on: Feb 17, 2024 | 12:37 PM
আজকাল চুল পড়ার সমস্যা ঘরে-ঘরে। চুল আঁচরাতে গিয়ে মুঠো-মুঠো চুল ওঠে অনেকরই। হাজার কিছু প্রয়োগ করেও অনেকসময় ফল পাওয়া যায় না। (ছবি:Pinterest)

আজকাল চুল পড়ার সমস্যা ঘরে-ঘরে। চুল আঁচরাতে গিয়ে মুঠো-মুঠো চুল ওঠে অনেকরই। হাজার কিছু প্রয়োগ করেও অনেকসময় ফল পাওয়া যায় না। (ছবি:Pinterest)

1 / 8
চুল উঠতে-উঠতে একসময় মাথার সামনে বড় হয় টাক, যা দেখতে মোটেই ভালো লাগে না। তাই চুলের চাই বাড়তি যত্ন। (ছবি:Pinterest)

চুল উঠতে-উঠতে একসময় মাথার সামনে বড় হয় টাক, যা দেখতে মোটেই ভালো লাগে না। তাই চুলের চাই বাড়তি যত্ন। (ছবি:Pinterest)

2 / 8
দিনের ১০০ টি চুল ওঠা সাধারণ। তবে সংখ্যাটা তার চেয়ে বেশি হলেই দেখা দেয় সমস্যা। অত্যধিক চুল উঠতে-উঠতে একসময় তা টাকে পরিণত হয়। (ছবি:Pinterest)

দিনের ১০০ টি চুল ওঠা সাধারণ। তবে সংখ্যাটা তার চেয়ে বেশি হলেই দেখা দেয় সমস্যা। অত্যধিক চুল উঠতে-উঠতে একসময় তা টাকে পরিণত হয়। (ছবি:Pinterest)

3 / 8
জানেন কি এই সমস্যা থেকে আপনাকে মুক্তি দিতে পারে কারিপাতা। শুধু রান্নার স্বাদ বাড়াতেই নয়, চুলের জন্যও ভীষণ উপকারী এই পাতা। জেনে নিন কীভাবে ব্যবহার করলে কাজ হবে। (ছবি:Pinterest)

জানেন কি এই সমস্যা থেকে আপনাকে মুক্তি দিতে পারে কারিপাতা। শুধু রান্নার স্বাদ বাড়াতেই নয়, চুলের জন্যও ভীষণ উপকারী এই পাতা। জেনে নিন কীভাবে ব্যবহার করলে কাজ হবে। (ছবি:Pinterest)

4 / 8
আমলকি ও মেথির সঙ্গে কারিপাতা মিশিয়ে মাখলে দারুণ ফল পাবেন। এর জন্য একটি পাত্রে আমলকির রস ও মেথি পাতার পেস্ট নিন। তাতে কারিপাতার রস মেশান। এ বার এই পেস্টটি চুলে লাগিয়ে নিন। (ছবি:Pinterest)

আমলকি ও মেথির সঙ্গে কারিপাতা মিশিয়ে মাখলে দারুণ ফল পাবেন। এর জন্য একটি পাত্রে আমলকির রস ও মেথি পাতার পেস্ট নিন। তাতে কারিপাতার রস মেশান। এ বার এই পেস্টটি চুলে লাগিয়ে নিন। (ছবি:Pinterest)

5 / 8
টকদইয়ের সঙ্গে এই পাতা মিশিয়ে মাখলেও কাজ হবে। এই দুই উপাদানই চুলের জন্য খুব ভালো। এই হেয়ারপ্যাকটি বানানো খুব সহজ। একটি পাত্রে টকদই নিন, তাতে কারিপাতা বেটে মিশিয়ে নিন। মিশ্রণটি একসঙ্গে গুলে চুলে লাগিয়ে নিন। (ছবি:Pinterest)

টকদইয়ের সঙ্গে এই পাতা মিশিয়ে মাখলেও কাজ হবে। এই দুই উপাদানই চুলের জন্য খুব ভালো। এই হেয়ারপ্যাকটি বানানো খুব সহজ। একটি পাত্রে টকদই নিন, তাতে কারিপাতা বেটে মিশিয়ে নিন। মিশ্রণটি একসঙ্গে গুলে চুলে লাগিয়ে নিন। (ছবি:Pinterest)

6 / 8
চুল পড়া আটকাতে দারুণভাবে সাহায্য করে পেঁয়াজ। অনেকেই তাই চুল পড়া রোধ করতে পেঁয়াজের রস মাখেন। এর সঙ্গে কারিপাতা যোগ করলে আরও ভালো ফল পাবেন। (ছবি:Pinterest)

চুল পড়া আটকাতে দারুণভাবে সাহায্য করে পেঁয়াজ। অনেকেই তাই চুল পড়া রোধ করতে পেঁয়াজের রস মাখেন। এর সঙ্গে কারিপাতা যোগ করলে আরও ভালো ফল পাবেন। (ছবি:Pinterest)

7 / 8
এর জন্য  কারিপাতা গ্রাইন্ডারে পেস্ট করে নিন। একটি পাত্রে এই পেস্ট নিয়ে তাতে পেঁয়াজের রস মেশান। এ বার মিশ্রণটি চুলে লাগিয়ে নিন। ৩০ মিনিট মতো রেখে শ্যাম্পু করে নিন। (ছবি:Pinterest)

এর জন্য কারিপাতা গ্রাইন্ডারে পেস্ট করে নিন। একটি পাত্রে এই পেস্ট নিয়ে তাতে পেঁয়াজের রস মেশান। এ বার মিশ্রণটি চুলে লাগিয়ে নিন। ৩০ মিনিট মতো রেখে শ্যাম্পু করে নিন। (ছবি:Pinterest)

8 / 8
Follow Us: