Shaving Cream Use: শুধু দাড়ি কাটতেই নয়, বাড়ির হাজার কাজে লাগান শেভিং ক্রিম

Shaving Cream: এছাড়া গয়না পরিষ্কার করতেও সাহায্য করে এই শেভিং ক্রিম।পছন্দের গয়না পরিষ্কার করতে সামান্য শেভিং ক্রিম নিয়ে তা দিয়ে ঘষে নিন। দেখবেন চকচক করবে। রান্নাঘরের তেলচিটে স্ল্যাব পরিষ্কার করতেও শেভিং ক্রিম ব্যবহার করতে পারেন ক্লিনার শেষ হয়ে গেলে। ফল পেতে বাধ্য।

| Edited By: | Updated on: Sep 24, 2023 | 4:00 PM
পুরুষদের অন্যতন কাজের বা ব্যবহারের জিনিস হল শেভিং ক্রিম। দাড়ি কাটতে নিত্য এটি ব্যবহার করে থাকেন তাঁরা। তবে এর ব্যবহার শুধু ছেলেদের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ নয়।

পুরুষদের অন্যতন কাজের বা ব্যবহারের জিনিস হল শেভিং ক্রিম। দাড়ি কাটতে নিত্য এটি ব্যবহার করে থাকেন তাঁরা। তবে এর ব্যবহার শুধু ছেলেদের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ নয়।

1 / 8
বাড়ির অনেক ছোটখাটো কাজেও এটি ব্যবহার করতে পারেন আপনি। আসুন আর দেরি না করে জেনে নেওয়া যাক, ঘরের কাজে কীভাবে কাজে লাগাবেন শেভিং ক্রিম...

বাড়ির অনেক ছোটখাটো কাজেও এটি ব্যবহার করতে পারেন আপনি। আসুন আর দেরি না করে জেনে নেওয়া যাক, ঘরের কাজে কীভাবে কাজে লাগাবেন শেভিং ক্রিম...

2 / 8
স্টিলের বাসন পরিষ্কার করতে এই ক্রিম ব্য়বহার করতে পারেন আপনি। সামান্য শেভিং ক্রিম দিয়ে বাসন ঘষে দেখুন। ঝকঝক করবে একদম।

স্টিলের বাসন পরিষ্কার করতে এই ক্রিম ব্য়বহার করতে পারেন আপনি। সামান্য শেভিং ক্রিম দিয়ে বাসন ঘষে দেখুন। ঝকঝক করবে একদম।

3 / 8
এছাড়া একইভাবে কার্পেট পরিষ্কার করতেও ব্যবহার করতে পারেন এই বিশেষ ক্রিম। কার্পেট একবার জলে ধুয়ে নিয়ে, ফের শেভিং ক্রিম দিয়ে ধুয়ে নিন। কাজ হবে।

এছাড়া একইভাবে কার্পেট পরিষ্কার করতেও ব্যবহার করতে পারেন এই বিশেষ ক্রিম। কার্পেট একবার জলে ধুয়ে নিয়ে, ফের শেভিং ক্রিম দিয়ে ধুয়ে নিন। কাজ হবে।

4 / 8
জানেন কি সানবার্ন তুলতে দারুণভাবে সাহায্য করে এই শেভিং ক্রিম? সানবার্নযুক্ত জায়গায় এই ক্রিম লাগান। উপকার পাবেন। এছাড়া ত্বকের জ্বালাপোড়াও কমবে এতে।

জানেন কি সানবার্ন তুলতে দারুণভাবে সাহায্য করে এই শেভিং ক্রিম? সানবার্নযুক্ত জায়গায় এই ক্রিম লাগান। উপকার পাবেন। এছাড়া ত্বকের জ্বালাপোড়াও কমবে এতে।

5 / 8
নেলপালিশ লাগানোর সময় আঙুলের চারিদিকে দেখবেন লেগে যায় অনেকসময়। যার ফলে হাতের শোভা নষ্ট হয়। এই বাড়তি নেলপালিশ তুলতে শেভিং ক্রিম লাগান। সব উঠে যাবে।

নেলপালিশ লাগানোর সময় আঙুলের চারিদিকে দেখবেন লেগে যায় অনেকসময়। যার ফলে হাতের শোভা নষ্ট হয়। এই বাড়তি নেলপালিশ তুলতে শেভিং ক্রিম লাগান। সব উঠে যাবে।

6 / 8
এছাড়া গয়না পরিষ্কার করতেও সাহায্য করে এই শেভিং ক্রিম। পছন্দের গয়না পরিষ্কার করতে সামান্য শেভিং ক্রিম নিয়ে তা দিয়ে ঘষে নিন। দেখবেন চকচক করবে।

এছাড়া গয়না পরিষ্কার করতেও সাহায্য করে এই শেভিং ক্রিম। পছন্দের গয়না পরিষ্কার করতে সামান্য শেভিং ক্রিম নিয়ে তা দিয়ে ঘষে নিন। দেখবেন চকচক করবে।

7 / 8
রান্নাঘরের তেলচিটে স্ল্যাব পরিষ্কার করতেও শেভিং ক্রিম ব্যবহার করতে পারেন ক্লিনার শেষ হয়ে গেলে। এতে পরিষ্কার তো হবেই, আর তেলচিটেভাবও একেবারে কেটে যাবে।

রান্নাঘরের তেলচিটে স্ল্যাব পরিষ্কার করতেও শেভিং ক্রিম ব্যবহার করতে পারেন ক্লিনার শেষ হয়ে গেলে। এতে পরিষ্কার তো হবেই, আর তেলচিটেভাবও একেবারে কেটে যাবে।

8 / 8
Follow Us: