Hot Water Bath: শীতে কাবু হয়ে গরম জলে স্নান, অজান্তেই শরীরে ডাকছেন যে বিপদগুলি
Winter Tips: শীতকালে কনকনে ঠাণ্ডা জল দেখলেই অনেকের যেন গায়ে জ্বর আসে। হাড় হিম হয়ে যাওয়ার ভয়ে অনেকেই শীতকালে গরম জলে স্নানকেই শ্রেয় মনে করেন। আবার অনেকেই সারা বছর গরম জলে স্নান করেন। এটা এক একজনের অভ্যেস। কেউ কেউ শীতকালেই শুধু গরম জলে স্নান করেন। গরম জলে স্নান করার উপকারিতা ও অপকারিতা দুই-ই রয়েছে। জেনে নিন সেগুলি।
Most Read Stories