রুক্ষ্ম চুলে প্রাণ ফেরাতে আর পার্লারে খরচা নয়, বাড়িতেই সারুন হেয়ার স্পা
Hair Spa: ঝাঁ চকচকে চুলের লোভে সকলেই ছোটেন পার্লারে বিভিন্ন ট্রিটমেন্টের দিকে। কিন্তু তাও বেশ খরচাসাপেক্ষ। ফলে আপনি বাড়িতেই কম খরচে সেরে ফেলতে পারবেন হেয়ার স্পা। দেখে নিন কী ভাবে বানাবেন ঘরোয়া এই হেয়ার স্পা।
1 / 8
রোজ নতুন নতুন হেয়ার স্টাইল করে চুলের বারোটা বাজিয়েছেন। ফলে এখন কিছুতেই তা ঠিক হচ্ছে না। শ্যাম্পু করলেও আবার চুল রুক্ষ্ম হয়ে যাচ্ছে। তাহলে এখন এই রুক্ষ্ম চুলের থেকে বাঁচবেন কীভাবে?
2 / 8
তার উপরে এখন স্ট্রেটনিং-এর যুগ। কেরাটিন ট্রিটমেন্ট, হেয়ার স্ট্রেটনিং, স্মুথনিং এসব চলতেই থাকে। এবার এই সব কেমিক্যাল চুলের জন্য একেবারেই ভাল নয়। তারপরে আবার ট্রিটমেন্ট করাতে গেলেও অনেক খরচ।
3 / 8
ঝাঁ চকচকে চুলের লোভে সকলেই ছোটেন পার্লারে বিভিন্ন ট্রিটমেন্টের দিকে। কিন্তু তাও বেশ খরচাসাপেক্ষ। ফলে আপনি বাড়িতেই কম খরচে সেরে ফেলতে পারবেন হেয়ার স্পা। দেখে নিন কী ভাবে বানাবেন ঘরোয়া এই হেয়ার স্পা।
4 / 8
চুলে যেদিন স্পা করবেন তার আগে চুলে ভাল করে তেল মালিশ করে নিন। ২ ঘন্টা রেখে ভাল করে রেখে তারপরে শ্যাম্পু করে নিতে হবে। এবার অ্যাপেল সাইডার ভিনিগার আর অ্যালোভেরা জেল একসঙ্গে মিশিয়ে নিয়েও চুলে লাগাতে পারেন।
5 / 8
লাগানোর পরে তা ১ ঘন্টা চুলে রেখে তারপর ভাল করে ধুয়ে নিন। চুলে যদি কোকোনাট অয়েল (নারকেল তেল) আর ক্যাস্টর অয়েল একসঙ্গে মিশিয়ে লাগাতে পারেন, তাহলে তার খুব ভাল উপকার পাবেন। এই তেল লাগানোর পর চুলে শ্যাম্পু করে নিন।
6 / 8
এবার চুল ভাল করে মুছে লাগিয়ে নিতে হবে একটি প্যাক। ফ্যান সহ ভাত, ১ চামচ কর্নফ্লাওয়ার, এক চামচ নারকেল তেল আর এক চামচ অলিভ অয়েল একসঙ্গে মিশিয়ে নিয়ে বানিয়ে ফেলুন হেয়ার স্পা মাস্ক।
7 / 8
ভাত ফ্যান থেকে ঝারিয়ে নিন। এবার তা ঠাণ্ডা করে অল্প ফ্যান মিশিয়ে ব্লেন্ডারে ভাল করে পেস্ট করে নিন। এবার তার সঙ্গে বাকি উপকরণ মিশিয়ে স্পা এর জন্য ক্রিম বানিয়ে নিন।
8 / 8
সেই মিশ্রনে অ্যালোভেরা জেল, টকদই, গ্লিসারিন ১ চামচ, মধু, নারকেল তেল, মেয়োনিজ একসঙ্গে ভাল করে মিশিয়ে নিন। সেটিকে চুলে লাগিয়ে রাখুন প্রায় এক ঘণ্টা। এবার ধুয়ে ফেললেই হয়ে যাবে হেয়ার স্পা।