AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Popular Trekking Route of India: দেশের সেরা ট্রেকিং রুট এগুলিই, না গেলে পস্তাবেন

ভারতের বিভিন্ন প্রান্তেই রয়েছে পাহাড়। এর মধ্য দেশের উত্তরাংশে রয়েছে হিমালয় পর্বতমালা। ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে রয়েছে ট্রেকিংয়ের একাধিক জায়গা। এ রকম কয়েকটি ট্রেকিংয়ের বিষয়ে জানাব। যেখানে না গেলে মনোমুগ্ধকর দৃশ্য চাক্ষুসের স্মৃতি থেকে বঞ্চিত থাকবেন আপনি।

| Updated on: Mar 03, 2024 | 12:19 PM
Share
ভারতের বিভিন্ন প্রান্তেই রয়েছে পাহাড়। এর মধ্য দেশের উত্তরাংশে রয়েছে হিমালয় পর্বতমালা। ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে রয়েছে ট্রেকিংয়ের একাধিক জায়গা। এ রকম কয়েকটি ট্রেকিংয়ের বিষয়ে জানাব। যেখানে না গেলে মনোমুগ্ধকর দৃশ্য চাক্ষুসের স্মৃতি থেকে বঞ্চিত থাকবেন আপনি।

ভারতের বিভিন্ন প্রান্তেই রয়েছে পাহাড়। এর মধ্য দেশের উত্তরাংশে রয়েছে হিমালয় পর্বতমালা। ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে রয়েছে ট্রেকিংয়ের একাধিক জায়গা। এ রকম কয়েকটি ট্রেকিংয়ের বিষয়ে জানাব। যেখানে না গেলে মনোমুগ্ধকর দৃশ্য চাক্ষুসের স্মৃতি থেকে বঞ্চিত থাকবেন আপনি।

1 / 9
কেদারনাথ ট্রেক: এই ট্রেকিংয়ের জন্য আপনাকে যেতে হবে উত্তরাখণ্ডে। ৩ হাজার ৮১০ মিটার উচ্চতায় অবস্থিত কেদারনাথ ট্রেক দেশের অন্যতম জনপ্রিয় ট্রেক। তীর্থস্থান হিসাবে প্রচুর ভক্তও প্রতি বছর আসেন এখানে।

কেদারনাথ ট্রেক: এই ট্রেকিংয়ের জন্য আপনাকে যেতে হবে উত্তরাখণ্ডে। ৩ হাজার ৮১০ মিটার উচ্চতায় অবস্থিত কেদারনাথ ট্রেক দেশের অন্যতম জনপ্রিয় ট্রেক। তীর্থস্থান হিসাবে প্রচুর ভক্তও প্রতি বছর আসেন এখানে।

2 / 9
রূপকুণ্ড ট্রেক: উত্তরাখণ্ডের এই ট্রেকও খুবই জনপ্রিয়। ১৬ হাজার ৫০০ ফুট উচ্চতায় অবস্থিত এই ট্রেকিংয়ে বরফে ঢাকা পাহাড়ের মধ্যে দিয়ে যেতে হবে। অসাধারণ অভিজ্ঞতা হবে আপনার ভ্রমণের ঝুলিতে।

রূপকুণ্ড ট্রেক: উত্তরাখণ্ডের এই ট্রেকও খুবই জনপ্রিয়। ১৬ হাজার ৫০০ ফুট উচ্চতায় অবস্থিত এই ট্রেকিংয়ে বরফে ঢাকা পাহাড়ের মধ্যে দিয়ে যেতে হবে। অসাধারণ অভিজ্ঞতা হবে আপনার ভ্রমণের ঝুলিতে।

3 / 9
স্টক কাঙরি ট্রেক: লাদাখে গিয়ে এই ট্রেকিং করতে পারবেন। ৪০ কিলোমিটার এই ট্রেক করতে লেগে যেতে পারে ৮ দিন। হাড় কাঁপানো ঠান্ডায় এই ট্রেক করা যথেষ্ট চ্যালেঞ্জিং।

স্টক কাঙরি ট্রেক: লাদাখে গিয়ে এই ট্রেকিং করতে পারবেন। ৪০ কিলোমিটার এই ট্রেক করতে লেগে যেতে পারে ৮ দিন। হাড় কাঁপানো ঠান্ডায় এই ট্রেক করা যথেষ্ট চ্যালেঞ্জিং।

4 / 9
গ্রেট লেক ট্রেক: জম্মু ও কাশ্মীরে গিয়ে এই ট্রেক করা আনন্দই আলাদা। বরফে ঢাকা পাহাড়ের মধ্যে দিয়ে এই ট্রেকিংয়ে পদে পদে রয়েছে চ্যালেঞ্জ।

গ্রেট লেক ট্রেক: জম্মু ও কাশ্মীরে গিয়ে এই ট্রেক করা আনন্দই আলাদা। বরফে ঢাকা পাহাড়ের মধ্যে দিয়ে এই ট্রেকিংয়ে পদে পদে রয়েছে চ্যালেঞ্জ।

5 / 9
লক্ষ্মী হিল ট্রেক: এই ট্রেক করতে আপনাকে যেতে হবে কেরলের মুন্নারে। ১০ কিলোমিটার দীর্ঘ এই ট্রেকিংয়ে চা বাগানের অসাধারণ দৃশ্যের সাক্ষী থাকতে পারবেন আপনি।

লক্ষ্মী হিল ট্রেক: এই ট্রেক করতে আপনাকে যেতে হবে কেরলের মুন্নারে। ১০ কিলোমিটার দীর্ঘ এই ট্রেকিংয়ে চা বাগানের অসাধারণ দৃশ্যের সাক্ষী থাকতে পারবেন আপনি।

6 / 9
তাদিয়ানদামল ট্রেক: কর্নাটকের ক্রুগে যেতে হবে এই ট্রেকিংয়ের জন্য। এটি কর্নাটকের তৃতীয় উচ্চতম শৃঙ্গ। আকাশ পরিষ্কার থাকলে এখানকার প্রাকৃতিক দৃশ্য মন ভরিয়ে দেবে। এমনকি আরব সাগরও দেখতে পেতে পারেন আবহাওয়া ভালো থাকলে।

তাদিয়ানদামল ট্রেক: কর্নাটকের ক্রুগে যেতে হবে এই ট্রেকিংয়ের জন্য। এটি কর্নাটকের তৃতীয় উচ্চতম শৃঙ্গ। আকাশ পরিষ্কার থাকলে এখানকার প্রাকৃতিক দৃশ্য মন ভরিয়ে দেবে। এমনকি আরব সাগরও দেখতে পেতে পারেন আবহাওয়া ভালো থাকলে।

7 / 9
ইন্দ্রহার পাস ট্রেক: এই ট্রেকের জন্য যেতে হবে হিমাচল প্রদেশ। ধর্মশালা থেকে চাম্বা পর্যন্ত ট্রেকিংয়ে যেতে হবে এই পাসের মধ্যে দিয়ে। বৃষ্টিস্নাত এবং শুষ্ক ২ রকমই আবহাওয়া প্রত্যক্ষ করতে পারবেন এই ট্রেকে।

ইন্দ্রহার পাস ট্রেক: এই ট্রেকের জন্য যেতে হবে হিমাচল প্রদেশ। ধর্মশালা থেকে চাম্বা পর্যন্ত ট্রেকিংয়ে যেতে হবে এই পাসের মধ্যে দিয়ে। বৃষ্টিস্নাত এবং শুষ্ক ২ রকমই আবহাওয়া প্রত্যক্ষ করতে পারবেন এই ট্রেকে।

8 / 9
সান্দাকফু ট্রেক: পশ্চিমবঙ্গের পার্বত্য এলাকায় ট্রেকিং রুটের মধ্যে অন্যতম জনপ্রিয় এই ট্রেকিং। এই ট্রেকিং থেকে দেখা যায় অন্নপূর্ণার অপরূপ দৃশ্য। নেপাল, ভুটান, সিকিমের পর্বত শৃঙ্গ দেথতে পাবেন এই ট্রেকিংয়ে। অপেক্ষা করবে স্লিপিং বুদ্ধও।

সান্দাকফু ট্রেক: পশ্চিমবঙ্গের পার্বত্য এলাকায় ট্রেকিং রুটের মধ্যে অন্যতম জনপ্রিয় এই ট্রেকিং। এই ট্রেকিং থেকে দেখা যায় অন্নপূর্ণার অপরূপ দৃশ্য। নেপাল, ভুটান, সিকিমের পর্বত শৃঙ্গ দেথতে পাবেন এই ট্রেকিংয়ে। অপেক্ষা করবে স্লিপিং বুদ্ধও।

9 / 9