অনেকেই ভোরবেলা উঠে হাঁটতে বা জগিং করতে চলে যান মাঠে। সকালে সময় না পেলে সন্ধ্যাতেও তা করেন অনেকে। রোজ জগিং করলে শরীরের বিবিধ উপকার হয়।
জগিং একটি কার্ডিওভাসকুলার ব্যায়াম। তা নিয়ম করলে করলে হৃদযন্ত্র ভালো থাকে। শরীরে খারাপ কোলেস্টেরলও কমে।
মেদ ঝরাতে চাইলে বা ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলে রোজ জগিং করুন। নিয়মিত অভ্যাসে মিলবে সুফল।
নিয়মিত শরীরচর্চা করলে শুধু শরীরেরই উপকার হয় না। মানসিক স্বাস্থ্যের জন্যও তা কাজে লাগে। জগিংয়ের ক্ষেত্রেও বিষয়টি প্রযোজ্য।
রোজ জগিং করলে হাত ও পায়ের পেশি মজবুত হয়। এমনকি এই দুই অঙ্গের হাড়ও ভালো থাকে।
জগিং করলে শরীরের রক্ত সঞ্চালন ভালো হয়। এর জেরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।
ঘুমের যদি গোলমাল লেগে থাকে। তাহলেও রোজ জগিং করুন। এতে ঘুমের মান ভালো হবে।
শ্বাসযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতেও জগিং কার্যকরী। রোজ জগিং করলে অক্সিজেন গ্রহণ ক্ষমতা বৃদ্ধি পায়।