গরম পড়তেই চুল হয়ে যাচ্ছে তেলতেলে, মসৃণ করতে কাজে লাগান এই টিপস্
Oily Hair: গরম পড়তেই চুল একটুতে তেলতেলে হয়ে যাচ্ছে। শ্যাম্পু করার একদিন পরেও আর ফুরফুরে থাকছে না। কিন্তু এই সমস্যা থেকে বাঁচার উপায় কী? গরমে আর্দ্রতার অভাবের কারণে চুল সুন্দর থাকতে চায় না। তবে দূষণ ও যত্নের অভাবও আরও একটি অন্যতম কারণ। চুলের অনেক ধরন হয়। তারই মধ্যে একটি হল তৈলাক্ত চুল।
1 / 8
গরম পড়তেই চুল একটুতে তেলতেলে হয়ে যাচ্ছে। শ্যাম্পু করার একদিন পরেও আর ফুরফুরে থাকছে না। কিন্তু এই সমস্যা থেকে বাঁচার উপায় কী?
2 / 8
গরমে আর্দ্রতার অভাবের কারণে চুল সুন্দর থাকতে চায় না। তবে দূষণ ও যত্নের অভাবও আরও একটি অন্যতম কারণ। চুলের অনেক ধরন হয়। তারই মধ্যে একটি হল তৈলাক্ত চুল।
3 / 8
তৈলাক্ত চুল ও ঘামের কারণে চুলের ক্ষতি হওয়ার আশঙ্কা বেড়ে যায়। সেই সঙ্গে চুল পড়তেও শুরু করে। কিন্তু প্রশ্ন হল এমনটা কেন হয়? আর এর থেকে মুক্তির উপায় কী?
4 / 8
প্রত্যেকের মাথার ত্বকে প্রাকৃতিকভাবে তেল তৈরি হয়। সেই তেলের উৎপাদন তৈলাক্ত হওয়ার পিছনে কমবেশি ভূমিকা পালন করে। সেই তেলকে বলা হল সিবাম।
5 / 8
শরীরে সিবামের অতিরিক্ত উৎপাদন হলে অতিরিক্ত তেল দেখা যায়। এর পেছনে আরও কিছু কারণ থাকতে পারে। শ্যাম্পু এবং কন্ডিশনারের ফলেও চুল তৈলাক্ত হতে পারে।
6 / 8
এর মধ্যে রাসায়নিক, প্যারাবেন, সালফেট এবং পেট্রোলিয়াম জাতীয় উপাদান ব্যবহার করা হয়। বিশেষজ্ঞদের মতে, এগুলো মাথার ত্বক অর্থাৎ স্ক্যাল্ফে প্রাকৃতিক তেলের মাত্রা বাড়িয়ে দেয়।
7 / 8
চুল অতিরিক্ত তৈলাক্ত হয়ে গেলে এর যত্ন নিতে দই লাগান। একটি পাত্রে দই নিন এবং এতে লেবু এবং ডিমের সাদা অংশ দিন।
8 / 8
এই মাস্কটি চুলে লাগান এবং ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন। দই হেয়ার মাস্ক চুলে পুষ্টি জোগাবে এবং প্রাকৃতিকভাবে উজ্জ্বল করবে। তাই গরম পড়তেই এই রুটিন শুরু করুন।